দুই দিন
ভারত সফরে যা যা আলোচনা করেছেন প্রধানমন্ত্রী
ভারতে দুই দিনের রাষ্ট্রীয় সফরে যোগাযোগ, সীমান্ত হত্যা, নদী ব্যবস্থাপনা, বিদ্যুৎখাতে সহযোগিতার বিষয়ে দ্বিপক্ষীয় বৈঠকে বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (২২ জুন) নয়া দিল্লিতে এক ব্রিফিংয়ে সফরসঙ্গী পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।
তিনি বলেন, চট্টগ্রাম ও মোংলা বন্দর যাতে ভারতের উত্তর-পূর্ব বিশেষ করে পূর্বাঞ্চলের জন্য ব্যবহার করা যায়, সে বিষয়ে তাদের আগ্রহ ও আমাদের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
আরও পড়ুন: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে হাছান মাহমুদের বৈঠক
সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনতে রাজনৈতিকভাবে দু'দেশের ঐকমত্যের অভাব নেই জানিয়ে হাছান বলেন, এরপরও যে ঘটনাগুলো ঘটছে, সেগুলোও যাতে একদম কমানো যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে।
এছাড়া, বাংলাদেশ ও ভারতের মধ্যে ৫৪টি অভিন্ন নদী আছে। এগুলোর নাব্যতা রক্ষাসহ সামগ্রিক ব্যবস্থাপনা, তিস্তা নদী ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা, বন্যা ও দুর্যোগ মোকাবিলা এবং পরিবেশ সংরক্ষণ নিয়েও গুরুত্বসহকারে আলোচনার কথা উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, দ্বিপক্ষীয় বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী তাদের সঙ্গে বিদ্যুৎখাতে সহযোগিতা প্রসার, ভারতের মধ্য দিয়ে নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানিতে সহায়তা এবং ভারত যে ৩ হাজার মেগাওয়াট বিদ্যুতের নতুন সঞ্চালন লাইন করছে সেটি থেকে কীভাবে সহায়তা পাওয়া যেতে পারে সে বিষয়ে আলোকপাত করেন।
হাছান আরও বলেন, পেঁয়াজ, তেল, গম, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য আমদানিতে বাংলাদেশের জন্য নির্দিষ্ট কোটা সংরক্ষণ ও আমদানি যাতে বন্ধ না হয়, সে বিষয়েও আমরা আলোচনা করেছি।
পররাষ্ট্রমন্ত্রী হাছান আরও বলেন, ব্রিকস সদস্য বা অংশীদার যেকোনো পদে আমরা ভারতের সমর্থন চেয়েছি এবং তারা ইতিবাচক সাড়া দিয়েছে।
পাশাপাশি বিমসটেক, ইন্ডিয়ান ওশান রিম এসোসিয়েশনসহ বহুপাক্ষিক ফোরামগুলোতে অবস্থান শক্তিশালী করা, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা ছিল ইতিবাচক।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে আশ্রিত প্রায় ১৩ লাখ রোহিঙ্গাকে মিয়ানমারে প্রত্যাবাসন নিয়ে আলোচনায় চীনের ভূমিকা বৃদ্ধির কথাও এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরে এটি আলোচনা করবেন বলেছেন।
ভিসা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে হাছান মাহমুদ বলেন, বাংলাদেশিদের জন্য ভারত বছরে প্রায় ২০ লাখ ভিসা দেয়। মেডিক্যাল ভিসা ত্বরান্বিত করতে ও অন্যান্য ভিসার অযথা বিলম্বরোধে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাদের মিশনগুলোকে নতুন নির্দেশনা দিয়েছেন।
ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুস্তাফিজুর রহমান এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন।
আরও পড়ুন: পররাষ্ট্রমন্ত্রী ড. হাছানের সঙ্গে যুক্তরাজ্যের এফসিডিও'র ইন্দো-প্যাসিফিক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ
সৌদি পররাষ্ট্রমন্ত্রী ও ওআইসি মহাসচিবের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
৬ মাস আগে
ভারতে রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
ভারতে দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে শুক্রবার নয়াদিল্লি যান তিনি।
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট রাত ৮টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
আরও পড়ুন: উভয় দেশের জনগণের কল্যাণে সহযোগিতার বিষয়ে একমত ঢাকা-দিল্লি: মোদির সঙ্গে বৈঠক শেষে শেখ হাসিনা
এর আগে ফ্লাইটটি বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে নয়াদিল্লির পালাম বিমানবন্দর ত্যাগ করে।
ভারতের পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী কীর্তিবর্ধন সিং এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
লোকসভা নির্বাচনের পর বিজেপি নেতৃত্বাধীন জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর ভারতে কোনো সরকার প্রধানের এটিই প্রথম দ্বিপক্ষীয় সফর।
এছাড়া, ১৫ দিনেরও কম সময়ের মধ্যে ভারতের রাজধানীতে এটি শেখ হাসিনার দ্বিতীয় সফর। গত ৯ জুন মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে তিনি ছিলেন।
প্রতিবেশী দেশের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ককে আরও সুসংহত করতে সফরের দ্বিতীয় দিনে ঢাকা ও নয়াদিল্লি ১০টি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে। এর মধ্যে সাতটি নতুন এবং তিনটি নবায়ন করেছে।
আরও পড়ুন: ভারতে রাষ্ট্রীয় সফর শেষে শনিবার রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী
তিস্তা: সংরক্ষণ-ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করতে শিগগিরই বাংলাদেশে আসছে কারিগরি দল
৬ মাস আগে
ঢাকায় দুই দিনব্যাপী লাতিন আমেরিকান কার্নিভাল
রাজধানীতে শুরু হলো দুই দিনব্যাপী লাতিন আমেরিকান কার্নিভাল।
শুক্রবার (১ মার্চ) বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে ফরেন সার্ভিস একাডেমিতে উৎসবের উদ্বোধন হয়।
অনুষ্ঠানের শুরুতেই আগের দিনে ঘটে যাওয়া বেইলি রোডের অগ্নিকাণ্ডে
নিহতেদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন সবাই।
উৎসবে থাকবে লাতিন আমেরিকার বিখ্যাত বিভিন্ন চলচ্চিত্র ও লাতিন আমেরিকা বিষয়ক বাংলা ও ইংরেজি বইয়ের প্রদর্শণী এবং সঙ্গে থাকছে লাতিন আমেরিকার দেশসমূহের সাংস্কৃতিক পরিবেশনা।
আরও পড়ুন: কাজী শুভর কণ্ঠে বাবুর শততম গান
উদ্বোধনী দিনে কামরুল ইসলাম নাদিমের পরিবেশনায় লাতিন আমেরিকার ঐতিহৗবাহী সংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন আগত অতিথিরা।
দুই দিনব্যাপী এ উৎসবে ব্রাজিল, চিলি, কলম্বিয়া, কিউবা, উরুগুয়ে, পেরু, আর্জেন্টিনার চলচ্চিত্র প্রদর্শন করা হবে।
উৎসবের প্রথম দিন সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হয় ব্রাজিলিয়ান সিনেমা কারানদিরু।
উৎসবের দ্বিতীয় দিন (২ মার্চ) দেখানো হবে চিলির মুভি মাচুচা, কলম্বিয়ার এল বিট, কিউবার মার্তি-দা আই অব দা ক্যানারি, উরুগুয়ের সোসাইটি অব দা স্নো।
এ ছাড়াও দেখানো হবে- পেরুর সিনেমা মার্গারিটা ও আর্জেন্টিনার সিনেমা দা সিক্রেট ইন দেয়ার আইস।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে অবস্থান করা লাতিন আমেরিকার বিভিন্ন কূটনীতিক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অ্যাম্বাসেডর মাশফি বিনতে শামস, রেক্টর, ফরেন সাভিস একাডেমি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অ্যাম্বাসেডর ড. মো. নজরুল ইসলাম, অতিরিক্তি সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সেহেলী সাবরিন, মহাপরিচালক, জনকূটনীতি শাখা, পররাষ্ট্র মন্ত্রণালয়।
কার্নিভাল সম্পর্কে বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আশরাফুজ্জামান উজ্জল বলেন, 'আমরা সারা বছরই বাংলাদেশ ও ভ্রমণ সম্পর্কিত কার্নিভাল, ফটোগ্রাফিসহ ও বইমেলাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকি। পাশাপাশি প্রতি বছর আমরা বিভিন্ন দেশ ও মহাদেশের সংস্কৃতিকেও তুলে ধরি। এবার আমরা লাতিন আমেরিকাকে তুলে ধরেছি।
কার্নিভালের আয়োজন সহযোগিতায় রয়েছে- ব্রাজিল বাংলাদেশ চেম্বার অব কমার্স, কিউবা দূতাবাস, ঢাকাস্থ পেরু, চিলি, উরুগুয়ে ও কলম্বিয়ার অনারারি কনসাল এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)।
আরও পড়ুন: অ্যামাজন প্রাইমের পর এবার টফির পর্দায় আসছে ‘ওরা ৭ জন’
দর্শকদের সুরের মূর্ছনায় বুঁদ করতে ঢাকায় আসছেন অঞ্জন দত্ত
১০ মাস আগে
দুই দিনেও উদ্ধার হয়নি পদ্মায় নিখোঁজ স্কুলছাত্র
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকার পদ্মা নদীতে বর্ষার নতুন পানিতে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্র দুই দিনেও উদ্ধার হয়নি।
মঙ্গলবার সকালে নানা বাড়ির পাশে পদ্মা নদীর দৌলতদিয়া ক্যানালে গোসলে নেমে নিখোঁজ হয় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মো. রবিন মোল্লা (১২)।
রবিন দৌলতদিয়া ফেরি ঘাট সংলগ্ন সিদ্দিক কাজী পাড়ার মৃত রফিক মোল্লার ছেলে।
আরও পড়ুন: গড়াই নদীতে গোসল করতে নেমে ঢাবি শিক্ষার্থী নিখোঁজ
বাবার মৃত্যুর পর সে দৌলতদিয়া ক্যানাল ঘাট সংলগ্ন কিয়ামদ্দিন মোল্লা পাড়া বা নুরু মন্ডল পাড়ার নানা অহেদ আলী মোল্লার বাড়িতে মা ময়না বেগমের সঙ্গে থাকতো।
এছাড়া রবিন নানা বাড়ির কাছে স্থানীয় বড় সিংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
এদিকে গোয়ালন্দ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ষ্টেশন কর্মীদের সঙ্গে মানিকগঞ্জ থেকে আসা ডুবুরি দল মঙ্গলবার দুপুর থেকে বুধবার দুপুর পর্যন্ত তল্লাশি চালিয়েও তার সন্ধান পাননি।
সন্ধান চালাতে গিয়ে ফায়ার সার্ভিসের এক ডুবুরি সদস্য গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে দুপুরে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বুধবার দুপুরে সরেজমিন দেখা যায়, দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকার পদ্মা নদীর পাড়ে ফায়ার সার্ভিস ষ্টেশনের দুইজন কর্মী উদ্ধার কাজে ব্যবহৃত সরঞ্জমাদি নিয়ে অপেক্ষা করছেন।
নদীর দুই পাশে স্থানীয় কয়েক’শ নারী-পুরুষ ভিড় করে আছেন। তারা নিখোঁজ স্কুলছাত্র রবিনকে উদ্ধারের অপেক্ষা করছেন।
ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মী মো. রতন বলেন, নিখোঁজ স্কুলছাত্রের সন্ধান চালাতে গিয়ে এক ডুবুরি সদস্য গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। তাকে উদ্ধার করে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ষ্টেশন এর ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান জানান, বুধবার দুপুর দেড়টার দিকে রবিনের সন্ধান করতে ডুবুরি সদস্য তানভির আহম্মেদ নদীর তলদেশে যান। যার কারণে তার মুখ থেকে অক্সিজেনের মাস্ক খুলে যায়। এসময় আমরা সঙ্কেত পেয়েই তাকে দ্রুত টেনে উদ্ধার করা হয়।
গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিখোঁজ রবিনের ব্যাপারে তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, তোড়ে ভেসে আসা বালু-মাটির নিচে চাপা পড়ে যেতে পারে।
তারপরও আমাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
আরও পড়ুন: পদ্মাসেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে অটোরিকশা চালক নিখোঁজ
কুষ্টিয়ায় নিখোঁজের ৪৩ ঘণ্টা পর ঢাবি ছাত্রের লাশ উদ্ধার
১ বছর আগে