৬ দফা দাবি
বাকৃবিতে শ্লীলতাহানির প্রতিবাদে ৬ দফা দাবি
নারী সহপাঠীকে শ্লীলতাহানির প্রতিবাদে ছয় দফা দাবি জানিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা।
রবিবার (১১ ফেব্রুয়ারি) অভিযুক্ত সিএনজি অটোরিকশা চালকের বিচারের দাবিতে পশুপালন অনুষদ থেকে একটি মিছিল বের হয়ে প্রশাসনিক ভবনে গিয়ে শেষ হয়। এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ঘেরাও ও সকাল থেকেই ক্লাস পরীক্ষা বর্জন করে।
আরও পড়ুন: উদ্যোক্তাবান্ধব গবেষণায় দেশসেরা বাকৃবি
ভুক্তভোগীর সহপাঠীরা জানান, শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল পশু পুষ্টি মাঠ গবেষণাগারে ব্যবহারিক ক্লাস করতে যাচ্ছিলেন ভুক্তভোগী শিক্ষার্থী। এসময় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) আবাসিক এলাকাসংলগ্ন সড়ক দিয়ে যাওয়ার সময় পেছন থেকে ২০-২৫ বছর বয়সী সিএনজিচালিত অটোরিকশাচালক তার শরীরে হাত দেয় ও গাড়িতে তোলার চেষ্টা করে। ভুক্তভোগী শিক্ষার্থী চিৎকার দিলে ওই ব্যক্তি সিএনজি নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ছয় দফা দাবি জানায়।
আরও পড়ুন: কেবল দেখতেই সুন্দর নয়, পুষ্টিগুণেও ভরপুর রঙিন ফুলকপি: বাকৃবি অধ্যাপক
১০ মাস আগে
৬ দফা দাবিতে হরতাল সফলের নেপথ্যে ছিলেন বঙ্গমাতা: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের সংগ্রামে সব অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব।
তিনি বলেন, আমার মা ৭ জুন হরতাল (ঐতিহাসিক ছয় দফা কর্মসূচির সমর্থনে ১৯৬৬ সালে দেশব্যাপী হরতাল) সফলতার পিছনে অবদান রেখেছিলেন। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে কিভাবে আন্দোলন করতে হয় এবং সংগঠনকে ঐক্যবদ্ধ রাখতে হয় তা তিনি জানতেন।
আরও পড়ুন: খেলাধুলা ও সংস্কৃতিকে পৃষ্ঠপোষকতা দিতে বেসরকারি খাতের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
মঙ্গলবার (৮ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বঙ্গমাতার জন্মশতবার্ষিকী উদযাপন এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব পদক-২০২৩ প্রদানের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালে ১৫ আগস্টে তাদের ধানমন্ডির ৩২ নম্বর বাসায় বঙ্গমাতা তার স্বামী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাদের পরিবারের বেশিরভাগ সদস্যকে গুলি করে গণহারে হত্যা করা হয়।
তিনি বলেন, বঙ্গবন্ধু যখন জেলে ছিলেন, তখন বঙ্গমাতা তার রাজনীতি ও তার সংগঠনের (আওয়ামী লীগের) অবস্থা সম্পর্কে তাকে জানাতেন। তিনি দলের নেতা-কর্মীদের কাছে বঙ্গবন্ধুর নির্দেশনাও পৌঁছে দিতেন।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের বাড়ি সবসময় পাকিস্তানি গোয়েন্দাদের নজরদারিতে ছিল। আমার মা নেতাদের সঙ্গে কথা বলতেন এবং গোয়েন্দাদের নজর এড়িয়ে বিভিন্ন জায়গায় গিয়ে তাদের (বঙ্গবন্ধুর) নির্দেশ দিতেন।
যখন কিছু নেতা সেই সময়ে আট দফা দাবির পক্ষে যুক্তি দিয়েছিলেন, তখন ঐতিহাসিক ছয় দফা দাবির পক্ষে তার মায়ের দৃঢ় অবস্থানের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুকে আটকের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, একমাত্র বঙ্গবন্ধুর প্যারোলে মুক্তির প্রস্তাব গ্রহণ না করে তার মা মামলা প্রত্যাহারের মাধ্যমে সকল আসামির মুক্তির জন্য দৃঢ় অবস্থান নিয়েছিলেন। আমার মায়ের কি দৃঢ় মনোবল ছিল!
তিনি বলেন, ‘পাকিস্তানি গোয়েন্দারা বঙ্গমাতাকেও জিজ্ঞাসাবাদ করেছেন এবং তাকে মামলায় জড়ানোর চেষ্টাও করেছেন। স্বাধীনতা এবং সমস্ত অর্জনে আমার মায়ের গুরুত্বপূর্ণ অবদান ছিল ’
তার বাবা আজীবন সংগ্রাম করেছেন এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য।তিনিও যাতে মানুষের জন্য কাজ করতে পারেন সেজন্য সকলের কাছে দোয়া চান প্রধানমন্ত্রী
আরও পড়ুন: জনগণই আ. লীগের প্রভু, আর কেউ নয়: বিশেষ বর্ধিত সভায় প্রধানমন্ত্রী
শেখ হাসিনা বলেন, আমি আমার মা ও বাবার কাছ থেকে যে শিক্ষা পেয়েছি তার ভিত্তিতে আমি মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি।
প্রধানমন্ত্রী এর আগে নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য চারজন বিশিষ্ট নারী ও জাতীয় মহিলা ফুটবল দলকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব পদক-২০২৩ প্রদান করেন।
ওই চার নারী হলেন- রাজনীতিতে অ্যাডভোকেট সাহারা খাতুন (মরণোত্তর), শিক্ষায় অনিমা মুক্তি গোমেস, সংস্কৃতি ও ক্রীড়ায় নাসিমা জামান ববি এবং গবেষণায় ড. সেঁজুতি সাহা।
অনুষ্ঠানে শেখ হাসিনা সারাদেশে অসচ্ছল নারীদের সেলাই মেশিন বিতরণ ও আর্থিক অনুদানের উদ্বোধন করেন।
বঙ্গমাতার জন্মশতবার্ষিকী উপলক্ষে আর্থিক মোবাইল ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রায় ৩ হাজার নারী অনুদান গ্রহণ করছেন।
সংগ্রামে স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা (সংগ্রাম থেকে মুক্তি, বঙ্গমাতা অনুপ্রেরণার উৎস) প্রতিপাদ্য নিয়ে দিবসটি পালিত হচ্ছে।
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক।
বঙ্গমাতার গৌরবময় জীবনের ওপর আলোকপাত করে মূল বক্তব্য উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. তানিয়া হক।
অনুষ্ঠানের শুরুতে বঙ্গমাতার জীবন ও কর্মের ওপর আলোকপাত করে একটি অডিও-ভিজ্যুয়াল ডকুমেন্টারিও প্রদর্শিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান বেগম চেমন আরা তৈয়ব। এছাড়া বাংলাদেশ মহিলা ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন অনুভূতি ব্যক্ত করেন।
আরও পড়ুন: চার বছরের মধ্যে চামড়া রপ্তানি ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের
১ বছর আগে
মঙ্গলবার থেকে ধর্মঘটের ডাক অ্যাম্বুলেন্স মালিকদের
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) আরোপিত কর প্রত্যাহারসহ ৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি।
বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সভাপতি গোলাম মোস্তফা বলেন, আজকের (সোমবার) মধ্যে দাবি পূরণ না হলে মঙ্গলবার থেকে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট শুরু হবে।
অন্যান্য দাবির মধ্যে রয়েছে অ্যাম্বুলেন্স বিষয়ে একটি জাতীয় নীতি প্রণয়ন এবং অ্যাম্বুলেন্সের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত টোল-ফ্রি সুবিধা বাস্তবায়ন।
অ্যাম্বুলেন্স মালিকরা দেশের সব হাসপাতালে পার্কিং সুবিধা, রোগী পরিবহনের সময় লাইনে অপেক্ষা না করে ফিলিং স্টেশনে জ্বালানি নেওয়ার সুবিধা এবং সড়কে নিরবচ্ছিন্ন যাতায়াতের দাবি জানান।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় অবহেলায় পড়ে আছে ভারতের উপহারের আইসিইউ অ্যাম্বুলেন্স
তেল বরাদ্দ না থাকায় ৪৫ দিন থেকে ফরিদপুর জেনারেল হাসপাতালে অ্যাম্বুলেন্স বন্ধ
১ বছর আগে
৬ দফা দাবি জানিয়ে জাবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন
গ্রামবাসীর সাথে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে মামলা করাসহ ৬ দফা দাবি জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্দোলনরত শিক্ষার্থীরা।
৩ বছর আগে