আর্টিকেল নাইনটিন
আরটিভি’র সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা মামলায় আর্টিকেল নাইনটিনের উদ্বেগ
রাজারবাগ দরবার শরীফের পীর সম্পর্কে প্রতিবেদন করার জন্য বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির স্টাফ রিপোর্টার ইয়াসমিন আক্তার অধরার বিরুদ্ধে দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে আর্টিকেল নাইনটিন।
আর্টিকেল নাইনটিন একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।
সংস্থাটি মামলা বিষয়ক পরবর্তী কোনো পদক্ষেপ না নিতে এবং অবিলম্বে মামলাটি প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।
আর্টিকেল নাইনটিন দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুক ফয়সল বলেন, ‘স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। ডিজিটাল নিরাপত্তা আইন পাসের শুরু থেকে এই আইনের বিতর্কিত ধারাগুলোর অপব্যবহার করে যেভাবে সাংবাদিক ও অধিকারকর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা করা হচ্ছে, এই মামলা সেই ধারাবাহিকতায় নতুন সংযোজন। এই ধরনের মামলা স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে সবসময় ক্ষতিগ্রস্ত করে।
রাজধানীর রাজারবাগ দরবার শরীফকে কেন্দ্র করে পীর দিল্লুর রহমান ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা, সারাদেশে অসংখ্য মানুষকে হয়রানি, জমি দখলসহ বিভিন্ন অপরাধের অভিযোগের বিষয়ে অধরা রিপোর্ট করেছে।
পীর দিল্লুর রহমানের অন্যতম সহযোগী শাকেরুল কবির বাদী হয়ে এই সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৪, ২৫ ও ২৯ ধারায় মামলাটি করেন।
আরও পড়ুন: ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেও কারামুক্তি পাচ্ছেন না ইভ্যালির রাসেল
গত মার্চ মাসে জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক সরকারকে ‘ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োগ অবিলম্বে স্থগিত করার’ আহ্বান জানিয়েছিলেন।
এমনকি বৃহস্পতিবার (১৩ জুলাই) আইনমন্ত্রী আনিসুল হক মার্কিন বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়ার নেতৃত্বে সফররত মার্কিন প্রতিনিধিদলকে আশ্বাস দিয়েছেন যে সেপ্টেম্বরের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করা হবে।
মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক থেকে বেরিয়ে এসে তিনি সাংবাদিকদের বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে আমাদের কথা হয়েছে। আমি তাদের একই কথা বলেছি যা আমি আগেও বলেছিলাম। আমি তাদের বলেছি যে সেপ্টেম্বরের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করা হবে।’
এটি কিছুকে প্রশ্নের জন্ম দিয়েছে। কেন নাগরিকদের এমন একটি আইনে শাস্তি পেতে হচ্ছে, যা ত্রুটিপূর্ণ হিসেবে স্বীকৃত এবং যেটি সংশোধনের জন্য অপেক্ষা করা হচ্ছে।
এই ধাক্কার বর্তমান সময়ের সবচেয়ে উজ্জ্বল উদাহরণ হল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী খাদিজাতুল কুবরার মামলা। তিনি এই আইনের মামলায় ১১ মাস ধরে কারাগারে বন্দি রয়েছেন। এই সপ্তাহের শুরুতে ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে দায়ের করা দুটি পৃথক মামলায় তার জামিন মঞ্জুর করে দেওয়া হাইকোর্টের আদেশ সুপ্রিম কোর্ট আরও চার মাসের জন্য স্থগিত করেছেন।
তার পরবর্তী শুনানির তারিখে পিছিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, একই সময়ে আইনমন্ত্রী বলেছেন যে আইনটির অধীনে তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল, তা সংশোধন করা হবে।
আরও পড়ুন: ডিজিটাল নিরাপত্তা আইনে ৭ হাজারের বেশি মামলা হয়েছে: আইনমন্ত্রী
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বাবুল আক্তারের জামিন
১ বছর আগে
বাংলাদেশের সমস্যাগ্রস্ত সাংবাদিক ও অধিকার-কর্মীদের সহায়তা করবে আর্টিকেল নাইনটিন
বাংলাদেশের সাংবাদিক ও অধিকার-কর্মীদের তিন ক্ষেত্রে-আইনি, চিকিৎসা ও বিকল্প জীবিকা সহায়তা পেতে আবেদন জমা দেয়ার আমন্ত্রণ জানিয়েছে আর্টিকেল নাইনটিন।
মানবাধিকার সংস্থাটি সাংবাদিক, মানবাধিকার রক্ষাকারী (এইচআরডি) ও সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টদের সহায়তা করবে যারা মত প্রকাশের স্বাধীনতার অধিকার ও পেশাগত দায়িত্ব পালনের কারণে দুর্দশার শিকার হয়েছে।
আরও পড়ুন: সাংবাদিক শিরিন আবু আকলাকে হত্যায় আর্টিকেল নাইনটিনের নিন্দা
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
অধিকার সংস্থাটি যোগ্য সুবিধাভোগীদের ৩০ জুনের মধ্যে আবেদন জমা দেয়ার অনুরোধ করেছে এবং আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
২ বছর আগে
সাংবাদিক শিরিন আবু আকলাকে হত্যায় আর্টিকেল নাইনটিনের নিন্দা
আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলাকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা আর্টিকেল নাইনটিন।
গত ১১ মে অধিকৃত পশ্চিম তীরে একটি অভিযানের প্রতিবেদন করার সময় ইসরায়েলি বাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি।
বিশ্বব্যাপী মত প্রকাশের স্বাধীনতা এবং সাংবাদিকদের সুরক্ষার প্রচারকারী অধিকার সংস্থাটি এই নারী সাংবাদিককে হত্যায় জড়িতদের জবাবদিহিতার দাবি জানিয়েছে।
আরও পড়ুন: আল জাজিরার সাংবাদিক হত্যায় শোকাহত জাতিসংঘের মহাসচিব, নিরপেক্ষ তদন্তের দাবি
শিরিনের মৃত্যুর অবিলম্ব, পুঙ্খানুপুঙ্খ ও নিরপেক্ষ তদন্তেরও আহ্বান জানিয়েছে আর্টিকেল নাইনটিন।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে, আর্টিকেল নাইনটিনের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুক ফয়সাল বলেছেন, এটি একজন সাংবাদিকের মর্মান্তিক হত্যাকাণ্ড যিনি দায়িত্বে পেশাগত পরিচয় প্রাণবন্তভাবে প্রদর্শন করেছেন।
তিনি বলেন, সাংবাদিকদের সুরক্ষার দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে যা ইঙ্গিত করে সারাবিশ্বে সরকার ও কর্তৃপক্ষ যা করছে তা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের জন্য যথেষ্ট নয়।
আরও পড়ুন: ইসরায়েলের বিরুদ্ধে আলজাজিরার সাংবাদিককে গুলি করে হত্যার অভিযোগ
ফারুক ফয়সাল বলেন, ‘আমরা শিরিনের মৃত্যুর অবিলম্ব, পুঙ্খানুপুঙ্খ ও নিরপেক্ষ তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই। এ ঘটনার সঙ্গে জড়িতদের জবাবদিহিতার দাবিও জানাই।’
সাংবাদিক শিরিন ১৫ বছরেরও বেশি সময় ধরে ইসরায়েল ও ফিলিস্তিনের বিষয়ে প্রতিবেদন করছেন। বুধবার জেনিন শহরে একটি অভিযানের প্রতিবেদনকালে তিনি মাথায় গুলিবিদ্ধ হন।
২ বছর আগে