বাগেরহাট, ১১ অক্টোবর (ইউএনবি)- বাগেরহাটে বৃহস্পতিবার সকালে শহরে গণপূর্ত বিভাগের কার্যালয়ের মধ্যে বাগানের গাব গাছ থেকে ঝুলন্ত অবস্থায় গণপূর্ত বিভাগের এক কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত নিলু মিয়া (৫২) বাগেরহাট গণপূর্ত বিভাগের পানির পাম্প চালক ছিলেন। তার বাড়ি নড়াইল জেলার কালিয়া উপজেলার চাঁদপুর গ্রামে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাতাব উদ্দিন জানান, গণপূর্ত বিভাগের কর্মীদের মাধ্যমে খবর পেয়ে ঝুলন্ত অবস্থায় গাছ থেকে নিলু মিয়ার মৃতদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মৃতদেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় একটি অপমৃত্যু মামলা নথিভুক্ত করা হয়েছে।
নিলু মিয়ার পরিবারের বরাত দিয়ে ওসি আরও জানান, বুধবার রাতে খাবার খেয়ে ভাড়া বাসায় পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। এরপর সকালে খোঁজাখুঁজির পর গাছে ঝুলন্ত অবস্থায় নিলু মিয়ার মৃতদেহ পাওয়া যায়।
বাগেরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সতীনাথ বসাক জানান, নিলু মিয়া পানির পাম্প চালক হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ গাছ থেকে তার মৃতদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্ত রিপোর্ট এবং পুলিশি তদন্তে জানা যাবে তার মৃত্যুর কারণ।