ছুরিকাঘাত
নড়াইলে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বাসের সুপারভাইজারের মৃত্যু
নড়াইলে মোশারফ মুন্সি মুসা (৪৫) নামে এক বাসের সুপারভাইজারকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১২ এপ্রিল) সকালে নড়াইলের নতুন বাস টার্মিনালে এ ঘটনা ঘটে।
নিহত মোশারফ মুন্সি মুসা নড়াইল এক্সপ্রেস বাসের সুপারভাইজার ছিলেন। এর আগে তিনি ড্রাইভার হিসেবে গাড়ি চালাতেন। তিনি সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের দলজিৎপুর এলাকার শামসুর রহমান মুন্সীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১২ এপ্রিল) সকালে গাড়ির ড্রাইভার মোশারফ মুন্সি মুসা নতুন বাস টার্মিনালে বসে ছিলেন। এসময় দুর্বৃত্তরা এসে তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন,‘নতুন বাস টার্মিনাল এলাকায় এক গাড়ির ড্রাইভারকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনা ঘটেছে৷ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনুনাগ ব্যাবস্থা নেওয়া হচ্ছে।’
১ দিন আগে
দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আইনজীবী নিহত
মৌলভীবাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মৌলভীবাজার জেলা জজ আদালতের আইনজীবী সুজন নিহত হয়েছেন। রবিবার (৬ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে মেয়র চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
আইনজীবী সুজন মিয়া শহরতলীর পূর্ব হেলালপুর এলাকার জহিরুল ইসলামের ছেলে এবং ব্রাক্ষণবাড়িয়া পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের ধুবলাপাড়া এলাকায় বাসিন্দা।
স্থানীয়রা জানায়, সুজনসহ চার বন্ধু মিলে ফুসকা খাচ্ছিলেন। এ সময় ৭-৮ জন দুর্বৃত্ত সুজনের পাশে দাঁড়ায়। তাদের মধ্যে একজন তাকে ছুরিকাঘাত করে একত্রে সবাই পালিয়ে যায়।
আরও পড়ুন: লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় ১৫ পুলিশ সদস্য আহত
পরে স্থানীয়রা সুজনকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) মিনহাজ উদ্দিন বলেন, ‘হত্যার কারণ এখনও জানা যায়নি। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।’
৬ দিন আগে
বাসা থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে যুবককে হত্যা
সাভারে বাসা থেকে ডেকে নিয়ে সুলতান হোসেন সাগর নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।
পূর্ব শত্রুতার জেরে মঙ্গলবার (১৮ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে ডগরমোড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুলতান হোসেন সাগর (২২) নোয়াখালী জেলার রামগঞ্জ থানার মাঝিরগা গ্রামের তসলিম চৌধুরীর ছেলে। তিনি সাভারের ডগরমোড়া এলাকায় ভাড়া বাসায় থেকে ঢাকা ডাইং নামের একটি প্রতিষ্ঠানে রংয়ের কাজ করতেন।
পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জেরে সাগরকে বাসা থেকে ডেকে নেয় ৬ থেকে ৭ জন যুবক। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি শুরু হলে তাদের মধ্যে একজন সাগরকে ছুরিকাঘাত করে। পরে সাগরকে ফেলে রেখে ওই যুবকরা পালিয়ে যায়।
আরও পড়ুন: নিখোঁজের একদিন পর অপহৃত মাদরাসা ছাত্রী উদ্ধার, যুবক গ্রেপ্তার
পরে সেখান থেকে সাগরেকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে নিয়ে যায় তার বন্ধুরা। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, ‘এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে।’
২৫ দিন আগে
ফতুল্লায় কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, যুবক আটক
নারায়ণগঞ্জের ফতুল্লার জিহাদ (১৭) নামের এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরমান নামে একজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ মার্চ) রাত পৌঁনে ৮টার দিকে ফতুল্লার লামাপাড়া দরগাহ মসজিদ এলাকায় ছুরিকাঘাতে হত্যার এই ঘটনা ঘটে।
নিহত জিহাদ পটুয়াখালীর আউলিয়াপুর এলাকার বাসিন্দা এবং পরিবারসহ ফতুল্লা মডেল থানার পশ্চিম লামাপাড়ার বাল্লক চিশতিয়ের বাসায় ভাড়া থাকতেন।
আটক মো. আরমান ফতুল্লা মডেল থানার পশ্চিম লামাপাড়ার বাসিন্দা।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, দরগাহ মসজিদের সামনে আরমানের চাচা শাহিন মিয়ার একটি ফলের দোকান আছে। ঘটনার সময়, শাহিন ইফতারের পর রাত পৌঁনে ৮টার দিকে দোকান থেকে বাইরে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখতে পান, দোকানে থাকা ব্যাটারি চুরি হয়ে গেছে। এ সময়, দোকানের সামনে জিহাদসহ আরও দুই কিশোর দাঁড়িয়ে ছিল।
আরও পড়ুন: যশোরে বাড়িতে ঢুকে যুবককে গুলি করে হত্যা
ব্যাটারি চুরির ঘটনায় সন্দেহের ভিত্তিতে আরমান তাদের জিজ্ঞাসাবাদ করে। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে, আরমান ক্ষুব্ধ হয়ে বাসা থেকে সুইচ গিয়ার এনে জিহাদকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা আহত জিহাদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয়রা আরমানকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।’
ফতুল্লা মডেল থানা পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা আনোয়ার হোসেন।
২৫ দিন আগে
নিহত মা পড়ে আছেন বিছানায়, নিচে গড়াগাড়ি দিয়ে কাঁদছে সন্তান
হবিগঞ্জের বাহুবল উপজেলা জামায়াতে ইসলামীর এক নেতার স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়অরি) সন্ধ্যায় উপজেলার পশ্চিম জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় মিরপুর পাইলট স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষিকা ও মহিলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভানেত্রী মিনারা বেগম(৩৮) ছুরিকাঘাতে নিহত হয়েছেন। তার স্বামী আবদুল আহাদ বাহুবল উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি। বর্তমানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি।আরও পড়ুন: হবিগঞ্জে ট্রাকচাপায় ২ মোটরসাইকেলের আরোহী নিহত এলাকাবাসী ও দলীয় সূত্র জানায়, ওই এলাকায় তারা একটি ভাড়া বাসায় বসবাস করতেন। সন্ধ্যায় নিহতের স্বামী বাসায় ফিরে মিনারাকে ছুরিকাঘাতে মৃত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখেন। নিচে ৭ মাসের শিশু সন্তান গড়াগড়ি দিয়ে কাঁদছে।
এ ব্যাপারে বাহুবল থানার ওসির সাথে মোবাইলে বারবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি রিসিভ করেননি। জামায়াতে ইসলামী হবিগঞ্জ শাখার আমীর কাজী মুখলিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
৫১ দিন আগে
কক্সবাজারে ভাতিজার হাতে চাচা খুনের অভিযোগ
কক্সবাজারের চকরিয়ার তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়াকে কেন্দ্র করে ভাতিজার ছুরিকাঘাতে হোছাইনগীর (৩৬) নামে চাচা খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের ফুলতলা স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি বদরখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ছনুয়াপাড়া এলাকায়। অভিযু্ক্ত ভাতিজা মো. ফোরকান প্রকাশ কালু (১৭) মো. হোছাইনগীরের ছেলে। তারা সম্পর্কে চাচা ভাতিজা।
চকরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: রাণীনগরে প্রতিবন্ধী স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে চা ব্যবসায়ী গ্রেপ্তার
তিনি স্থানীয়দের বরাতে বলেন, বিকালে হোছাইনগীরের স্ত্রীর সাথে তার বড় ভাই হাছানগীরের স্ত্রীর মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া হয়। এ ঝগড়ার সূত্র ধরে রাত পৌনে ৭টার দিকে চাচা হোছাইনগীরকে তার ভাতিজা ফোরকান বদরখালী ফুলতলা স্টেশনে প্রকাশ্যে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে।
এসময় লোকজন এগিয়ে গেলে ফোরকান পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহত হোছাইনগীরকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
৫৭ দিন আগে
দিনাজপুরে ছুরিকাঘাতের শিকার কিশোরীর মৃত্যু, হামলাকারী গ্রেপ্তার
দিনাজপুরের কাহারোলে নামাজরত অবস্থায় বখাটের ছুরিকাঘাতে আহত কিশোরী মাহি আক্তারের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এ ঘটনায় হামলাকারী আরিফ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। সে কাহারোলের ভাঁতগা গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। মাহি আক্তার (১৫) কাহারোল উপজেলার দ্বীপনগর বগুড়াপাড়ার বাসিন্দা।
আরও পড়ুন: ময়মনসিংহে অটোরিকশা-মাহিন্দ্রের সংঘর্ষে অটোরিকশার দুই যাত্রী নিহত
৫৮ দিন আগে
বরগুনায় ছাত্রদলনেতার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর অভিযোগ
বরগুনার তালতলীতে পূর্বশত্রুতার জেরে আরাফাত শিকদার নামে স্থানীয় ছাত্রদলনেতার ছুরিকাঘাতে মোটরসাইকেলচালক আরাফাত খান নামের এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার শারিকখালী ইউনিয়নের কচুপাত্রা বাজারে এই ঘটনা ঘটে।
নিহত আরাফাত খান (২১) ওই ইউনিয়নের বাদুরগাছা গ্রামের জলিল খানের ছেলে ও বর্তমান ইউপি চেয়ারম্যান ফারুক খানের ভাতিজা। ভাড়ায় মোটরসাইকেল চালাতেন তিনি।
অভিযুক্ত আরাফাত শিকদার কলারং গ্রামের শহীদ শিকদারের ছেলে ও শারিকখালী ইউনিয়ন ছাত্রদলের সদস্যসচিব।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল (শনিবার) রাত ৯টার দিকে কচুপাত্রা বাজারে শহীদ শিকদারের কীটনাশকের দোকানের সামনে থেকে নিহত আরাফাতকে মারধর করেন আরাফাত শিকদার ও তার সঙ্গে থাকা লোকজন। একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে তার বুকে আঘাত করা হয়।
আরও পড়ুন: ময়মনসিংহে জমি নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে কৃষকের মৃত্যু
এ ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওই ঘটনার পর কচুপাত্রা বাজারে থমথমে অবস্থা বিরাজ করে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করে তালতলী থানা।
থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, ‘কচুপাত্রা বাজারে ছুরিকাঘাতে মোটরসাইকেলচালক আরাফাত খান নামে এক যুবক নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের অভিযান চলমান। এখন পর্যন্ত হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে।
৭০ দিন আগে
ময়মনসিংহে জমি নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে কৃষকের মৃত্যু
ময়মনসিংহের হালুয়াঘাটে জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে ইসরাফিল নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের লক্ষ্মীকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে ইসরাফিলের সঙ্গে জমি নিয়ে আবু রায়হান ও তার পরিবারের বিরোধ চলছিল। এর জেরে আবু রায়হান ছুরি নিয়ে ইসরাফিলের পেটে পর পর তিনটি আঘাত করে পালিয়ে যায়।
আরও পড়ুন: সাভারে ওয়াজ মাহফিলে ছুরিকাঘাতে আহত ৩
এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার সাগর সরকারকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। আবু রায়হানকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
৮৩ দিন আগে
সাভারে ওয়াজ মাহফিলে ছুরিকাঘাতে আহত ৩
সাভারে ওয়াজ মাহফিলে ইমরুল নামে এক যুবকের ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে ওয়াজ মাহফিলে প্রবেশের সময় স্বেচ্ছাসেবকরা বাধা দিলে তিনি এই ঘটনা ঘটান।
আহতরা হলেন- রাহাত, মনি ও নাজমুল হোসেন। তাদের সাভার থানা রোডের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছুরি হামলার পর স্থানীয়রা ইমরুলকে হাতেনাতে ছুরিসহ আটক করে পুলিশে সোপর্দ করে।
স্থানীয় বাসিন্দা মামুনুর রশিদ ও আল আমিন জানান, স্বেচ্ছাসেবকদের বাধার মুখে ওয়াজ মাহফিলে ঢুকতে না পেরে পকেট থেকে ছুরি বের করে তিনি (ইমরুল) স্বেচ্ছাসেবক তিন যুবককে আহত করেন। এ সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, ‘এ ঘটনায় ইমরুলের বিরুদ্ধে মামলা হয়েছে।’
আরও পড়ুন: খুলনার দুঃখ বিল ডাকাতিয়া, জীবন-জীবিকার ঝুঁকিতে এলাকাবাসী
১১৩ দিন আগে