নিরবচ্ছিন্ন জ্বালানি
২০৪১ সালের মধ্যে উচ্চ আয়ের দেশ গঠনে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ একটি বড় চ্যালেঞ্জ: নসরুল হামিদ
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত ও উচ্চ আয়ের দেশে পরিণত করতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ একটি বড় চ্যালেঞ্জ।
রবিবার সচিবালয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের মধ্যে ‘জ্বালানি গবেষণা ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা’ শীর্ষক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর কাছে জ্বালানি খাতে সহযোগিতা চাইলেন নসরুল হামিদ
তিনি বলেন, ‘এ ক্ষেত্রে আমাদের নিজস্ব খনিজ সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।’
তিনি বলেন, নিজের জাতি গড়তে হলে গবেষণায় নিজের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই। খনিজ সম্পদের উপর আরও গবেষণা আমাদের নিজস্ব সম্পদ অন্বেষণ এবং উৎপাদন করা সহজ করে তুলবে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব এ কে মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সুব্রত কুমার সাহা।
পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন এবং বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউটের মহাপরিচালক খেনচান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নুরুল আলম।
নসরুল হামিদ বলেন, বিশ্ববিদ্যালয়গুলো প্রযুক্তিগত উন্নয়ন ও উদ্ভাবনে বিশ্বকে নেতৃত্ব দিয়ে আসছে।
আমরা বিশ্বাস করি, ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের দেশেও জ্ঞান ও উৎকর্ষ বৃদ্ধিতে নেতৃত্ব দেবে।
জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে জ্ঞানভিত্তিক সমাজ গঠনের বিকল্প নেই।
আরও পড়ুন: কেরাণীগঞ্জ হবে খেলাধুলার তীর্থস্থান: নসরুল হামিদ
জ্বালানি খাতের চাহিদা মেটাতে দ্রুত সিদ্ধান্ত নিন: নসরুল হামিদ
১ বছর আগে