হাফ ভাড়া
ফরিদপুরের শিক্ষার্থীদের বাসে হাফ ভাড়া নেওয়ার সিদ্ধান্ত
সপ্তাহের ৭ দিনই ফরিদপুরে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া চালুর ঘোষণা দেওয়া হয়েছে। এ জন্য শিক্ষার্থীদের সঙ্গে ছবিযুক্ত পরিচয়পত্র থাকতে হবে।
প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত শিক্ষার্থীরা এ সুবিধা পাবেন।
আরও পড়ুন: পাঠ্যপুস্তক পর্যালোচনা কমিটি বাতিলের প্রতিবাদে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষার্থীদের হাফ ভাড়া ও বিভিন্ন সমস্যা নিয়ে নতুন বাস স্ট্যান্ডে সমিতির কার্যালয়ে শনিবার (৫ অক্টোবর) বাস-মিনিবাস মালিক সমিতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সভায় এ ঘোষণা দেওয়া হয়।
এসময় ফরিদপুর বাস মালিক গ্রুপের সভাপতি কামরুল ইসলাম সিদ্দিকী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যৌথভাবে শিক্ষার্থীদের বাসের ভাড়া অর্ধেক নেওয়ার।
তিনি বলেন, তবে ঈদের ১০ দিন আগে ও ১০ দিন পরে এবং দুর্গা পূজার ৫ দিন আগে ও ৫ দিন পরের সময়টুকু এই সিদ্ধান্ত কার্যকর হবে না।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা বাস মালিক গ্রুপের সভাপতি কামরুল ইসলাম সিদ্দিকী, মিনিবাস মালিক গ্রুপের সভাপতি বজলুর রশিদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শামীম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরবার নাদিম ইতু, সাইফ খান, মেহেদী হাসান, সোহেল রানা, সিফাত হাসান খান, রাফসান হিমেল, শাহরিয়ার রফিন প্রমুখ।
আরও পড়ুন: তিন মাস পর ক্লাসে ফিরলেন ঢাবি শিক্ষার্থীরা
১ মাস আগে
বরিশালে লঞ্চ, বাসে হাফ ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ: অবস্থান ধর্মঘট
নৌপথসহ সকল গণপরিবহনে শিক্ষার্থীদের সার্বক্ষনিক হাফ ভাড়া নিশ্চিত ও নিরাপদ সড়কের দাবিতে বরিশালে তৃতীয় দিনের মত বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার বেলা ১১টায় বরিশাল জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। এর আগে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জড়ো হয় শিক্ষার্থীরা। ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিক্ষোভ করেন তারা। এরপর জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারের কাছে স্মারকলিপি প্রদান করা হয় এবং জেলা প্রশাসকের আশ্বাসে আজকের মত কর্মসূচি সমাপ্ত করেন শিক্ষার্থীরা।
আন্দোলনকারী শিক্ষার্থী আলিসা মুনতাজ বলেন, বরিশালে বাস ও লঞ্চে শিক্ষার্থীদের কাছ থেকে জোর করে ফুল ভাড়া নেয়া হচ্ছে। এটা বন্ধ করতে হবে। পাশাপাশি বরিশালে যে থ্রি হুইলারগুলো চলে সেগুলোতে শিক্ষার্থীদের কাছ থেকে ১০ টাকার মধ্যে ভাড়া রাখতে হবে। তা না হলে আমাদের আন্দোলন চলবে।
তিনি আরও জানান, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছি, তিনি ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন। পরবর্তী কর্মসূচি ঘোষণা হয়নি।
আরও পড়ুন: বরিশালে অর্ধেক ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের আল্টিমেটাম
বরিশালে এইচএসসি শিক্ষার্থীদের করোনা টিকা দেয়া শুরু
২ বছর আগে
হাফ ভাড়া: ফের ২৪ ঘণ্টার আল্টিমেটাম, আমরণ অনশনের হুমকি শিক্ষার্থীদের
৪৮ ঘণ্টার আল্টিমেটামে ছয় দফা দাবি পূরণ না হওয়ায় ফের সড়কে নেমেছেন বরিশালের শিক্ষার্থীরা। এসময় তারা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে জেলা প্রশাসকের দপ্তরে আমরণ অনশনের হুমকি দিয়েছেন।
মঙ্গলবার বেলা ১১টায় নগরীর সদর রোডে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে করা মানববন্ধন শেষে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এসময় আবারও ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, ‘এবার দাবি পূরণ না হলে জেলা প্রশাসক দপ্তর ও বিআইডব্লিউটিএ-এর কার্যালয়ের সামনে আমরণ অনশন করা হবে’।
মানববন্ধনে বক্তব্য দেন ব্রজমোহন কলেজের (বিএম) শিক্ষার্থী রাহুল দাশ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী আলিশা মুনতাজ, শাকিবুল ইসলাম শাকিব, সামিয়া লায়মন, তামিম ইসলাম, রিফাত মারফিয়া, অদিতি ভট্টাচার্য, হাফিজুর রহমান রাকিব, জিম প্রমুখ।
আরও পড়ুন: সব মেট্রোপলিটন শহরে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া: বাস মালিক সমিতি
বক্তারা বলেন, বরিশালে নৌযানসহ সব গণপরিবহনে হাফ ভাড়া আদায়, নৌবন্দরে প্রবেশ ঘাটের টিকিট মওকুফ এবং নিরাপদ সড়ক বাস্তবায়নসহ ছয় দফা দাবি আদায়ে গত রবিবার প্রশাসনকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেয়া হয়েছিল। কিন্তু তাতে কোনো সাড়া না পেয়ে ফের আন্দোলনে নেমেছেন তারা।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের দাবি পূরণ করতে হবে। অন্যথায় জেলা প্রশাসকের দপ্তর ও বিআইডব্লিউটিএ-এর কার্যালয়ের সামনে আমরণ অনশন করা হবে।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা প্রধান সড়ক সদর রোড এক ঘণ্টা অবরোধ করে রাখেন।
উল্লেখ্য,একই দাবিতে রবিবার সকালে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছিলেন শিক্ষার্থীরা। তখন দাবি আদায়ে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয়েছিল। বেধে দেয়া সময়ে দাবি পূরণ না হওয়ায় ফের আন্দোলনে নেমে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিলেন শিক্ষার্থীরা।
আরও পড়ুন: বরিশালে অর্ধেক ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের আল্টিমেটাম
নিরাপদ সড়কের দাবিতে শাহবাগে শিক্ষার্থীদের কফিন মিছিল
২ বছর আগে