
কিলিয়ান এমবাপ্পের শেষ মুহূর্তের গোলে শেষ রক্ষা হয় বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের
গুইনগ্যাম্প, ১২ অক্টোবর (এপি/ইউএনবি)- কিলিয়ান এমবাপ্পের শেষ মুহূর্তের গোলে আইসল্যান্ডের সাথে হার এড়িয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। প্রথমে ২ গোলে এগিয়ে থাকা আইসল্যান্ডের সাথে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দিদিয়েম দেশমের শিষ্যরা।
বৃহস্পতিবার রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ঘরের মাঠে আইসল্যান্ডের বিপক্ষে খেলতে নামে বিশ্বজয়ীরা।
৩০তম মিনিটে বিরকির বিয়ারনাসনের গোলে এগিয়ে যায় অতিথিরা। বিরতির পর মাঠে নামা কারি আর্নাসনের হেডে লিড দ্বিগুন হয় আইসল্যান্ডের।
বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করলেও প্রতিপক্ষের জালে বল ঢুকাতে ব্যর্থ হন দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা এমবাপ্পে।
৮৫তম মিনিটে আইসল্যান্ডের ইয়োলফসনের আত্মঘাতী গোলে ব্যবধান ২-১ হয়।
খেলার একেবার শেষ দিকে, পেনাল্টি থেকে গোল করে ফ্রান্সকে সমতায় ফেরান গেল বিশ্বকাপের সেরা উদীয়মান তারকা এমবাপ্পে।
এই গোলে ২৫ আন্তর্জাতিক ম্যাচে ১৯ বছর বয়সী ফ্রেঞ্চ স্ট্রাইকারের গোল সংখ্যা হলো ১০।
নির্ধারিত সময় শেষে, ২-২ গোলের ড্র নিয়ে শেষ রক্ষা হয় বিশ্বচ্যাম্পিয়নদের।