অসাম্প্রদায়িক চেতনা
আ.লীগ যতদিন থাকবে পহেলা বৈশাখ ততদিন উদযাপন করবে: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পহেলা বৈশাখ নিজের পরিচয় ও অসাম্প্রদায়িক চেতনা প্রকাশের দিন হওয়ায় যতদিন আওয়ামী লীগ দেশে থাকবে ততদিন বৈশাখ পালিত হবে।
শুক্রবার বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘পহেলা বৈশাখসহ বাংলাদেশের ঐতিহাসিক ঐতিহ্যের সঙ্গে আওয়ামী লীগ আগেও ছিল এবং আজও আছে। কে পালন করছে বা করছে না তা আমাদের মাথাব্যথা নয়। তবে আমরা পালন করব।’
বাঙালিরা উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন করছে উল্লেখ করে তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালির চেতনা, ইতিহাস ও ঐতিহ্যের গন্তব্য।
আরও পড়ুন: নভেম্বরের মধ্যে ১০০টি ডাবল ডেকার এসি বাস পাবে বিআরটিসি: কাদের
ওবায়দুল কাদের বলেন, বৈশ্বিক অর্থনৈতিক সংকটসহ সকল সংকট মোকাবিলায় শেখ হাসিনা চ্যালেঞ্জিং সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাচ্ছেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িকতার চর্চা বেড়েছে। শেখ হাসিনার নেতৃত্বে তাদের উৎখাত করা হবে।
তিনি আরও বলেন, ‘যারা সাম্প্রদায়িক মতাদর্শ পছন্দ করে এবং দ্বি-জাতীয়তাবাদ পছন্দ করে, তারা বৈশাখ উদযাপনের ইতিহাসকে সম্মান করে না, তাদের প্রতিহত করা হবে।’
শোভাযাত্রাটি রাজধানীর বাহাদুর শাহ পার্ক থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
আরও পড়ুন: নভেম্বরের মধ্যে মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশ চালু: ওবায়দুল কাদের
১ বছর আগে
অসাম্প্রদায়িক চেতনায় দেশ উন্নয়নের রোল মডেল: প্রতিমন্ত্রী
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘অসাম্প্রদায়িক চেতনা ধারন করার কারণেই বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হয়েছে। সব ধর্মের মানুষ এখন সাহসিকতার সাথে বসবাস করছে।’
তিনি বলেন, ‘পঁচাত্তরের পর স্বাধীনতাবিরোধী চক্র সাম্প্রদায়িকতা দিয়ে দেশকে বিভক্ত করতে চেয়েছিল। প্রকৃতপক্ষে তারা বাংলাদেশকে ব্যর্থ করতে চেয়েছিল। সাম্প্রদায়িকতা দিয়ে আমাদের শাসন-শোষণ করতে চেয়েছিল, আসলে মুক্তিযুদ্ধকে অপমাণিত করতে চেয়েছিল। তারা আমাদের গর্ব ও অহংকারের জায়গা মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করেছিল। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ পরিচালিত হচ্ছে।’
আরও পড়ুন: পদ্মা সেতুর স্প্যানে ধাক্কা: গভীর ষড়যন্ত্র দেখছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী
মঙ্গলবার দিনাজপুরের বিরল উপজেলা পরিষদ অডিটরিয়ামে আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে পূজামণ্ডপ কমিটির নেতাদের সাথে মতবিনিময় সভায় নৌপরিবহন প্রতিমন্ত্রী এই সব কথা বলেন।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘অতীতে যেই ভয় ভীতি নিয়ে দুর্গাপূজা উদযাপন হত, এখন সেই ভয় ভীতি নেই। কারণ যারা ভয়-ভীতি দেখাত, এসব অপকর্ম করত, তাদেরকে আমরা নির্মূল করতে সক্ষম হয়েছি।’
প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে যেভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসকে লালন-পালন করা হয়েছিল। যেভাবে শায়খ আব্দুর রহমান, বাংলা ভাইদের তৈরি করা হয়েছে, ২১ আগস্টের গ্রেনেড হামলা হয়েছে, বঙ্গবন্ধুর খুনীদের লালন-পালন করা হয়েছে, একাত্তরের যুদ্ধাপরাধীদের লালন পালন করে সমাজ ও রাজনীতিতে প্রতিষ্ঠিত করা হয়েছিল; তার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে সামর্থ দেখিয়েছে তা পৃথিবীতে বিরল ঘটনা। সেজন্যই আজকে সকল ধর্ম-বর্ণের মানুষ সাহসিকতার সঙ্গে বসবাস করতে পারে। এ শান্তি প্রতিষ্ঠা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।’
আরও পড়ুন: বঙ্গবন্ধু সেতুতে টানেল নির্মাণে সমীক্ষা চলছে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
প্রতিমন্ত্রী বলেন, ‘এ অসাম্প্রদায়িক চেতনার কারণেই বাংলাদেশ পৃথিবীর বিস্ময়কর অর্থনীতিতে পরিণত হয়েছে। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল যেটা ২০১৫ সালের মধ্যে হওয়ার কথা ছিল, আমরা ২০১৪ সালেই তা অর্জন করেছিলাম। আমাদের এসডিজি ২০৩০ সালে অর্জন করার কথা; কিন্তু আমরা দেখতে পাচ্ছি ২০২৬-২৭ সালের মধ্যেই আমরা এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন করতে পারব। আমাদের অগ্রগতি সবচাইতে বেশি হওয়ায় প্রধানমন্ত্রীকে পুরস্কৃত করা হয়েছে। তাকে সম্মানিত করা হয়েছে।’
৩ বছর আগে
অসাম্প্রদায়িক চেতনার যোদ্ধাকে হারালাম, লোহানীর মৃত্যুতে বললেন প্রধানমন্ত্রী
একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক, বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা কামাল লোহানীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৪ বছর আগে