সৌরবিদ্যুত
সেচ পাম্পগুলো পুরোপুরি সৌরবিদ্যুতে চলবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার দেশের সেচ ব্যবস্থাকে পুরোপুরি সৌরবিদ্যুতের আওতায় নিয়ে আসতে চায়।
তিনি বলেন, ‘সেচ ব্যবস্থাকে পুরোপুরি সৌরবিদ্যুতের ওপর নির্ভরশীল করতে চাই। প্রাথমিকভাবে এক্ষেত্রে কিছু বিনিয়োগের প্রয়োজন হতে পারে, তবে দীর্ঘমেয়াদে খরচ কমাবে।’
শনিবার (১৫ জুন) প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানে বাংলাদেশ কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকার বিদ্যুৎ খাতে ভর্তুকি দিচ্ছে।
আরও পড়ুন: সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র বিষয়ে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন, ‘একটি চমৎকার পদ্ধতি উদ্ভাবিত হয়েছে। সোলার প্যানেল দিয়ে সজ্জিত একটি ছাতা একটি কূপের উপরে স্থাপন করা হবে যেখানে বৃষ্টির পানি সংরক্ষণ করা হবে। সৌরশক্তি দিয়ে সেচ করা হবে।’
তিনি উল্লেখ করেন, এ ব্যবস্থা প্রবর্তনের জন্য বিপুল পরিমাণ জমি নষ্ট করা হবে না।
তিনি আরও বলেন, ‘বর্তমানে সোলার প্যানেল তৈরি করা হচ্ছে এবং আমরা সেচ করার জন্য নিকটবর্তী গ্রামে সোলার প্যানেল স্থাপন করতে পারি।’
প্রধানমন্ত্রী বলেন, সরকার কৃষিভিত্তিক অর্থনীতি গড়ে তোলার মাধ্যমে দেশকে শিল্পায়নের দিকে এগিয়ে নিয়ে যাবে।
প্রধানমন্ত্রী বাংলাদেশকে সবুজ করতে তার দলের নেতা-কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান।
তিনি সবুজ আন্দোলনকে জোরদার করতে নদীর বাঁধ, উপকূলীয় অঞ্চল, রাস্তার ধারে, ছাদে, বাড়িতে চারা রোপণের আহ্বান জানান।
অনুষ্ঠান উপলক্ষে গণভবনে ৩টি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে কৃষক লীগের সভাপতি সমীর চন্দ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকারও বক্তব্য রাখেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীমা শাহরিয়ার।
আরও পড়ুন: টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর নবনিযুক্ত প্রেস সচিবের শ্রদ্ধা
৬ মাস আগে
বাংলাদেশের সৌরবিদ্যুত সেচ ব্যবস্থার উন্নয়নে সহযোগিতা করবে জার্মানি
জার্মানির পার্লামেন্টারি স্টেট সেক্রেটারি ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ড. বার্বেল কোফলার বলেছেন, বাংলাদেশে সৌরবিদ্যুত সেচ ব্যবস্থার উন্নয়নে সহযোগিতা করবে জার্মানি।
বুধবার বার্লিনের স্থানীয় সময় বিকালে দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এর সঙ্গে দ্বিপক্ষীয় সভায় এ সহযোগিতার কথা জানান।
সভায় জার্মান মন্ত্রী ড. কোফলার বাংলাদেশে তাদের সহযোগিতায় চলমান প্রকল্পের সাফল্য তুলে ধরেন এবং বাংলাদেশের কৃষিক্ষেত্রে জলবায়ু অভিযোজনে চলমান সহযোগিতা আরও বাড়ানোর আশ্বাস দেন।
আরও পড়ুন: নির্বাচন পর্যন্ত বিএনপি’র ‘আন্দোলন-আন্দোলন খেলা’ চলতে থাকবে: কৃষিমন্ত্রী
১ বছর আগে
সৌরবিদ্যুতের পিলার পড়ে ট্রাক্টর চালকের মৃত্যু
লালমনিরহাটের কালীগঞ্জে সৌরবিদ্যুতের পিলার পড়ে রিংকু (২৮) নামে ইন্ট্রাকো সোলার পাওয়ার লিমিটেডের এক ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে।
বুধবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার ভোটমারী ইউনিয়নের শৌলমারী চরে এ ঘটনা ঘটে। ট্রাক্টর চালক উপজেলার ভোটমারী ইউনিয়নের ভুল্যারহাটের খামারপাড়া গ্রামের জহির আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, উপজেলার ভোটমারী ইউনিয়নের নদীবেষ্টিত শৌলমারীতে ইন্ট্রাকো সোলার পাওয়ার লিমিটেডের সৌরবিদ্যুৎ কেন্দ্রে গড়ে ওঠছে।
আরও পড়ুন: বকশিস কম পেয়ে অক্সিজেন খুলে দেয়ায় রোগীর মৃত্যু!
লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক থেকে ট্রাক্টরে করে সেখানে পিলার নিয়ে যাওয়া হচ্ছিল। তিস্তার বালুচরে সৌরবিদ্যুৎ কেন্দ্রে পিলার নামানোর সময় ট্রাক্টরচালক ও হেলপারের শরীরে পিলার পড়ে। এ সময় দুজনই আহত হয়। পরে আহত হেলপার লিটনের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে তাদের উদ্ধার করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে ট্রাক্টর চালক মারা যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকরা জানান, ভারী পিলার শরীরে পড়ায় রিংকু বুকে আঘাত পান। দ্রুত হাসপাতালে আনা হলে তাকে বাঁচানো যেত। কিন্তু হাসপাতালে নিয়ে আসতে দেরি হওয়ায় তিনি মারা যান।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাত হোসেন ঘটনার বলেন, ট্রাক্টর চালক রিংকুর পরিবার এখনও থানায় কোনো অভিযোগ দেয়নি। পরিবার অভিযোগ দিলে অব্যশই ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: বিদ্যুতস্পৃষ্টে ছাত্রলীগ নেতার মৃত্যু
৩ বছর আগে