সদর হাসপাতাল
শরীয়তপুর সদর হাসপাতালের কর্মচারীদের মারধর, চিকিৎসাসেবা বন্ধ
শরীয়তপুর ১০০ শয্যা সদর হাসপাতালের পাঁচ কর্মচারীকে এক রোগীর স্বজনেরা মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
এদিকে হামলার প্রতিবাদে বেলা পৌনে ১১টা থেকে হাসপাতালের চিকিৎসাসেবা বন্ধ রেখেছেন চিকিৎসক ও নার্সেরা। এতে ভোগান্তিতে পড়েছেন রোগী ও তাদের স্বজনেরা।
আরও পড়ুন: একদিন পর শেবাচিম হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা সেবা চালু
হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি আছেন শারমিন নামে এক রোগী। সকাল সাড়ে ১০টার দিকে ওই রোগীর স্বজন পরিচয়ে রায়হান নামে এক যুবক তার ফাইল আনতে হাসপাতালের দ্বিতীয় তলায় নার্সদের কক্ষে যান। সেখানে নার্স নাসিমা আক্তার চিকিৎসকের অনুমতি নিয়ে ফাইল নিতে বলেন। তখন রায়হান চার থেকে পাঁচজন সহযোগী নিয়ে ওই নার্সের সঙ্গে অশোভন আচরণ করেন এবং মারতে উদ্যত হন। তখন হাসপাতালের অন্য কর্মীরা এর প্রতিবাদ করেন। ঘটনার ১৫ মিনিট পর রায়হান বেশ কিছু লোকজন নিয়ে পরিচ্ছন্নতাকর্মী দুলাল ঢালী, বাবুর্চি খালেদ সিকদার, অফিস সহকারী জোবায়ের হোসেন ও ফার্মাসিস্ট বিকাশ কুমার সরকারকে মারধর করেন। বিষয়টি জানতে পেরে সেখানে যান তত্ত্বাবধায়ক হাবীবুর রহমান।
এসময় হাসপাতালের তত্ত্বাবধায়ক হাবীবুর রহমান বলেন, ‘যারা হামলা চালিয়েছেন, তাদের মধ্যে রায়হান নামে একজনকে চিনতে পেরেছি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে অন্যদের শনাক্ত করা হবে। হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার না হওয়া পর্যন্ত জরুরি বিভাগ ছাড়া সব সেবা বন্ধ থাকবে।’
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইকবাল হোসেন বলেন, ‘হামলার পর আমরা এখানে নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই জরুরি চিকিৎসাসেবা ছাড়া অন্য সব সেবা বন্ধ রেখেছি। দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি আমরা।’
আরও পড়ুন: ঢামেক ও সোহরাওয়ার্দী হাসপাতালের বহির্বিভাগ পুরোদমে চালু
হাসপাতালের সিনিয়র নার্স নাসিমা আক্তার বলেন, ‘রোগীর স্বজন পরিচয়ে ফাইল নিতে আসেন এক যুবক। তাকে শুধু বলেছি, এভাবে কোনো রোগীর ফাইল আমরা দিতে পারি না। ওই ফাইল রোগীর চিকিৎসার জন্য সার্বক্ষণিক নার্সদের কাছে থাকে। বিশেষ প্রয়োজনে চিকিৎসকের অনুমতি নিয়ে নিতে হয়। আমি চিকিৎসকের অনুমতি নিয়ে ফাইল নিতে বলেছিলাম। তখন তিনি আমার ওপর চড়াও হন ও আমাকে অপদস্থ করেন।’
হাসপাতালের কর্মচারী দুলাল ঢালী বলেন, কোনো কিছু বুঝে ওঠার আগেই রোগীর স্বজন বাইরে থেকে লোকজন এনে আমাদের ওপর হামলা চালায়। আমারা দুইজন কর্মী আহত হয়েছি। এ ঘটনার বিচার চাই।
এদিকে এই হামলার ঘটনার প্রতিবাদে বেলা পৌনে ১১টা থেকে চিকিৎসক, নার্স ও হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মচারীরা সেবা দেওয়া বন্ধ করে দেন। তখন জরুরি বিভাগের কার্যক্রমও বন্ধ করে দেওয়া হয়। তবে দুপুর ১টার দিকে জরুরি বিভাগের কার্যক্রম আবার শুরু হয়। হামলাকারীদের গ্রেপ্তার ও হাসপাতালের নিরাপত্তা নিশ্চিতে জরুরি বিভাগ ছাড়া সব সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দীহ আহমেদ বলেন, হাসপাতালের কর্মচারীদের ওপর হামলার তথ্য পেয়ে পুলিশ সেখানে যায়। ততক্ষণে হামলাকারীরা পালিয়ে যায়। এ বিষয়ে এখনও লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পাওয়ার পর তাদের ধরতে অভিযান চালানো হবে। চিকিৎসক, নার্স, কর্মচারী ও রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: চমেক হাসপাতালে চিকিৎসক ও কর্মচারীদের নিরাপত্তায় বিজিবি মোতায়েন
৩ মাস আগে
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডায়রিয়ার রোগীর ভিড়
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে গত এক সপ্তাহে প্রতিদিন গড়ে ২৫ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। এত রোগীর চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালের বহির্বিভাগেও চাপ রয়েছে। প্রতিদিন অসংখ্য রোগী ডায়রিয়ার চিকিৎসা নিচ্ছেন।
রবিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আসিয়া খাতুন নামে ৮০ বছর বয়সি এক নারীর মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদরের বাঘানপাড়ার মৃত আশরাফ আলীর স্ত্রী আসিয়া।
আরও পড়ুন: তাপমাত্রা বৃদ্ধি: পিরোজপুরে এক সপ্তাহে হাসপাতালে ভর্তি ৫৬৮ ডায়রিয়া রোগী
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুস সাকিব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার সকালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ওই রোগী ভর্তি হন এবং বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতালের শিশু ও ডায়রিয়া ওয়ার্ড সূত্রে জানা গেছে, গত ১৭ জুন থেকে ২৩ জুন বিকেল ৩টা পর্যন্ত ওয়ার্ডে নারী, শিশু ও বৃদ্ধসহ মোট ১৭৩ জন রোগী ভর্তি হয়েছেন।
হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ওয়াহিদ মাহমুদ রবিন জানান, ডায়রিয়া ও আবহাওয়াজনিত অসুস্থতা নিয়ে প্রতিদিন অনেক রোগী বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছেন।
রোগীর স্বজন আসমা বলেন, ‘ঈদের পর থেকে আমার দাদি পেটের ব্যথায় ভুগছেন। দুদিন আগে তার পেটে প্রচণ্ড ব্যথা এবং পরে ডায়রিয়া হয়। আমরা তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে ভর্তি করেন।’
সজিব নামে এক রোগী জানান, কোরবানির ঈদের পরদিন থেকেই তার বমি ও প্রচণ্ড গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয়। দুদিন আগেও প্রচুর ভাজাপোড়া খাবার আর চটপটি খেয়েছেন। এগুলো খাওয়ার পর তার গ্যাস্ট্রিকের সমস্যা আরও বেড়ে যায়।
স্থানীয় চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খেলেও তার অবস্থার উন্নতি হয়নি। রবিবার সকাল থেকে ডায়রিয়া শুরু হয়। বর্তমানে তিনি সেখানকার হাসপাতালে ভর্তি।
চিকিৎসক ওয়াহিদ ইউএনবিকে বলেন, ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধির কারণ হতে পারে ঈদের সময় অতিরিক্ত মাংস খাওয়া এবং বাইরে সময় কাটানোর সময় ফুচকা ও চটপটির মতো স্ট্রিট ফুড আইটেম গ্রহণের পরিমাণ বেড়ে যাওয়া।
ডায়রিয়া হলে রোগীদের প্রচুর পরিমাণে স্যালাইনের পানি পান করতে এবং সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেন তিনি।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েছে ডায়রিয়া, হাসপাতালে স্যালাইন সংকট
৫ মাস আগে
নাটোরে সদর হাসপাতাল থেকে অভিনব কায়দায় নবজাতক চুরি
নাটোর সদর হাসপাতালের গাইনী ওয়ার্ড থেকে একদিনের এক নবজাতক চুরির অভিযোগ উঠেছে। শুক্রবার (৯ জুন) দুপুর ১২টার দিকে ঘটনাটি ঘটে।
চুরি যাওয়া শিশুটির বাবা মাহফুজুর রহমান সোনালী ব্যাংকের নলডাঙ্গা খাজুরা ইউনিয়ন শাখার ম্যানেজার হিসেবে কর্মরত আছেন।
আরও পড়ুন: বেনাপোলে নবজাতক চুরির ৮ ঘণ্টা পর উদ্ধার, নারী গ্রেপ্তার
রোগীর স্বজনরা জানান, বৃহস্পতিবার মাহফুজুর রহমান পলাশের স্ত্রী হাসনা হেনার প্রসব ব্যথা উঠলে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে তিনি একটি মেয়ে সন্তান প্রসব করেন।
আজ শুক্রবার দুপুর দিকে এক নারী নার্সের এপ্রোন পড়ে ওই শিশুটিকে চেকআপের জন্য ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা বলে দাদির কোল থেকে নিয়ে যায়।
পরে পাশের বেডের এক রোগী শিশুটিকে বাইরে নিয়ে যেতে দেখে দাদিকে জানায়। দ্রুত তারা হাসপাতালের বাইরে বের হয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। কিন্তু তাকে পাওয়া যায়নি।
পরে অনেক খোঁজাখুজির পর না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।
হাসপাতালের দায়িত্বরত গাইনী ওয়ার্ডের নার্স মাহফুজা খানম বলেন, তারা তাদের কক্ষে দায়িত্বরত অবস্থায় ছিলেন। হঠাৎ শিশুর দাদি এসে তাকে জানান তাদের বাচ্চা ডাক্তার এসে নিয়ে গেছে আর পাচ্ছেন না।
পরে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করেন তিনি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।
আরও পড়ুন: খুমেক হাসপাতাল থেকে নবজাতক চুরির অভিযোগ
রাজশাহীতে হাসপাতাল থেকে নবজাতক চুরির ঘটনায় ২ চিকিৎসকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা
১ বছর আগে
সুনামগঞ্জে ‘চোরাই’ওষুধসহ হাসপাতাল কর্মচারী আটক
সুনামগঞ্জ সদর হাসপাতালের এক কর্মচারীকে ‘চোরাই’ এক লাখ ৭০ হাজার টাকা মূল্যের ওষুধ পাচারকালে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আটক মোস্তাফিজুর রহমান ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে কর্মরত সিনিয়র স্টাফ নার্স (ব্রাদার)।
আরও পড়ুন: সাতক্ষীরায় জামায়াতের গণমিছিল থেকে আটক ১৬
পুলিশ জানায়, জেলা সদর হাসপাতালের স্টোর রুম থেকে ওষুধ চুরি করে সুনামগঞ্জ পৌরসভার ময়নার পয়েন্ট এলাকায় তার বাসায় রাখার সময় সুনামগঞ্জ সদর মডেল থানার টহল পুলিশ মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করেন।
সদর হাসপাতালের স্টোরকিপার সোলেমান আহমদের মুঠোফোনে বলেন, এ ব্যাপারে তিনি কিছুই জানেন না।
এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, পুলিশের হাতে ওষুধসহ গ্রেপ্তার মোস্তাফিজুর রহমান ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে কর্মরত সিনিয়র স্টাফ নার্স।
তিনি বলেন, এক লাখ সত্তর হাজার টাকা মূল্যের ওষুধ পাচারকালে আটক করা হয় মোস্তাফিজুর রহমানকে। বৃহস্পতিবার তাকে কোর্ট হাজতে পাঠানো হয়েছে।
বিষয়টি যেহেতু দুর্নীতি প্রতিরোধ আইনের আওতায় এবং আটক ব্যক্তি সরকারি সেবা প্রতিষ্ঠানের কর্মচারী, সেহেতু পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) সিলেট সমন্বিত কার্যালয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাক্রমে প্রতিবেদন দাখিল করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন: কক্সবাজারে ১৯১ টি চোরাই মোবাইল জব্দ, আটক ৩
৭টি ওয়ান শুটার গানসহ অস্ত্র ব্যবসায়ী আটক
১ বছর আগে
চুয়াডাঙ্গায় আলমসাধু থেকে পড়ে নারীর মৃত্যু
চুয়াডাঙ্গায় দাওয়াত খেয়ে ফেরার পথে ইঞ্জিনচালিত আলমসাধু থেকে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত হামিদা খাতুন (৩০) চুয়াডাঙ্গা সদর উপজেলার নয় মাইল সিন্দুরিয়া গ্রামের আলমসাধু চালক জহিরুল ইসলামের স্ত্রী।
পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে হামিদা খাতুন নিজ মেয়ে ও ননদসহ পরিবারের কয়েকজন সদস্য জহিরুলের আলমসাধুতে করে দাওয়াত খেতে যান। দাওয়াত খেয়ে সন্ধ্যায় একই আলমসাধুতে করে ফেরার পথে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর মাঠের একটি বাকে পৌঁছালে আলমসাধু থেকে রাস্তার ওপর পড়ে যায় হামিদা বেগম। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে রাত সাড়ে ১০টার দিকে হামিদার মৃত্যু হয়।
আরও পড়ুন: গ্যাস সংকটের কারণে না’গঞ্জে এক বছরে ২৭ জন দগ্ধ ও ৫ জনের মৃত্যু
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আল ইমরান জুয়েল বলেন, ‘হাসপাতালের নারী সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে হামিদার মৃত্যু হয়েছে।’
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান কাজল বলেন, ‘আলমসাধু থেকে পড়ে হামিদা নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’
তিনি বলেন, ‘অভিযোগ না থাকায় ও পরিবারের সদস্যদের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।’
আরও পড়ুন: বিয়ানীবাজারে খাদে পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু
জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে দাদা-নাতির মৃত্যু
২ বছর আগে
ডায়রিয়ার প্রকোপ: ঝিনাইদহে ১৬০ জন হাসপাতালে
ঝিনাইদহ শহরের পৌর এলাকায় হঠাৎ করেই বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। গত দুই দিনে জেলা সদর হাসপাতালে দেড় শতাধিক রোগী ভর্তি হয়েছে। হাসপাতালে শয্যা না পেয়ে মেঝে ও বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের।
সদর হাসপাতাল কতৃর্পক্ষের দেয়া তথ্য মতে, গত বুধবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছে ১৬০ জন রোগী। আর বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১১০ জন। যাদের অধিকাংশের বাড়ি শহরের হামদহ, কাঞ্চনপুর, মোল্লাপাড়া এলাকায়।
শুক্রবার সকালে সদর হাসপাতালের মেডিসিনি ওয়ার্ডে গিয়ে দেখা যায় বেড কিংবা মেঝেতে নেই তিল ধারণের ঠাঁই। আগে থেকে ভর্তি রোগীর পাশাপাশি প্রতিনিয়ত হাসপাতালে ডায়রিয়ার আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে রোগী। আক্রান্তদের বেশিরভাগই নারী ও বয়স্ক ব্যক্তি।
আলহেরা পাড়া এলাকার জুয়েল নামের এক রোগীর স্বজন বলেন, ‘আমাদের ফ্যামিলিতি তিনজন অসুস্থ হয়েছে। পরশুদিন রাতে ভর্তি করেছি। আমার বোন সুস্থ হয়েছে। বোনের বাচ্চা এখনো সুস্থ হয়নি। কয়দিন থাকা লাগবি তা তো বলতি পারছিনে।’
আরও পড়ুন: বরগুনায় বেড়েই চলছে ডায়রিয়ার প্রকোপ
খন্দকারপাড়া এলাকার সোনালী নামের এক রোগী বলেন, ‘হঠাৎ করে আমার মেয়ের পাতলা পায়খানা হয়েছে। তারপর আমার হাসবেন্ডের এরপর আমার হয়েছে। কিসের জন্যি হলো তা তো বলতি পারিনে। আমরা তো টিউবয়েলের পানি খায়। সাপ্লাই পানি দিয়ে গোসল আর রান্না করি। আমার শুধু একার না। আমার বাড়ির আশপাশের লোকজনেরও হয়েছে।’
চৈতি নামের এক রোগী বলেন, ‘স্যালাইনগুলো আমাদের বাইরে থেকে কিনতে হচ্ছে। ওষুধও আমরা অনেক সময় পাচ্ছি না। অনেক তো রোগী। নার্সরাও সেবা দিতে পারছে না ঠিকমত।’
ঝিনাইদহ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার বলেন, ‘ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে যারা আসছেন তারা বয়স্ক। শিশুরা কম আক্রান্ত হচ্ছে। পৌরসভার একটি এলাকা থেকে রোগী বেশি আসছে। বেশি সংখ্যক রোগীকে হাসপাতালে চিকিৎসা দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। যেহেতু আমাদের জনবল কম। তারপরও আমরা সর্বাত্বক ভাবে চেষ্টা করছি তাদের সেবা দিতে।
আরও পড়ুন: খাগড়াছড়িতে নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপ বাড়ছে, দুই সপ্তাহে ৩ শিশুর মৃত্যু
ঝিনাইদহ সদর হাসপাতালের কনসালটেন্ট (মেডিসিন) ডা. জাকির হোসেন বলেন, রোগীরা বেশিরভাগই একটি নির্দিষ্ট এলাকার। এতে আমরা ধারণা করছি কোন খাবার অথবা পানির মাধ্যমে এটি ছড়িয়ে পড়তে পারে। যারা আক্রান্ত হয়নি তাদের প্রতি আমাদের পরামর্শ তারা যেন পরিস্কার বিশুদ্ধ পানি পান করেন এবং হাত ধৌত করেন। সেই সাথে বাসি—পচা খাবার এড়িয়ে চলেন।
হাসপাতালের তত্বাবধায়ক ডা. হারুন—অর—রশিদ বলেন, শিশু ডায়রিয়া আগের মতই আছে, বয়স্ক মানুষের ডায়রিয়া হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে। আমরা সব জায়গায় যোগাযোগ করেছি। আমাদের ওষুধ, স্যালাইন পর্যাপ্ত আছে। আমরা আশা করছি এ পরিস্থিতি মোকাবিলা করতে পারব।
৩ বছর আগে
নাটোরে নিজ ঘর থেকে আরেক বৃদ্ধের রক্তাক্ত লাশ উদ্ধার
নাটোরের বাগাতিপাড়ায় নিজ বাড়ি থেকে আরেক বৃদ্ধের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার রাত ১০টার দিকে উপজেলার হিজলী দিঘাপাড়া গ্রামের নিজ ঘরের বিছানার ওপর থেকে কৃষক মোহর মোল্লার(৬০) রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন: নাটোরে নিজ বাড়ি থেকে দম্পতির রক্তাক্ত লাশ উদ্ধার
বাগাতিপাড়া থানার ওসি নাজমুল হক জানান, স্থানীয় লোকজনের খবর পেয়ে রবিবার রাত ১০টার দিকে উপজেলার হিজলী দিঘাপাড়া গ্রামের নিজ ঘরের বিছানার ওপর থেকে কৃষক মোহর মোল্লার(৬০)লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
তিনি বলেন, স্ত্রী না থাকা ও পারিবারিক নানা বিষয়ে ছেলে আসকান মোল্লার সাথে বিরোধের কারণে একাই থাকতেন মোহর মোল্লা।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে বলে জানান ওসি।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
উল্লেখ্য, এর আগে ৭ মে একই উপজেলার জামনগর পশ্চিমপাড়ার নিজ বাড়ি থেকে বৃদ্ধ দম্পতির রক্তাক্ত লাশ উদ্ধার করেছিল পুলিশ। সে ঘটনার রহস্য এখনো উদঘাটন হয়নি।
৩ বছর আগে
ঝালকাঠিতে করোনাভাইরাসে ও উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু
ঝালকাঠিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন এবং করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে।
৪ বছর আগে
চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত মদপানে একজনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে জেলা শহরের উদয়নমোড় এলাকায় বুধবার দুপুরে অতিরিক্ত মদপানে একজনের মৃত্যু হয়েছে।
৪ বছর আগে
লক্ষ্মীপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ করোনা আক্রান্ত হয়নি
লক্ষ্মীপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ করোনায় আক্রান্ত হয়নি।
৪ বছর আগে