সিআইএস
বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সিআইএস-বিসিসিআইকে একযোগে কাজের আহ্বান বাণিজ্য প্রতিমন্ত্রীর
বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস (সিআইএস) ও বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজকে (বিসিসিআই) একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম (টিটু)।
রবিবার (২৮ জানুয়ারি) সিআইএস ও বিসিসিআইয়ের প্রেসিডেন্ট মোহাম্মদ আলী দ্বীনের নেতৃত্বে চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদ বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
আরও পড়ুন: বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন বাণিজ্য প্রতিমন্ত্রী
সভায় সিআইএস-বিসিসিআই চেম্বারের কার্যকলাপ তুলে ধরে চেম্বারের প্রেসিডেন্ট মোহাম্মদ আলী দ্বীন বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের নিবন্ধন করা সিআইএস-বিসিসিআই চেম্বার সরকারের পাশাপাশি বেসরকারিভাবে রাশিয়াসহ সিআইএসভুক্ত দেশগুলোকে বাংলাদেশের তৃতীয় বাজার হিসেবে প্রতিষ্ঠিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সিআইএস-বিসিসিআইয়ৈর ভূমিকা প্রশংসা করে রাশিয়ার সঙ্গে অনুষ্ঠিত আন্তঃসরকার কমিশন সভার সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের জন্য তার মন্ত্রণালয় ও সিআইএস-বিসিসিআইয়ের মধ্যে একযোগে কাজ করার আহ্বান জানান বাণিজ্য প্রতিমন্ত্রী।
তিনি আরও বলেন, রাশিয়া ও সিআইএস দেশগুলোর বিশাল বাজার ধরতে পারলে আমাদের রপ্তানি সম্ভার ও প্রতিযোগিতা দক্ষতা বহুলাংশে বাড়বে বলে। তিনি এই চেম্বারকে সিআইএস দেশগুলোর নতুন বাজার ধরার লক্ষ্যে একটি অ্যাকশন প্ল্যান প্রণয়ন করে মন্ত্রণালয়ে পাঠানোর পরামর্শ দেন।
আরও পড়ুন: কাজে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: বাণিজ্য প্রতিমন্ত্রী
রাশিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য প্রসারের প্রধান অন্তরায় বিষয়ে চেম্বারের প্রেসিডেন্ট মন্ত্রীকে জানান, এখনো বাংলাদেশ-রাশিয়ার আন্তঃব্যাংকিং লেনদেন ব্যবস্থায় উন্নতি হয়নি। তবে সম্প্রতি রাশিয়ায় অনুষ্ঠিত আন্তঃসরকার কমিশন মিটিংয়ের পর এ বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। আশা করা যাচ্ছে খুব শিগগিরই বাণিজ্য মন্ত্রণালয়, অর্থবিভাগ ও বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে সমস্যা সমাধানের জন্য যৌথ উদ্যোগ নেবে।
সভায় সিআইএস-বিসিসিআইয়ের পর্ষদের সদস্যরা হলেন- ভাইস প্রেসিডেন্ট যাদব দেবনাথ, পরিচালক সালমা হোসেন এ্যাশ, ডা. লকিয়্যত উল্লাহ, মো. এনামুল হক, মো. হাসেন আলী, মো. ফারুকউল ইসলাম শোভা, রাজীব পারভেজ, উপদেষ্টা মাহবুব ইসলাম রুনু, শেখ ফয়েজ আলম এবং চেম্বারের সচিব মুস্তাফা মহিউদ্দীন।
আরও পড়ুন: বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনার ও রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
৯ মাস আগে
সিআইএস-বিসিসিআইয়ের ৯ম বার্ষিক সাধারণ সভা-২০২২ অনুষ্ঠিত
কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিআইএস-বিসিসিআই) ৯ম বার্ষিক সাধারণ সভা-২০২২ শনিবার (১৭ জুন) রাজধানীর গুলশান ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সিআইএস-বিসিসিআইয়ের সভাপতি মো. হাবিব উল্লাহ ডন ২০২২ সালে সংগঠিত চেম্বারের যাবতীয় উন্নয়ন কার্যক্রম বার্ষিক প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরেন এবং তার নির্বাচিত বোর্ডের ভবিষ্যৎ পরিকল্পনার কথা ব্যক্ত করেন।
এরপর চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আলী দ্বীন ২০২২ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সদস্যদের সামনে উপস্থাপন করেন।
সভায় উপস্থিত চেম্বারের পরিচালকবৃন্দসহ উপস্থিত সদস্যদের প্রাণবন্ত আলোচনা-পর্যালোচনার পর পঠিত বার্ষিক প্রতিবেদন এবং উপস্থাপিত আর্থিক প্রতিবেদন সকলের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
উপস্থিত সদস্যবৃন্দদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন সূচক বক্তব্য রাখেন চেম্বারের সহ-সভাপতি যাদব দেবনাথ।ৎ
আরও পড়ুন: উজবেকিস্তানের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিআইএস-বিসিসিআই নেতাদের বৈঠক
সভা শেষে চেম্বারের সদস্যবৃন্দকে রাতের খাবার পরিবেশন করানো হয়।
উল্লেখ্য, সিআইএস-বিসিসিআই বাণিজ্য মন্ত্রনালয় কর্তৃক বাণিজ্য সংগঠন অধ্যাদেশ অনুযায়ী একটি নিবন্ধিত বাণিজ্য সংগঠন।
সিআইএস-বিসিসিআই বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণে এবং বাংলাদেশের রপ্তানি গন্তব্যের তৃতীয় ফ্রন্ট হিসেবে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ সিআইএস দেশগুলো বাজার অন্বেষণের জন্য বাংলাদেশ সরকারের সঙ্গে একযোগে কাজ করে চলেছে।
এছাড়াও, সিআইএস-বিসিসিআই সংশ্লিষ্ট কূটনৈতিক মিশনগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ স্থাপন এবং বাণিজ্য প্রতিনিধি দল বিনিময়ের মাধ্যমে রাশিয়া ও অন্যান্য সিআইএস দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
আরও পড়ুন: শিল্প উৎপাদন সচল রাখতে জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করুন: এফবিসিসিআই
বঙ্গবাজার অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ১ কোটি টাকা অনুদান দিল এফবিসিসিআই
১ বছর আগে