ছাত্র অধিকার পরিষদ
ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন রিমান্ডে
পুলিশের উপর হামলার অভিযোগে গ্রেপ্তার ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লার একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৭ আগস্ট) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সুলতান সোহাগ উদ্দিনের আদালত এ আদেশ দেন।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের বিরুদ্ধে বিক্ষোভের সময় পুলিশের উপর হামলার অভিযোগ উঠে তার বিরুদ্ধে। সেই অভিযোগে মতিঝিল থানায় দায়ের করা মামলায় গত ১ আগস্ট দিবাগত রাতে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরদিন গণঅধিকার পরিষদের অফিস ভাঙচুরের ঘটনায় ভবন মালিকের করা রাজধানীর পল্টন থানার মামলায় জামিন পান তিনি।
তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের সময় বিক্ষোভের ঘটনায় মতিঝিল থানার মামলায় বিন ইয়ামিনকে গ্রেপ্তার দেখানোসহ জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবির উপপরিদর্শক খান মনিরুজ্জামান।
ওই দিন সেই আবেদন শুনানির জন্য ৭ আগস্ট দিন রেখে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
আরও পড়ুন: ঢাবি ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের একযোগে পদত্যাগ
আজ রিমান্ড শুনানি উপলক্ষে বিন ইয়ামিনকে আদালতে হাজির করা হয়। এ সময় আসামিপক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিন আবেদন করেন।
রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। শুনানি শেষে বিচারক তার একদিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।
মতিঝিল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক শাহ আলম এ তথ্য জানান।
গত ১ আগস্ট দিবাগত রাতে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ।
গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর অভিযোগ করেন, রাজধানীর হাতিরঝিলের মহানগর প্রজেক্ট এলাকায় তার বাসার দরজা ভেঙে বিন ইয়ামিন মোল্লাকে আটক করে ডিবি।
আরও পড়ুন: ছাত্র অধিকার পরিষদের ২৪ সদস্য আদালতে হাজির
ধর্ষণ মামলায় ছাত্র অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক মামুনের বিরুদ্ধে চার্জশিট
১ বছর আগে
ঢাবি ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের একযোগে পদত্যাগ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতাদের অনৈতিকতা ও আইন লঙ্ঘনের প্রতিবাদে ২১ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন।
রবিবার (২৩ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন নেতারা।
ঢাবি ছাত্র অধিকার পরিষদ ইউনিটের সভাপতি আসিফ মাহমুদ বলেন, ‘বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক আমাদের সাংগঠনিক গঠনতন্ত্রের ৮ অনুচ্ছেদের ১ ধারা লঙ্ঘন করেছেন। তাই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইউনিটের নেতাকর্মীরা লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু তারা আমাদের অভিযোগ আমলে নেন নি।’
তাদের পদে বহাল থাকা নেতাদের বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে।
আরও পড়ুন: অভ্যন্তরীণ কোন্দলে ভাঙনের দ্বারপ্রান্তে গণ অধিকার পরিষদ
তিনি আরও বলেন, ‘তারা সাংগঠনিক নীতিমালা লঙ্ঘন করায় তাদের পদ স্বয়ংক্রিয়ভাবে শূন্য হয়ে গেছে। কিন্তু ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা এবং জিএস আরিফুল ইসলাম আদিব এখনও তাদের পদে বহাল রয়েছেন।’
তিনি বলেন, ‘এটা সাংগঠনিক শৃঙ্খলার সুস্পষ্ট লঙ্ঘন ছাড়া আর কিছুই নয়। এমন পরিস্থিতিতে আমরা ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার নেতাকর্মীরা একযোগে সংগঠন থেকে পদত্যাগ করছি।’
এর আগে চলতি বছরের ৭ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের কমিটি ঘোষণা করা হলেও কেন্দ্রীয় কমিটি তাদের মাতৃ সংগঠন 'গণ অধিকার পরিষদ'-এর প্রতি অন্ধ অভিযোগে কমিটি সম্মিলিতভাবে পদত্যাগ করে।
আরও পড়ুন: নুর-সমর্থকরা তালাবদ্ধ অফিসে প্রবেশের চেষ্টা
গণঅধিকার পরিষদের সভাপতি নুর, সম্পাদক রাশেদ
১ বছর আগে
ছাত্র অধিকার পরিষদের ২৪ সদস্য আদালতে হাজির
বাংলাদেশ ছাত্রলীগের এক নেতার অভিযোগের ভিত্তিতে করা মামলায় গ্রেপ্তারের একদিন পর শনিবার বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ২৪ জন পদাধিকারী ও কর্মীকে আদালতে হাজির করেছে পুলিশ।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ জানান, ‘শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও ছাত্র অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগ নেতা মো. নাজিম উদ্দিন ছাত্র অধিকার পরিষদ সদস্যদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। যার ভিত্তিতে এফআইআর দায়ের করা হয় এবং তাদের গ্রেপ্তার করা হয়।’
এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় আহত ছাত্র অধিকার পরিষদ সদস্যদের ওপর দ্বিতীয়বার হামলা চালায় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী।
পরবর্তী অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের নিজেদের হেফাজতে নেয়।
আরও পড়ুন: ঢাবিতে আবরার ফাহাদের স্মরণসভায় ছাত্রলীগের হামলা, আহত ১২
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ স্মরণে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে ছাত্র অধিকার পরিষদের সমাবেশে ছাত্রলীগের সদস্যরা হামলা চালালে কমপক্ষে ১২ জন আহত হয়।
বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ভারতের সঙ্গে বাংলাদেশ সরকারের চুক্তির সমালোচনা করে ফেসবুকে পোস্ট দিলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সদস্যরা নির্দয়ভাবে পেটালে ২০২২ সালের ৭ অক্টোবর তার মৃত্যু হয়।
আরও পড়ুন: আবরার হত্যা মামলার রায়ে ন্যায়বিচার করা হয়েছে: আইনমন্ত্রী
আবরার হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৭ আসামির জেল আপিল গ্রহণ
২ বছর আগে
মোদী বিরোধী বিক্ষোভ: ছাত্র অধিকার পরিষদের ২০ জনের জামিন
গত মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে সহিংসতার জন্য আটক হওয়া ছাত্র অধিকার পরিষদের ২০ জনকে ঢাকার একটি আদালত জামিন দিয়েছেন। রবিবার ভার্চুয়াল শুনানির সময় ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস জামিনের এ আদেশ দেন।
অভিযুক্তরা হলেন- মো. ইউনুস, নাজমুল হাসান, নাহিদুল তারেক, এমডি নয়ন, আসাদুজ্জামান, আজহারুল ইসলাম, সোহেল মৃধা, মোস্তাক আহমেদ, আজিম হোসেন, মো. রুহুল ইসলাম সোহেল, আব্দুল্লাহ আল মাহমুদ জিসান, মো. সোহেল আহমেদ, শেখ খায়রুল কবির, শোভন হোসেন, গোলাম তানভীর, মো. হেমায়েত, ইসমাইল হোসেন, মো. রেজাউল করিম, মুনতাজুল ইসলাম এবং কাজী বাহাউদ্দিন মনির।
আরও পড়ুন: ছাত্র অধিকার পরিষদের নেতা আকরাম গ্রেপ্তার
২৫ মার্চ, মোদির সফরের প্রতিবাদে মতিঝিল শাপলা চত্বরে ছাত্র অধিকার পরিষদের ব্যানারে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
পুলিশ যখন নেতাকর্মীদের বাধা দেয়ার চেষ্টা করে তখন পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
আরও পড়ুন: ধর্ষণ মামলায় ছাত্র অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক মামুনের বিরুদ্ধে চার্জশিট
বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারে। তখন পুলিশ টিয়ার গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরদিন পুলিশ এই সংঘর্ষের ঘটনায় মতিঝিল থানায় একটি মামলা করে।
৩ বছর আগে
ধর্ষণ মামলায় ছাত্র অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক মামুনের বিরুদ্ধে চার্জশিট
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগে করা মামলায় প্রধান আসামি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক হাসান আল মামুনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ।
চার্জশিটে মামলার আরেক আসামি সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরসহ পাঁচ জনের অব্যাহতি চেয়ে আবেদন করা হয়েছে।
আরও পড়ুন: ‘ধর্ষণে’ ব্যর্থ হয়ে শিশুর হাড় ভেঙে দেয়ার অভিযোগ
বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা আসলাম উদ্দিন মোল্লা ঢাকার চীফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ চার্জশিট দাখিল করেন।
লালবাগ থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) স্বপন কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।
ভিপি নুর বাদে অভিযোগপত্রে অব্যাহতি পাওয়া অন্য আসামিরা হলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সহ সভাপতি মো. নাজমুল হুদা এবং ঢাবি শিক্ষার্থী আবদুল্লাহ হিল বাকি।
আরও পড়ুন: সিলেটে কিশোরী ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার
ধর্ষণ ও ধর্ষণের সহযোগিতার অভিযোগে গত বছরের ২০ সেপ্টেম্বর রাতে এক ঢাবি শিক্ষার্থী লালবাগ থানায় ৬ জনের বিরুদ্ধে মামলা করেন। তাদের মধ্যে ধর্ষণে সহযোগিতাকারী হিসেবে এজাহারে ৩ নম্বর আসামি হিসেবে নুরের নাম উল্লেখ করা হয়।
আরও পড়ুন: প্রেমের ফাঁদে ফেলে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ
মামলার অভিযোগ থেকে জানা যায়, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনের সাথে বাদীর পরিচয় হয় এবং সুসম্পর্ক গড়ে ওঠে। সেই সুবাদে গত বছরের ৩ জানুয়ারি দুপুর আড়াইটার দিকে বাদীকে তার লালবাগের বাসায় যেতে বলেন হাসান আল মামুন। সেখানে বিয়ের আশ্বাস দেখিয়ে তাকে ধর্ষণ করা হয়। পরদিন বাদী অসুস্থ হয়ে পড়েন।
৩ বছর আগে
নুরের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি ছাত্র অধিকার পরিষদের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদ্য সাবেক ভিপি নুরুল হক নুর ও তার অনুসারীদের বিরুদ্ধে মঙ্গলবার ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কর্মীরা।
৪ বছর আগে