নড়াইল, ১৫ জুলাই (ইউএনবি)- সদর উপজেলা থেকে আটটি বোমা, বোমা তৈরির ডিভাইস, গান পাউডার, ২০টি মোবাইল এবং ৫০টি সিমসহ তিনজনকে আটক করেছে র্যাব-৬।
সোমবার সকালে উপজেলার চন্ডিবরপুর গ্রামের বিশ্বজিত সাহার বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ওই এলাকার বিশ্বজিৎ সাহা (৫০), তার সহযোগী কালু সরকার (৫৫) ও সাগর বিশ্বাস।
র্যাব-৬ সূত্রে জানা গেছে, র্যাব-৬ স্পেশাল কোম্পানি গোপন সংবাদে জানতে পারে বিশ্বজিতের বাড়িতে দীর্ঘদিন যাবত বিভিন্ন ধরনের বোমা তৈরি হয়। এসব বোমা তিনি দেশের বিভিন্ন এলাকাসহ ভারতে বিক্রয় করে থাকেন। সোমবার সকালে র্যাব-৬ স্পেশাল কোম্পানি কমান্ডার মেজর শামীম সরকারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয় । এসময় বিশ্বজিতের বাড়ি তল্লাশি করে আটটি বোমা, বোমা তৈরির ডিভাইস, গান পাউডার, ২০টি মোবাইল ও ৫০টি বিভিন্ন কোম্পানির সিম উদ্ধারসহ তিনজনকে আটক করা হয়। তবে এঘটনার মূল হোতা বিশ্বজিৎ সাহার ভাগ্নে রবি বিশ্বাস (২৮) র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
কোম্পানি কমান্ডার মেজর শামীম সরকার বলেন, এ ব্যাপারে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।