ঢাকা, ০৫ মার্চ (ইউএনবি)- দেশের অর্জনগুলো বিদেশে তুলে ধরতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
মঙ্গলবার লন্ডনের টাওয়ার হ্যামলেটের কাউন্সিলর ও স্পিকার আয়াছ মিয়া বঙ্গভবনে তার সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
সাক্ষাৎকালে স্পিকার আয়াছ টাওয়ার হ্যামলেটের কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
টাওয়ার হ্যামলেটের স্পিকার নির্বাচিত হওয়ায় আয়াছকে অভিনন্দন জানিয়ে আবদুল হামিদ বলেন, আর্থ-সামাজিক উন্নয়নের অনেক ক্ষেত্রে বাংলাদেশকে রোল মডেল হিসেবে বিবেচনা করা হয়। এসব অর্জন বিদেশে তুলে ধরতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান তিনি।
রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন যে প্রবাসী বাংলাদেশিরা শুভেচ্ছাদূত হিসেবে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরতে ইতিবাচক ভূমিকা রাখবেন।
রাষ্ট্রপতির সচিববৃন্দ এবং অনাবাসী বাংলাদেশি কেন্দ্রের চেয়ারপার্সন এমএস শাকিল চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।
লেবার পার্টির কাউন্সিলর আয়াছ মিয়া স্থানীয় সরকার নির্বাচনে নিজ দলের বিশাল জয়ের পর ২০১৮ সালের ২৩ মে টাওয়ার হ্যামলেটের স্পিকার নির্বাচিত হন।
তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের ধরারাই গ্রামের মোহাম্মদ আবুল হোসেনের ছেলে। দেওকলস উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাসের পর তিনি লন্ডনে আসেন এবং সেখানে হিসাববিজ্ঞানে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।