ঢাকা, ১১ নভেম্বর (ইউএনবি)- সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) আওতায় জিটুজি প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের সুযোগ করে দিতে মন্ত্রিসভা সোমবার ‘বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (সংশোধন) বিল, ২০১৯’ এর খসড়া নীতিগতভাবে অনুমোদন করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘পিপিপি আইন, ২০১৫-তে জিটুজি (সরকার থেকে সরকার) প্রকল্পের বিষয়ে কোনো বিধান ছিল না। কিন্তু পিপিপি আইন প্রবর্তিত হওয়ার পর সরকার বিভিন্ন দেশের সাথে সমঝোতার ভিত্তিতে পিপিপি প্রকল্প (জিটুজি পিপিপি) বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করে।’
তিনি জানান, বাংলাদেশ ইতিমধ্যে ‘জিটুজি অংশীদারিত্বের মাধ্যমে পিপিপি প্রকল্প বাস্তবায়ন নীতিমালা, ২০১৭’ এর আওতায় জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া ও দুবাইয়ের সাথে সমঝোতা/সহযোগিতা স্মারক সই করেছে।
অন্যান্য দেশও এ প্রক্রিয়ায় প্রকল্প গ্রহণে আগ্রহ প্রকাশ করেছে উল্লেখ করে আনোয়ারুল ইসলাম বলেন, এ পরিপ্রেক্ষিতে জিটুজি প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের বিষয় অন্তর্ভুক্ত করার লক্ষ্যে প্রস্তাবিত আইনে উপ-ধারা সংযোজন করা হয়েছে।
জনগণের জীবনমান উন্নয়ন, আর্থসামাজিক অগ্রগতি ত্বরান্বিত করা এবং অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার মধ্য দিয়ে বেসরকারি খাতের সাথে অংশীদারিত্ব সৃষ্টির জন্য পিপিপি, ২০১৫ প্রণয়ন করা হয়।
মন্ত্রিসভার বৈঠকে প্রবীণ রাজনীতিবিদ সংসদ সদস্য মাইনউদ্দিন খান বাদলের মৃত্যুতে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়। তিনি ৬৭ বছর বয়সে বৃহস্পতিবার ভারতের বেঙ্গালুরের এক হাসপাতালে মারা যান।