নাটোরের নলডাঙ্গায় ১০ দফা দাবি নিয়ে ঘোষিত বিএনপির ইউনিয়ন পদযাত্রা কর্মসূচিতে হামলার অভিযোগ করেছে দলটির নেতাকর্মীরা।
শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার মাধনগর ইউনিয়নের মাধনগর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু অভিযোগ করেন, সকাল ১০টার দিকে নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়নের মাধনগর রেলস্টেশন এলাকায় পদযাত্রা কর্মসূচির জন্য বিএনপি নেতাকর্মীরা সমবেত হয়। এসময় তাদের কর্মসূচিতে বাঁধা দিয়ে মারপিট শুরু করে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। এতে বেশ কয়েকজন আহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: পাকিস্তানে পুলিশের ইউনিফর্ম পড়ে মসজিদে ঢুকে আত্মঘাতী হামলা চালায় জঙ্গি
তিনি আরও বলেন, এছাড়া একই উপজেলার পিপরুল,সদরের কাফুরিয়া ও সিংড়া উপজেলার কলমে ইউনিয়নেও বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেছেন, সেখানে সামান্য হাতাহাতির ঘটনা ঘটলেও সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসি আরও বলেন, কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া নাটোর সদর উপজেলার হালাসা, দিঘাপতিয়া ও ছাতনী ইউনিয়নে শান্তিপূণূভাবে কর্মসূচি পালন করেছে বিএনপি।
আরও পড়ুন: গাজায় হামাসের ওপর ইসরায়েলি বিমান হামলা