কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিন দ্বীপের কাছে বাংলাদেশি মাছ ধরার ট্রলার লক্ষ্য করে মিয়ানমার থেকে ছোঁড়া গুলিতে বাংলাদেশি জেলে নিহত হয়েছে। এসময় আরও তিন জেলে আহত হন।
এছাড়াও ৬০ জন জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে সেন্টমার্টিনের দক্ষিণে ৫০ কিলোমিটার দূরে সাগরে এ ঘটনা ঘটে বলে জানান টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী।
আরও পড়ুন: টেকনাফে সাড়ে ১১ কোটি টাকার স্বর্ণ জব্দ, মিয়ানমারের ২ নাগরিক আটক
নিহত মো. ওসমান (৫০) টেকনাফ শাহপরীর দ্বীপের কোনারপাড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে। শাহপরীর দ্বীপের বাজারপাড়া এলাকার সাইফুল কোম্পানির মালিকানাধীন ট্রলারে মাছ ধরতেন তিনি।
আহত তিনজনও একই ট্রলারে ছিলেন। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আরও পড়ুন: বন্যার আশঙ্কায় মিয়ানমারের উত্তরাঞ্চল ছাড়ছে বাসিন্দারা