দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৩৮ হাজার কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নিয়ে নতুন কৃষিঋণ বিতরণ নীতিমালা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।
ঋণের এই লক্ষ্যমাত্রা ২০২৩-২৪ অর্থবছরের চেয়ে ৮ দশমিক ৫৭ শতাংশ বেশি।
২০২৩-২৪ অর্থবছরে ৩৫ হাজার কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ৩৭ হাজার ১৫৩ কোটি টাকা কৃষি ঋণ বিতরণ করা হয়।
বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে ২০২৪-২৫ অর্থবছরের কৃষিঋণ বিতরণ নীতিমালা প্রকাশ করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।