ছুরিকাঘাত
পাবনায় ওয়াজ মাহফিলে ছুরিকাঘাতে যুবক হত্যার অভিযোগ
পাবনায় ওয়াজ মাহফিলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে শিমুল হোসেন (২১) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। এতে আহত হয়েছেন আরও দুইজন।
শুক্রবার (৬ ডিসেম্বর) রাত ৯ টার দিকে পাবনা সদর উপজেলার চরঘোষপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিমুল চর ঘোষপুর গ্রামের শাহীন হোসেনের ছেলে। তিনি পাবনা জিলা স্কুলের এসএসসি ২২ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। আহতরা একই এলাকার কাওসার হোসেন (১৯) ও দিসার আলী (২০)।
এ ঘটনায় শান্ত হোসেন (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, চরঘোষপুর গ্রামে একটি ওয়াজ মাহফিল চলছিল। মাহফিলের প্যান্ডেলের বাইরে বসা মেলার মধ্যে কয়েকজন যুবকের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এ সময় তিনজন আহত হয়। এর মধ্যে শিমুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পাবনা জেনারেল হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চিকিৎসার আগেই তার মৃত্যু হয়।
ওসি আব্দুস সালাম জানান, মাহফিলের প্যান্ডেলের বাইরে তর্কের জেরে এ ঘটনা ঘটে। আহত তিনজনের মধ্যে একজন মারা গেছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
১ সপ্তাহ আগে
ফেসবুক পোস্টে রিঅ্যাক্টের জেরে ছুরিকাঘাতে ৪ কিশোর আহত
ফেনীতে ফেসবুক পোস্টে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে নিলয় নামে এক কিশোরের ছুরিকাঘাতে চার কিশোর আহত হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কাজীরবাগ ইউনিয়নের পশ্চিম সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- শরীফুল ইসলাম (১৭), রিজন (১৬), মো. অমিত হাসান (১৮) ও জিসান (১৭)।
আহতদের মধ্যে শরীফুল ও রিজনের অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, অমিতের ফেসবুক পোস্টে নিলয় ‘হা হা’ রিঅ্যাক্টে দেয়। এর জেরে শুক্রবার রাতে সোনাপুর ইসলামি সেন্টারের সামনে অমিতসহ ৬ থেকে ৭ জন কিশোর নিলয়ের কাছে ওই রিয়েক্টের কারণ জানতে চাইলে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে নিলয় পকেট থেকে টিপ ছুরি বের করে অমিতসহ বাকিদের ওপর আক্রমণ চালায়। এতে চার কিশোর আহত হয়।
আরও পড়ুন: রাজধানীর বনশ্রীতে বাস খালে পড়ে আহত ৫
আবদুলল্লাহ আল মামুন নামে এক কিশোর বলেন, নিলয় প্রথমে অমিতকে এবং পরে আমাদের ওপর ছুরি নিয়ে হামলা করে। এ সময় আমাদের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে এগিয়ে আসলে নিলয় পালিয়ে যায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শেখ সাইদুর রহমান বলেন, আহতদের মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একজন হাসপাতালে চিকিৎসাধীন। অপরজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি চলে যায়।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার সঙ্গে জড়িত নিলয়কে আটক করা হয়েছে। আহতদের পক্ষ থেকে মামলার কার্যক্রম চলমান।
আরও পড়ুন: দিনাজপুরে ইজিবাইক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩
২ সপ্তাহ আগে
কলেজে কনসার্ট চলাকালে ছুরিকাঘাতে যুবক নিহত
বগুড়া সরকারি আজিজুল হক কলেজে কনসার্ট চলাকালে ক্যাম্পাসের বাইরে ছুরিকাঘাতে মেহেদী হাসান নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (২৪ নভেম্বর) রাত ৯টার দিকে আজিজুল হক কলেজ ক্যাম্পাসের পাশে সেউজগাড়ী এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত মেহেদী হাসান (২৬) শহরের মালগ্রাম চাপড়পাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি পেশায় থাই গ্লাসের মিস্ত্রি ছিলেন।
আরও পড়ুন: বান্দরবানে সেনা অভিযানে ৩ কেএনএফ সদস্য নিহত
কলেজ সূত্রে জানা যায়, কলেজের পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে ক্যাম্পাসের খেলার মাঠে কনসার্টের আয়োজন করেন শিক্ষার্থীরা। এ উপলক্ষে কলেজ এলাকায় অনেক তরুণ-তরুণীর সমাগম হয়। এরইমধ্যে কলেজের প্রধান গেটের সামনে একদল যুবক মেহেদীকে ছুরিকাঘাত করলে তার মৃত্যু হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মাইনুদ্দিন বলেন, ‘ছুরিকাঘাতের পর ওই যুবককে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
এদিকে কনসার্ট উপভোগ করতে বগুড়া ও আশপাশের জেলার বিভিন্ন এলাকা থেকে বিকেল থেকে বিপুল সংখ্যক তরুণ-তরুণী ক্যাম্পাস ছেড়ে কলেজের সামনের সড়কে অবস্থান নেন।
আরও পড়ুন: সিরাজগঞ্জে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
৩ সপ্তাহ আগে
ভৈরবে যুবকের ছুরিকাঘাতে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ
কিশোরগঞ্জের ভৈরবে ছুরিকাঘাতে হারুন-উর রশিদ নামে এক কাপড় ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে।
রবিবার (১৭ নভেম্বর) রাত ৯টায় ভৈরবের সন্তুপুর রেলক্রসিং সংলগ্ন একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
নিহত হারুন-উর রশিদ (৩৫) উপজেলার সন্তুপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিন মিয়ার ছেলে।
আরও পড়ুন: পাবনায় ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার রাত ৯টায় ব্যবসায়ী হারুন সন্তুপুর রেল ক্রসিংয়ের কাছের একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় তার এলাকার কফিল উদ্দিনের ছেলে জসীম উদ্দিন তুচ্ছ ঘটনা নিয়ে তার সঙ্গে তর্ক-বিতর্ক শুরু করেন। একপর্যায়ে পকেট থেকে ছুরি বের করে হারুনকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জসীম উদ্দিন মাদকাসক্ত ছিলেন বলে জানান স্থানীয়রা।
হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান জানান, নিহতের বুকে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়া জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ থানায় নিয়ে আসে। পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: গাইবান্ধায় ছাত্রদল নেতার ছুরিকাঘাতে আহত ১৩
৪ সপ্তাহ আগে
পাবনায় ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩
পাবনায় ছুরিকাঘাতে তুষার নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
রবিবার (১৭ নভেম্বর) রাতে পাবনা শহরের বড় ব্রিজ এলাকার বর্ণমালা কিন্ডারগার্টেনের সামনে এ ঘটনা ঘটে।
নিহত তুষার (২০) পাবনা পৌর এলাকার রাধানগরের ময়দানপাড়ার আব্দুল মান্নানের ছেলে। গত বছর শহরের ওরিন নামে এক যুবক হত্যা মামলার প্রধান আসামি ছিলেন তিনি।
আরও পড়ুন: গাইবান্ধায় ছাত্রদল নেতার ছুরিকাঘাতে আহত ১৩
তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় পাওয়া সম্ভব হয়নি।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, ‘রবিবার রাতে পূর্ব শত্রুতার জেরে বর্ণমালা কিন্ডারগার্টেনের জঙ্গলের ভেতরে ছুরিকাঘাত করে গুরুতর জখম করা হয় তুষারকে। এ সময় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।’
তিনি আরও জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু, আটক ১
১ মাস আগে
চীনে ছুরিকাঘাতে নিহত ৮
চীনের পূর্বাঞ্চলীয় উক্সি শহরের একটি কারিগরি স্কুলে শনিবার ছুরিকাঘাতে আটজন নিহত হয়েছেন। এ সময় আরও ১৭ জন আহত হয়েছেন বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ।
স্থানীয় সময় শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উক্সির ছোট শহর ইক্সিংয়ে উক্সি ভোকেশনাল ইনস্টিটিউট অব আর্টস অ্যান্ড টেকনোলজিতে এ ঘটনা ঘটে বলে জানায় ইক্সিং পুলিশ।
এ ঘটনায় জড়িত সন্দেহে ওই স্কুলের শু নামে ২১ বছর বয়সি এক শিক্ষার্থীকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।
কর্তৃপক্ষ জানায়, শু পরীক্ষায় ফেল করেছেন।। এছাড়া স্নাতক ডিগ্রি অর্জন করতে না পারা এবং তার ইন্টার্নশিপের বেতন পরিশোধ নিয়ে অসন্তুষ্ট ছিলেন। তারা বলেছেন, শু হতাশ হয়ে সহিংস এ হামলা চালান।
আরও পড়ুন: লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ১১
পশ্চিমা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা ভিডিওগুলোতে দেখা গেছে, যেখানে ভুক্তভোগীরা রাস্তায় পড়ে রয়েছেন এবং পথচারীরা সাহায্য করার চেষ্টা করছেন।
অন্যদিকে, চীনের সামাজিকমিডিয়া প্ল্যাটফর্মগুলো, যেমন উয়েবো, শুধু পুলিশের বিবৃতি প্রকাশ করেছে। কিন্তু ঘটনার কোননো ছবি বা ভিডিও নেই।
সংবেদনশীল বা রাজনৈতিক বিষয়বস্তুর ওপর চীনা সরকারের সেন্সরশিপের কারণে এমনটি হতে পারে। এছাড়া, চীনে গুগলসহ পশ্চিমা সামাজিক যোগাযোগমাধ্যম এবং সার্চ ইঞ্জিনগুলোর প্রবেশাধিকার নেই। কারণ গ্রেট ফায়ারওয়াল নামে পরিচিত দেশের কঠোর ইন্টারনেট নিয়মকানুনের ফলে এই প্ল্যাটফর্মগুলো নিষিদ্ধ বা সীমাবদ্ধ থাকে।
এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে চীনে এটি দ্বিতীয় ভয়াবহ আক্রমণ। এর আগে দক্ষিণ চীনের ঝুহাইয়ে একটি ক্রীড়া কেন্দ্রে মানুষের ওপর গাড়ি তুলে দেন এক ব্যক্তি। ওই ঘটনায় ৩৫ জন নিহত এবং ৪৩ জন আহত হন।
অক্টোবর মাসে, এক ব্যক্তি বেইজিংয়ের একটি স্কুলে শিশুদের ছুরিকাঘাত করে পাঁচজনকে আহত করেন। সেপ্টেম্বর মাসে, সাংহাইয়ের একটি সুপারমার্কেটে ছুরিকাঘাতে হামলায় তিনজন নিহত এবং ১৫ জন আহত হন। সাংহাই হামলার সন্দেহভাজন ওই ব্যক্তি আর্থিক বিবাদের কারণে শহরে গিয়ে ওই হামলা চালান বলে বলা হয়েছে খবরে। একই মাসে, এক জাপানি স্কুলছাত্রকে শেনজেনে তার স্কুলে যাওয়ার পথে ছুরি মেরে হত্যা করা হয়।
আরও পড়ুন: নেপালে সড়ক দুর্ঘটনায় নিহত ৮
১ মাস আগে
গাইবান্ধায় ছাত্রদল নেতার ছুরিকাঘাতে আহত ১৩
গাইবান্ধায় ছুরিকাঘাতে বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মীসহ ১৩ জনকে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা মারুফ হাসানের বিরুদ্ধে।
গোবিন্দগঞ্জে বৃহস্পতিবার (১৫ নভেম্বর) রাত ১০টার দিকে চারমাথা মোড়ে অবস্থিত ফুল মিয়ার দোকানে সিগারেট চাওয়া নিয়ে ঘটনাটি ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত মারুফসহ ১১ জনকে আটক করেছে পুলিশ। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের বগুড়ায় পাঠানো হয়েছে।
অভিযুক্ত ছাত্র মামা দল নেতা মারুফ হাসান শিবপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক।
আহতদের মধ্যে পৌর জাসাসের আহ্বায়ক রাশেদ নিজাম রুমেল, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য জালাল মিয়া, পৌর যুব জামায়াতে বাইতুলমাল (অর্থ) সম্পাদক ফুল মিয়া, পৌর ছাত্রদলের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আশিক সরকারের নাম জানা গেছে।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু, আটক ১
এদিকে এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার রাত ১১টায় পৌর শহরের ঢাকা-রংপুর মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাসাসের নেতাকর্মীরা। তারা ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ফুল মিয়ার দোকানে ব্ল্যাক ডায়মন্ড সিগারেট চেয়ে না পাওয়ায় মারুফের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয়। বাগবিতণ্ডার একপর্যায় মারুফ ফোনে বন্ধুদের ডেকে ধারালো ছুরি দিয়ে ফুল মিয়াকে মারতে যান।
এসময় পাশে থাকা লোকজন এগিয়ে আসলে তাদের ওপরও আক্রমণ চালানো হয়। মারুফের ছুরিকাঘাতে ১৩ জন আহত হন।
পরে মারুফ ও তার সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা মারুফকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। অন্যরা পালিয়ে যায়।
পরে আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকের পরামর্শে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বলেন, ছুরিকাঘাতে আহতদের হাত, বুক ও পেটসহ শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত হওয়ায় ৮ থেকে ১০টি করে সেলাই দেওয়া হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, এ ঘটনায় মারুফকে আটক করা হয়েছে এবং মামলা করার প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: যশোরে ছুরিকাঘাতে যুবক নিহত
১ মাস আগে
মুন্সীগঞ্জে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু, আটক ১
মুন্সীগঞ্জের মিরকাদিমে ছুরিকাঘাতে আহত শুভ মারা গেছেন। সোমবার দিবাগত রাতে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় মঙ্গলবার (৫ নভেম্বর) ফয়সাল নামে এক যুবকে আটক করে পুলিশ। এর আগে শনিবার রাত ১২টার দিকে রামগোপালপুর এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতরব আহতাবস্থায় শুভকে হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: নরসিংদীতে ছেলের সামনেই ট্রেনে কাটা পড়ে বাবার মৃত্যু
শুভ মুন্সীগঞ্জের মিরকাদিমের কালিন্দীপাড়া এলাকার মুকুল বেপারীর ছেলে।
নিহতের বাবা মুকুল বেপারি বলেন, শনিবার রাতে স্থানীয় নাজমুল নামে একজনকে কয়েকজন আটকে রেখেছে এরকম খবর পেয়ে আমার ছেলে ঘর থেকে বেরিয়ে রামগোপালপুর চিশতী বাড়ির সামনে যায়। সেখানে ফয়সাল নামের একজন তাকে ছুরি দিয়ে পেটে আঘাত করে। প্রথমে তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আমার ছেলে কাপড়ের ব্যবসা করত। কারও সঙ্গে শত্রুতা ছিল না।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, মূল অভিযুক্তকে আটক করা হয়েছে। এছাড়া মামলা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: কুড়িগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
১ মাস আগে
টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোশাককর্মী নিহত
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে জাফর উল্লাহ নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত জাফর উল্লাহ (৩৫) ফেনী জেলার বাসিন্দা ।
আরও পড়ুন: সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইন্সুরেন্স কর্মী নিহত, আটক ১
স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের কাছে বাস থেকে নেমে পায়ে হেঁটে আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন পোশাকশ্রমিক জাফর উল্লাহ। এসময় তার মোবাইল ফোন ও টাকা ছিনতাইয়ের চেষ্টা করে ছিনতাইকারী। জাফর বাধা দিলে তাকে ছুরিকাঘাত করে ওই ছিনতাইকারী।
এসময় আশপাশের লোকজন ছিনতাইকারীকে ধরে গণধোলাই দেয়। পরে আহত পোশাক কর্মী ও ছিনতাইকারীকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে মারা যান পোশাক কর্মী জাফর উল্লাহ।
গুরুতর অবস্থায় ছিনতাইকারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ছিনতাইকারী সজীব আরিচপুরের বাসিন্দা।
টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) মো. এহতেশাম বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল থেকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: দুর্বৃত্তের ছুরিকাঘাতে বাঁশখালী কয়লা বিদ্যুৎ কেন্দ্রের ২ নিরাপত্তা কর্মী নিহত
১ মাস আগে
সাভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত
সাভার বাসস্ট্যান্ড এলাকায় নিউমার্কেটের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. আসাদুজ্জামান (৩৮) নামের এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোরের দিকে মহাসড়কে ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: নড়াইল বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত
আসাদুজ্জামান রংপুর জেলার তারাগঞ্জের আবুবকর সিদ্দিকের ছেলে।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব উল্লাহ সরকার বলেন, ধারণা করা হচ্ছে ভোরে বাস থেকে নামার পর ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হতে পারে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও ছিনতাইকারীদের জোন সম্পর্কে জানতে চাইলে এসআই বলেন, আমি এ থানায় নতুন এসেছি।
আরও পড়ুন: গাজীপুরে বিদ্যুতের খুঁটির সঙ্গে পিকআপ ভ্যানের ধাক্কায় চালক নিহত
১ মাস আগে