আরপিও
একতরফাভাবে আগামী নির্বাচন করতে আরপিও সংশোধন করেছে সরকার: গণতন্ত্র মঞ্চ
একতরফাভাবে আগামী জাতীয় নির্বাচন করতে সরকার গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন করেছে বলে অভিযোগ করেছে গণতন্ত্র মঞ্চ।
শনিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে জোটের সমন্বয়ক ও বাংলাদেশ-এর বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক একটি গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক সংসদ নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে অবিলম্বে আরপিওর সাম্প্রতিক সংশোধনী প্রত্যাহার করার দাবি জানান।
তিনি বলেন, ‘সরকার আরেকটি কারচুপি ও একতরফা নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে বলেই নির্বাচন কমিশনের ভোট স্থগিত করার ক্ষমতা রোধ করা সম্পূর্ণ একটি অসৎ উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ।’
তিনি বলেন, আরপিও সংশোধন কোনোভাবেই দেশবাসীর কাছে গ্রহণযোগ্য নয়। ‘আমরা অবিলম্বে সংশোধনী প্রত্যাহারের আহ্বান জানাই।’
অন্যথায়, তারা সরকারকে আরপিও সংশোধনী বাতিল এবং একটি অবাধ, সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচনের পরিপন্থী সমস্ত পদক্ষেপ এবং আন্দোলনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে বাধ্য করবে বলে হুঁশিয়ারি দেন।
গত মঙ্গলবার সংসদে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) (সংশোধনী) বিল, ২০২৩' পাস হয়। মূল সংশোধনীর মাধ্যমে ভোটের দিন নির্বাচন কমিশন যে কোনো সংখ্যায় ভোটকেন্দ্রের ফলাফল বা ভোট স্থগিত বা বাতিল করতেক পারবে; তবে পুরো নির্বাচনী এলাকা বা পুরো নির্বাচন বাতিল করতে পারবে না।
আরপিও সংশোধনী অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সংবিধানে নির্বাচন কমিশনকে (ইসি) যে দায়িত্ব দিয়েছে তার পরিপন্থী বলে দাবি করেন সাইফুল হক।
আরও পড়ুন: ১৯-২১ জুলাই চট্টগ্রাম অভিমুখে পদযাত্রা করবে গণতন্ত্র মঞ্চ
তিনি বলেন, ‘এই সংশোধনীর মাধ্যমে সরকার নির্বাচন কমিশনের হাত-পা বেঁধেছে। সরকারের এই পদক্ষেপ নির্বাচনী প্রক্রিয়ায় ক্ষমতাসীন দলের স্বেচ্ছাচারিতা, আধিপত্য ও কর্তৃত্বকে আরও বাড়াবে।’
হক বলেন, আমরা মনে করি আরপিও সংশোধনী বিল পাশ করে নির্বাচন কমিশনকে ক্ষমতাহীন প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, সরকার ভোট চুরির জন্য এ পদক্ষেপ নিয়েছে।
তিনি মনে করেন, গাইবান্ধা উপ-নির্বাচন নিয়ে কমিশনের পদক্ষেপের পরিপ্রেক্ষিতে যেকোনো আসনের নির্বাচন বাতিলের ইসির অধিকার সরকার কেড়ে নিয়েছে।
রব বলেন, ‘তারা (আওয়ামী লীগ) বুঝতে পেরেছে যে তারা যদি কোথাও হারে তবে নির্বাচন কমিশন তা মেনে নেবে। তাই, তারা এই সংশোধনী এনেছে। যাতে কমিশন ভবিষ্যতে এটি করতে না পারে এবং তারা ভোট কারচুপি, জালিয়াতি ও ডাকাতির নির্বাচন করতে পারে।’
তিনি বলেন, একজন পাগলও বিশ্বাস করে না যে এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হবে।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, আরপিও সংশোধনের পর ইসি এখন কিছু ভোটকেন্দ্রে ভোট বাতিল করতে পারবে, তবে পুরো ভোট বাতিল করতে পারবে না।
তিনি বলেন, দিনের বেলায় ভোট চুরি করে তাদের বিজয় নিশ্চিত করতে সরকার এটি একটি সুন্দর ব্যবস্থা করেছে।
আরও পড়ুন: বিদ্যুৎ সংকট: ১৯ জুন মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করবে গণতন্ত্র মঞ্চ
বগুড়ায় গণতন্ত্র মঞ্চের রোডমার্চের গাড়িবহরে হামলার অভিযোগ
১ বছর আগে
প্রার্থিতা বাতিল সংক্রান্ত ইসির প্রস্তাব ‘আত্মঘাতী’: বিএনপি
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন করে প্রার্থীর প্রার্থিতা বাতিলের সরাসরি ক্ষমতা বিলুপ্ত করার নির্বাচন কমিশনের (ইসির) প্রস্তাবের তীব্র বিরোধিতা করে শুক্রবার বিএনপি বলেছে, এটি একটি 'আত্মঘাতী' সিদ্ধান্ত।
৪ বছর আগে