প্রতিমা শিল্পীরা
বাগেরহাট: পূর্বপুরুষদের পেশা ছাড়তে চায় প্রতিমা শিল্পীরা, সহায়তার আশ্বাস ডিসির
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মাটির প্রতিমায় জীবন্ত রূপ দিতে ব্যস্ত সময় পার করছেন বাগেরহাটের প্রতিমা শিল্পীরা। বংশ পরম্পরায় প্রতিমা তৈরির এসব শিল্পীদের মন ভালো নেই। কারণ পরিশ্রম অনুযায়ী কাঙ্খিত মূল্য পাচ্ছে না তারা। পরিবার-পরিজন নিয়ে কষ্টে দিন পার করছেন এসব প্রতিমা শিল্পীরা। এ অবস্থায় পূর্বপুরুষদের এই পেশা ছেড়ে বিকল্প পেশা খুঁজছে প্রতিমা কারিগরেরা। তবে তাদের সহায়তার আশ্বাস দিয়েছেন বাগেরহাটের জেলা প্রশাসক (ডিসি)।
সরেজমিনে শহরের শালতলা শ্রীশ্রী হরিসভা মন্দিরে দেখা গেছে, শিল্পীরা রং তুলিতে দেবদেবীর প্রতিমা সাজাচ্ছেন। সেই সঙ্গে চলছে সাজসজ্জা আর লাইটিংয়ের কাজ।
আরও পড়ুন: দুর্গোৎসবের প্রস্তুতি চলছে মাগুরায়
শারদীয় দুর্গোৎসবের মূল আকর্ষণ হচ্ছে দেবদেবীদের প্রতিমা। আর এই মুহূর্তে বিভিন্ন পূজামণ্ডপে দেবদেবীর প্রতিমায় রঙের কাজ চলছে। শিল্পীরা অপরূপ সাজে প্রতিমা সাজাচ্ছেন। মাটির প্রতিমায় জীবন্ত রূপ দিলেও প্রতিমার কারিগরদের জীবন অনেক কষ্টে যাচ্ছে। প্রতিমা তৈরির উপকরণের দাম বাড়লেও তাদের পারিশ্রমিক বাড়েনি বলে জানালেন প্রতিমা শিল্পীরা।
বাগেরহাট শ্রীশ্রী হরিসভা মন্দির দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি লিটন সরকার জানান, দুর্গোৎসব শুধু হিন্দুদের নয়। এটি বাঙালির সাংস্কৃতির অংশ। এই পূজা নির্বিঘ্নে করার জন্য সরকারের কাছে সার্বিক সহযোগিতার দাবি জানিয়েছেন তিনি।
২ বছর আগে