বাতিলের দাবি
৭ জানুয়ারির তফসিল বাতিলের দাবি বিএনপিসহ বিভিন্ন দলের
নির্বাচন কমিশন ঘোষিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবি জানিয়েছে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা দলগুলো।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এক যৌথসভায় তারা এ দাবি জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিরোধী দলগুলো অভিযোগ করে বলেছে, জনগণের দাবি উপেক্ষা করে সরকার তার নীলনকশা অনুযায়ী আরেকটি একতরফা নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করছে।
তারা আরও বলেন, সরকার ও ক্ষমতাসীন দল পরিকল্পিতভাবে ২৮ অক্টোবর সহিংসতা ও নাশকতার ঘটনা ঘটিয়ে বিএনপিসহ অন্যান্য বিরোধী দলের মহাসমাবেশ বানচাল করেছে।
আরও পড়ুন: আবারও রবিবার থেকে ৪৮ ঘণ্টার অবরোধের ডাক বিএনপির
তারা আরও অভিযোগ করেন, সরকার সহিংসতার দায় তাদের ওপর চাপিয়ে এক মাসেরও বেশি সময় ধরে বিরোধী দলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তার, দমন-পীড়ন করছে। তারা (সরকার) সারা দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে।
তিনি বলেন, 'আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি যে, সরকার তার পদত্যাগের দাবি উপেক্ষা করে ২০১৪ ও ২০১৮ সালের মতো আরেকটি একতরফা নির্বাচন আয়োজনের চেষ্টা করছে। সরকার ও তার সহযোগীদের এই রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচন কমিশন ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে।’
এতে বলা হয়, সুষ্ঠু নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, ‘জনগণের গণতান্ত্রিক ভোটাধিকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে ঘোষিত এই তফসিল আমরা প্রত্যাখ্যান করছি। আমরা অবিলম্বে নির্বাচনের তফসিল বাতিলের দাবি জানাচ্ছি।’
আরও পড়ুন: আ. লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর
সংবাদ বিজ্ঞপ্তিতে বিরোধী দলীয় নেতারা বলেন, ‘একই সঙ্গে অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন পরিচালনার লক্ষ্যে একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগ সরকারের অবিলম্বে পদত্যাগ এবং কার্যকর রাজনৈতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি আমরা।’
তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকার যদি নির্বাচনের নামে আরেকটি প্রহসন করতে চায়, তাহলে দেশের জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা ছাড়া আর কোনো উপায় থাকবে না।
জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে বৈঠকে ৩৯টি বিরোধী দলের শীর্ষ নেতারা অংশ নেন। বৈঠকে বিএনপির পক্ষে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: চট্টগ্রামে বিএনপির ১০ নেতা-কর্মীকে আটকের অভিযোগ
১ বছর আগে
প্রস্তাবিত বাজেটে টেলিযোগাযোগ খাতে বাড়তি কর বাতিলের দাবি
প্রস্তাবিত বাজেটে টেলিযোগাযোগ খাতে ৫ শতাংশ বাড়তি কর আরোপের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।
৪ বছর আগে