
নিহত মো. আবু সাইদ প্রকাশ সাইফুদ্দিন (১৮) বারৈয়ারহাট ডিগ্রী কলেজের এইসএসসি প্রথম বর্ষের ছাত্র এবং উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ার বাঘাই বাড়ীর মো. হানিফের ছেলে।
দুপুরে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের বারইয়ারহাট বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে। এতে অপর এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্ককাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি।
এদিকে দুর্ঘটনায় কলেজছাত্র নিহত হওয়ার প্রতিবাদে বেলা ১টা থেকে ৩টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে বারৈয়াহাট ডিগ্রি কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয়রা। এর ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে মহাসড়কে বিশাল যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
পুলিশ জানায়, কুমিল্লা থেকে চট্টগ্রামের দিকে যাওয়া বেপরোয়া গতির একটি পরিবহন রাস্তা পারাপারের সময় সাইফুদ্দিন ও তার এক সহপাঠীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাইফুদ্দিনের মৃত্যু হয়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত কলেজছাত্রের লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের হাতে তুলে দেয়া হয়েছে।
ইতিমধ্যে ঘাতক বাসটি আটক করা হয়েছে এবং বাসের চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।