করোনাভাইরাসে আক্রান্ত সংদস সদস্য শহীদুজ্জামান সরকার ন্যাম ভবনে তার ফ্লাটে সেল্ফ আইসোলেশনে রয়েছেন এবং তার শরীরের অবস্থা ভালো রয়েছে বলে জানা গেছে।
শনিবার ক্ষমতাসীন দলের হুইপ মো. আতিউর রহমান আতিক এমপি ইউএনবিকে বলেন, ‘তার (শহীদুজ্জামান) অবস্থা এখন বেশ ভালো। আমি আজ সকালে তার সাথে কথা বলেছি’।
নওগাঁ-২ আসনের সংসদ সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান শহীদুজ্জামান সরকার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে শুক্রবার জানা যায়।
ক্ষমতাসীন দলের ৬৪ বছর বয়সী এই সাংসদ তিন দিন আগে জ্বরে আক্রান্ত হয়ে নওগাঁ থেকে ঢাকায় ফেরেন। বৃহস্পতিবার তার নমুনা সংগ্রহ করা হয় এবং আইইডিসিআর-এ পরীক্ষা করা হয়।
করোনায় সংক্রমিত হওয়ার পর নিজের ফ্লাটেই সেল্ফ আইসোলেশনে রয়েছেন এমপি শহীদুজ্জামান সরকার।