যুক্তরাষ্ট্রে করোনা
বিশ্বে করোনায় আক্রান্ত ৬২ কোটি ২০ লাখের কাছাকাছি
বিশ্বে করোনায় আক্রান্ত সংখ্যা ৬২ কোটি ১৮ লাখ ছাড়িয়েছে। বৈশ্বিক ডাটা অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬২ কোটি ১৮ লাখ ২৮ হাজার ২৪০ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬৫ লাখ ৪৫ হাজার ৩৬৪ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৯ কোটি ৮১ লাখ ৪ হাজার ১১৩ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৮৩ হাজার ৭৯৮ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৪৫ লাখ ৭৯ হাজার ৮৮ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৮ হাজার ৫৮৪ জনে।
পড়ুন: করোনায় ফের মৃত্যুশূন্য দিন
বাংলাদেশ পরিস্থিতি
বুধবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এসময়ে নতুন করে ৬৬৫ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে।
দেশে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৬০ জন এবং শনাক্তের সংখ্যা ২০ লাখ ২৩ হাজার ৮১০ জনে পৌঁছেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চার হাজার ৭২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
এ সময় শনাক্তের হার ১৪ দশমিক ০৭ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।
এছাড়া শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৪২৮ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৬৪ হাজার ১৪৭ জনে।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ০৫ শতাংশ।
পড়ুন: দেশে ক্রমে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা
২ বছর আগে
বিশ্বে করোনা সংক্রমণ ২৬ কোটি ছাড়াল
বিশ্বব্যাপী টিকাদান কার্যক্রম চলমান থাকলেও করোনা আক্রান্ত ও মৃত্যু সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট সংক্রমণের সংখ্যা ২৬ কোটি ৫ লাখ ৭৩ হাজার ৬২৯ জন এবং মোট মৃতের সংখ্যা ৫১ লাখ ৮৮ হাজার ৪২৮ জনে দাঁড়িয়েছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা চার কোটি ৮১ লাখ ৭৭ হাজার ৯০৭ জন এবং মৃত্যুবরণ করেছে সাত লাখ ৭৬ হাজার ৩৪৯ জন।
এদিকে, দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ১৩ হাজার ৯৫৭ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই কোটি ২০ লাখ ৬৭ হাজার ৬৩০ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট তিন কোটি ৪৫ লাখ ৫৫ হাজার ৪৩১ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৬৭ হাজার ৪৬৮ জনে।
পড়ুন: করোনার নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত করলো দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা
বাংলাদেশ পরিস্থিতি
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিন জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন পুরুষ, দু’জন নারী রয়েছেন। নতুন মৃতদের নিয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৭৩ জনে।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় ২৩৯ জনের শরীরে নতুন করে প্রাণঘাতী এই ভাইরাস শনাক্ত হয়েছে। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৭৫ হাজার ৪২৪ জনে পৌঁছেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৩৬ পরীক্ষাগারে ১৬ হাজার ৮৪৯ নমুনা সংগ্রহ করা হয়। অ্যান্টিজেন টেস্টসহ পরীক্ষা করা হয় ১৬ হাজার ৯১৬ নমুনা।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার এক দশমিক ৪১ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৫৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৭৮ শতাংশ।
এদিকে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২৭৭ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৩৯ হাজার ৮৩০ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমকি ৭৪ শতাংশ।
পড়ুন: করোনায় দেশে ৩ মৃত্যু, শনাক্ত ২৩৯
আগামী মার্চের মধ্যে ইউরোপে করোনায় আরও ৭ লাখ মানুষ মারা যাবে: ডব্লিউএইচও
২ বছর আগে
কোভিড-১৯: বিশ্বে আক্রান্ত ২৩ কোটি ৩২ লাখ ছাড়াল
যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২৩ কোটি ৩২ লাখ ২৫ হাজার ৩৬৮ জন এবং মোট মৃতের সংখ্যা ৪৭ লাখ ৭৩ হাজার ৭০১ জনে দাঁড়িয়েছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা চার কোটি ৩৩ লাখ ৫১ হাজার ৪৬০ জন এবং মৃত্যুবরণ করেছে ছয় লাখ ৯৫ হাজার ৯২ জন।
অপরদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৯৬ হাজার ১২২ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই কোটি ১৩ লাখ ৯৯ হাজার ৫৪৬ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে মঙ্গলবার পর্যন্ত মোট তিন কোটি ৩৭ লাখ ১৬ হাজার ৪৫১ জনের সংক্রমণ নিয়ে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণের স্থানে অবস্থান করছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৪৭ হাজার ৭৫১ জনে।
পড়ুন: করোনা: ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু ও শনাক্ত কমেছে
বাংলাদেশ পরিস্থিতি
বুধবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে। এসময়ে করোনায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ১ হাজার ১৭৮ জন। নতুন মৃত্যুসহ দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৪৮৭ জনে। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৫৫ হাজার ৫১ জনে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় ২৮ হাজার ৪৯৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এসময় শনাক্তের হার ৪ দশমিক ১২ শতাংশ। দেশে মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ। এই পর্যন্ত সুস্থ হয়েছে ১৫ লাখ ১৪ হাজার ৯৬২ জন। দেশে সুস্থতার হার ৯৭ দশমিক ৪২ শতাংশ।
পড়ুন: প্রধানমন্ত্রীর জন্মদিনে ৬৬ লাখেরও বেশি টিকা প্রদান
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গণটিকা কার্যক্রম শুরু
৩ বছর আগে
যুক্তরাষ্ট্রে নতুন বছরের শুরুতেই করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ছাড়াল
করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মার্কিন যুক্তরাষ্ট্রে শুক্রবার কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ২ কোটি ছাড়িয়ে গেছে।
৩ বছর আগে
করোনায় দেশে আরও ৩৭ মৃত্যু, শনাক্ত ২২৯২
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে বলে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
৩ বছর আগে
করোনা: বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে ৫২০,৬৩৪
বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা শুক্রবার সকাল পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ২০ হাজার ৬৩৪ জন এবং আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১ কোটি ৮ লাখ ৩৫ হাজার ৫০০ জনে।
৪ বছর আগে
করোনায় বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে ৪৫৯,৪৩৭
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৫৯ হাজার ৪৩৭ জন।
৪ বছর আগে
করোনায় বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে ৪৫৩,২৬৮
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ লাখ ৫৩ হাজার ২৬৮ জনে।
৪ বছর আগে
করোনায় বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা প্রায় ৮০ লাখ
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৭৮ লাখ ৯৩ হাজার ৭০০ জনে।
৪ বছর আগে
যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি নিয়ে ওবামার ক্ষোভ
বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বর্তমানে করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুর সংখ্যায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এরই প্রেক্ষিতে করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের বিষয়ে দেশটির নেতাদের ভূমিকার কঠোর সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।
৪ বছর আগে