নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত
রাজধানীর গাবতলী-সদরঘাট সড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
নিহত সানজিদা আক্তার তামান্না (২৭) ওই বিশ্ববিদ্যালয়ের অনার্স শেষ বর্ষের ছাত্রী। তিনি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বাসিন্দা এবং রাজধানীর কামরাঙ্গীচরে পরিবারের সঙ্গে থাকতেন।
লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আকতার হোসেন জানান, রাত সাড়ে ১০টার দিকে শামীম গার্মেন্টসের সামনে একটি কাভার্ডভ্যান তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
পরে অবস্থার অবনতি হলে তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ও পরে রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
এসআই আরও বলেন,হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন: উখিয়ায় দুর্বৃত্তদের গুলিতে রোহিঙ্গা নিহত
যশোরে পৃথক ঘটনায় ছুরিকাঘাতে নিহত ২
১ বছর আগে
নর্থ সাউথের সাবেক ট্রাস্টি শাহজাহানের জামিন বহাল
বিশ্ববিদ্যালয়ের নামে জমি কেনা বাবদ অতিরিক্ত ৩০৩ কোটি ৮২ লাখ টাকা ব্যয় দেখিয়ে তা আত্মসাতের অভিযোগের মামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রাস্টি শাহজাহানকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।
সোমবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। এই আদেশের ফলে তার কারামুক্তিতে কোন বাধা রইলো না বলে জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার সাঈদ আহমেদ রাজা।
আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান।
এর আগে গত ১৪ ডিসেম্বর এ মামলায় শর্ত সাপেক্ষে শাহজাহানকে জামিন দেন হাইকোর্ট।
আরও পড়ুন: নর্থ সাউথের জমি ক্রয়ে দুর্নীতি: চার ট্রাস্টির জামিনের আদেশ বৃহস্পতিবার
তার আইনজীবী সাঈদ আহমেদ রাজা জানান, দুটি শর্তে তাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। সেগুলো হলো-দেশের বাইরে যেতে পারবেন না ও অনুমতি ছাড়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যেতে পারবেন না। পরে এই জামিনের বিরুদ্ধে আপিল বিভাগে যায় দুদক।পরে ১৫ ডিসেম্বর তার জামিন আদেশ স্থগিত করেন চেম্বার বিচারপতি। একই সঙ্গে দুদকের আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। সে অনুযায়ী সোমবার শুনানি শেষে দুদকের আবেদন খারিজ করে দেন।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জমি কেনা বাবদ অতিরিক্ত ৩০৩ কোটি ৮২ লাখ টাকা ব্যয় দেখিয়ে, তা আত্মসাতের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়।গত বছরের ৫ মে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন দুদকের উপ-পরিচালক মো. ফরিদ আহমেদ পাটোয়ারী। আসামিরা হলেন-নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের তৎকালীন চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এম এ কাশেম, বেনজীর আহমেদ, রেহানা রহমান, শাহজাহান ও আশালয় হাউজিং ডেভেলপার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিন মো. হিলালী।
গত বছরের ২২ মে শাহজাহানসহ চারজনের আগাম জামিন আবেদন খারিজ করে পুলিশের হাতে তুলে দেন হাইকোর্ট। পরদিন তাদের বিচারিক আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানো হয়। সেই থেকে শাহজাহান কারাগারে।
আরও পড়ুন: শর্ত সাপেক্ষে নর্থ সাউথের সাবেক ২ ট্রাস্টির হাইকোর্টে জামিন
নর্থ সাউথের সাবেক ট্রাস্টি এম এ কাশেমের জামিন আপিলে বহাল
১ বছর আগে
ড. নমিতা হালদার পিকেএসএফ’র নতুন এমডি
সাবেক সচিব ড. নমিতা হালদারকে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) একাদশতম ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জুলাই) পিকেএসএফ জানিয়েছে, বর্তমানে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে প্রফেসরিয়াল ফেলো পদে যুক্ত আছেন।
বাগেরহাটের উপকূলীয় এলাকায় জন্মগ্রহণকারী ড. হালদার দীর্ঘ ৩০ বছর সরকারি দায়িত্ব পালনকালে স্থানীয় প্রশাসন থেকে উচ্চতর পর্যায়ে নীতি-নির্ধারণ ও বাস্তবায়ন ব্যাপক সুনাম অর্জন করেছেন।
পড়ুন: নারীদেরকে আয় রোজগারের কাজে নিযুক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
২০১৪ সালে তিনি প্রধানমন্ত্রীর একান্ত সচিব হিসেবে নিযুক্ত হন।
ড. নমিতা হালদার ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে উন্নয়ন প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
ড. নমিতা নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের ক্যান্টারবেরি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হিসেবে তিনি অভিবাসন ও মানব পাচার সম্পর্কিত বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করে সুনাম অর্জন করেছেন।
পড়ুন: করোনাকালেও গ্রামীণ অর্থনীতি পুনর্গঠনে কাজ করছে পিকেএসএফ
২০১৮ সালে ড. নমিতা সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। তিনি বাংলাদেশ মানবাধিকার কমিশনের একজন সম্মানিত সদস্য।
৩ বছর আগে
প্রচলিত শিক্ষায় কর্মসংস্থানের সুযোগ সংকোচিত হয়ে আসছে: মোস্তাফা জব্বার
প্রযুক্তির বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার ডিজিটাল রূপান্তর অপরিহার্য উল্লেখ করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, পরিবর্তনের ধারাবাহিকতায় প্রচলিত শিক্ষায় কর্মসংস্থানের সুযোগ ক্রমেই সংকোচিত হয়ে আসছে।
৩ বছর আগে
বাংলাদেশের বর্জ্য পানিতে করোনাভাইরাসের সন্ধান পেয়েছেন গবেষকরা
বাংলাদেশের বর্জ্য পানিতে করোনাভাইরাসের সন্ধান পাওয়ার দাবি করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক।
৪ বছর আগে