.jpg )
ছবি: সংগৃহীত
রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নে বন্য হাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মৃত তনচংগ্যা (৪৫) উপজেলার কারিগরপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার মনি তনচংগ্যার ছেলে।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে তনচংগ্যা বাজার করে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে তাকে বন্য হাতি আক্রমণ করলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথের তিনি মারা যান।