২০৩০ সালের শীতকালীন ও প্যারা অলিম্পিক আয়োজনেও আল্পস পর্বতমালার দেশ ফ্রান্সকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। তবে এই সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার বিষয়টি ফ্রান্সে নবগঠিত সরকারের কাছ থেকে অর্থ প্রাপ্তির নিশ্চয়তার ওপর নির্ভর করছে।
কিছু শর্ত সাপেক্ষে বুধবার (২৪ জুলাই) ২০৩০ সালের শীতকালীন অলিম্পিকের আয়োজক হিসেবে ফ্রেঞ্চ আল্পসের নাম ঘোষণা করে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)।
তবে জাতীয় নির্বাচন মাত্র শেষ হওয়ায় ফরাসি সরকার এখনই আইওসিকে প্রয়োজনীয় রাষ্ট্রীয় ও আঞ্চলিক নিশ্চিয়তা দিতে পারছে না।
এদিকে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ বলেছেন, ২০২৪ সালের প্যারিস অলিম্পিক শেষ হওয়ার আগে তিনি নতুন সরকারের নাম ঘোষণা করবেন না।
আরও পড়ুন: বর্ণবাদী স্লোগান দেওয়ায় ৭ দেশের ওপর উয়েফার নিষেধাজ্ঞা
এর আগে, প্যারিসে আইওসি সদস্যদের কাছে দরপত্র উপস্থাপনের সময় ম্যাক্রোঁ অলিম্পিক কমিটিকে আশ্বাস দিয়েছিলেন যে, প্যারিসে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের পর নবগঠিত সরকার (শীতকালীন অলিম্পিক আয়োজনে) সমস্ত সাংগঠনিক ও আর্থিক নিশ্চয়তা দেবে।
তিনি বলেন, ‘আমি ফরাসি জাতির পূর্ণ প্রতিশ্রুতি নিশ্চিত করে আপনাদের আশ্বস্ত করছি যে, পরবর্তী প্রধানমন্ত্রীকে শুধু এই গ্যারান্টিই নয়, নতুন সরকারের অগ্রাধিকারে একটি অলিম্পিক আইনও অন্তর্ভুক্ত করতে বলব।’
‘সাত বছর আগে আমরা একই প্রতিশ্রুতি দিয়েছিলাম (২০২৪ সালের প্যারিস অলিম্পিকের জন্য) এবং আমরা তা পূরণ করেছি। এবারও আমরা তা-ই করব।’
আইওসি সদস্যরা তার সেকথা বিবেচনায় নিয়েই ফ্রান্সের পক্ষে ভোট দেন।
আরও পড়ুন: পেলের রেকর্ড ভেঙে একগাদা রেকর্ডে লামিন ইয়ামাল
ফ্রান্সের বিড অনুসারে, দেশটির আউভার্ন-রোন-আল্পস ও প্রোভেন্স-আল্পস-কোট দে’আজুর অঞ্চলগুলো ২০৩০ সালের অলিম্পিক আসরের বড় ইভেন্টগুলোর আয়োজন করবে।
এর মাধ্যমে চতুর্থবারের মতো শীতকালীন অলিম্পিক আয়োজন করবে ফ্রান্স, যা ১৯৯২ সালের পর প্রথম।
এছাড়া ২০৩৪ সালের শীতকালীন অলিম্পিক আয়োজনে যুক্তরাষ্ট্রের ইউটার সল্ট লেক সিটিকে নির্বাচন করেছে আইওসি।