সিটি মেয়র
কুমিল্লা সিটি মেয়র রিফাত আর নেই
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) মেয়র আরফানুল হক রিফাত আর নেই।
বুধবার(১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আরও পড়ুন: জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা, সাধারণ সম্পাদক শ্যামল নির্বাচিত
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহার।
২০২২ সালের ১৫ জুন অনুষ্ঠিত কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কুকে পরাজিত করে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত।
আরও পড়ুন: খুলনা সিটি করপোরেশনের প্রথম মেয়র সিরাজুল ইসলাম আর নেই
প্রবীণ সাংবাদিক এম ওয়াহিদুল্লাহ আর নেই
১ বছর আগে
নবনির্বাচিত পাঁচ সিটি মেয়রকে শপথ পাঠ করালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
গাজীপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেটের পাঁচ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়রদের সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথ গ্রহণ করান।
মেয়রেরা হলেন- গাজীপুরের জায়েদা খাতুন, রাজশাহীর এএইচএম খায়রুজ্জামান লিটন, খুলনার তালুকদার আব্দুল খালেক, বরিশালের আবুল খায়ের আবদুল্লাহ ও সিলেটের আনোয়ারুজ্জামান চৌধুরী।
প্রধানমন্ত্রী তার কার্যালয়ের শাপলা হলে প্রথমে গাজীপুর, খুলনা ও বরিশালের নতুন মেয়রদের শপথবাক্য পাঠ করান।
পৃথকভাবে একই স্থানে রাজশাহী ও সিলেটের নতুন মেয়রদের শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী।
এছাড়া একই ভেন্যুতে পৃথক দুটি অনুষ্ঠানে শপথ নেন প্রায় ২৩০ জন নবনির্বাচিত সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর এবং পাঁচটি সিটি করপোরেশনের সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলররা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান।
গাজীপুরে ৭৬ জন, খুলনায় ৪১ জন, রাজশাহীতে ৪০ জন, বরিশালে ৪০ জন এবং সিলেটে ৩৬ জন কাউন্সিলর রয়েছেন।
আরও পড়ুন: আ. লীগ সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রমাণ দিয়েছে: ৫ সিটি মেয়রের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইব্রাহিম শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।
দুটি শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য।
২৫ মে গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট পেয়ে জয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লাহ খানকে পরাজিত করেন যিনি ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট পেয়েছিলেন।
১২ জুন বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত) ৮৭ হাজার ৮০৭ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম পেয়েছেন ৩৩ হাজার ৮২৮ ভোট।
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক ১ লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল আউয়াল ১২ জুন অনুষ্ঠিত নির্বাচনে ৬০ হাজার ৬৪ ভোট পেয়েছিলেন।
২১শে জুন রাজশাহী সিটি করপোরেশন (আরসিসি) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মুর্শিদ আলমকে ১৩ হাজার ৪৮৩ ভোটে পরাজিত করেন।
একই দিনে সিলেট সিটি করপোরেশন (এসসিসি) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুকে ৫০ হাজার ৩২১ ভোটে হারিয়ে ১ লাখ ১৮ হাজার ৬১৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
আরও পড়ুন: বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করাই আমার লক্ষ্য: টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী
আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিন: গোপালগঞ্জে প্রধানমন্ত্রী
১ বছর আগে