ছুরিকাঘাত
চীনে ছুরিকাঘাতে নিহত ৮
চীনের পূর্বাঞ্চলীয় উক্সি শহরের একটি কারিগরি স্কুলে শনিবার ছুরিকাঘাতে আটজন নিহত হয়েছেন। এ সময় আরও ১৭ জন আহত হয়েছেন বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ।
স্থানীয় সময় শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উক্সির ছোট শহর ইক্সিংয়ে উক্সি ভোকেশনাল ইনস্টিটিউট অব আর্টস অ্যান্ড টেকনোলজিতে এ ঘটনা ঘটে বলে জানায় ইক্সিং পুলিশ।
এ ঘটনায় জড়িত সন্দেহে ওই স্কুলের শু নামে ২১ বছর বয়সি এক শিক্ষার্থীকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।
কর্তৃপক্ষ জানায়, শু পরীক্ষায় ফেল করেছেন।। এছাড়া স্নাতক ডিগ্রি অর্জন করতে না পারা এবং তার ইন্টার্নশিপের বেতন পরিশোধ নিয়ে অসন্তুষ্ট ছিলেন। তারা বলেছেন, শু হতাশ হয়ে সহিংস এ হামলা চালান।
আরও পড়ুন: লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ১১
পশ্চিমা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা ভিডিওগুলোতে দেখা গেছে, যেখানে ভুক্তভোগীরা রাস্তায় পড়ে রয়েছেন এবং পথচারীরা সাহায্য করার চেষ্টা করছেন।
অন্যদিকে, চীনের সামাজিকমিডিয়া প্ল্যাটফর্মগুলো, যেমন উয়েবো, শুধু পুলিশের বিবৃতি প্রকাশ করেছে। কিন্তু ঘটনার কোননো ছবি বা ভিডিও নেই।
সংবেদনশীল বা রাজনৈতিক বিষয়বস্তুর ওপর চীনা সরকারের সেন্সরশিপের কারণে এমনটি হতে পারে। এছাড়া, চীনে গুগলসহ পশ্চিমা সামাজিক যোগাযোগমাধ্যম এবং সার্চ ইঞ্জিনগুলোর প্রবেশাধিকার নেই। কারণ গ্রেট ফায়ারওয়াল নামে পরিচিত দেশের কঠোর ইন্টারনেট নিয়মকানুনের ফলে এই প্ল্যাটফর্মগুলো নিষিদ্ধ বা সীমাবদ্ধ থাকে।
এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে চীনে এটি দ্বিতীয় ভয়াবহ আক্রমণ। এর আগে দক্ষিণ চীনের ঝুহাইয়ে একটি ক্রীড়া কেন্দ্রে মানুষের ওপর গাড়ি তুলে দেন এক ব্যক্তি। ওই ঘটনায় ৩৫ জন নিহত এবং ৪৩ জন আহত হন।
অক্টোবর মাসে, এক ব্যক্তি বেইজিংয়ের একটি স্কুলে শিশুদের ছুরিকাঘাত করে পাঁচজনকে আহত করেন। সেপ্টেম্বর মাসে, সাংহাইয়ের একটি সুপারমার্কেটে ছুরিকাঘাতে হামলায় তিনজন নিহত এবং ১৫ জন আহত হন। সাংহাই হামলার সন্দেহভাজন ওই ব্যক্তি আর্থিক বিবাদের কারণে শহরে গিয়ে ওই হামলা চালান বলে বলা হয়েছে খবরে। একই মাসে, এক জাপানি স্কুলছাত্রকে শেনজেনে তার স্কুলে যাওয়ার পথে ছুরি মেরে হত্যা করা হয়।
আরও পড়ুন: নেপালে সড়ক দুর্ঘটনায় নিহত ৮
৪ ঘণ্টা আগে
গাইবান্ধায় ছাত্রদল নেতার ছুরিকাঘাতে আহত ১৩
গাইবান্ধায় ছুরিকাঘাতে বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মীসহ ১৩ জনকে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা মারুফ হাসানের বিরুদ্ধে।
গোবিন্দগঞ্জে বৃহস্পতিবার (১৫ নভেম্বর) রাত ১০টার দিকে চারমাথা মোড়ে অবস্থিত ফুল মিয়ার দোকানে সিগারেট চাওয়া নিয়ে ঘটনাটি ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত মারুফসহ ১১ জনকে আটক করেছে পুলিশ। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের বগুড়ায় পাঠানো হয়েছে।
অভিযুক্ত ছাত্র মামা দল নেতা মারুফ হাসান শিবপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক।
আহতদের মধ্যে পৌর জাসাসের আহ্বায়ক রাশেদ নিজাম রুমেল, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য জালাল মিয়া, পৌর যুব জামায়াতে বাইতুলমাল (অর্থ) সম্পাদক ফুল মিয়া, পৌর ছাত্রদলের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আশিক সরকারের নাম জানা গেছে।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু, আটক ১
এদিকে এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার রাত ১১টায় পৌর শহরের ঢাকা-রংপুর মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাসাসের নেতাকর্মীরা। তারা ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ফুল মিয়ার দোকানে ব্ল্যাক ডায়মন্ড সিগারেট চেয়ে না পাওয়ায় মারুফের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয়। বাগবিতণ্ডার একপর্যায় মারুফ ফোনে বন্ধুদের ডেকে ধারালো ছুরি দিয়ে ফুল মিয়াকে মারতে যান।
এসময় পাশে থাকা লোকজন এগিয়ে আসলে তাদের ওপরও আক্রমণ চালানো হয়। মারুফের ছুরিকাঘাতে ১৩ জন আহত হন।
পরে মারুফ ও তার সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা মারুফকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। অন্যরা পালিয়ে যায়।
পরে আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকের পরামর্শে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বলেন, ছুরিকাঘাতে আহতদের হাত, বুক ও পেটসহ শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত হওয়ায় ৮ থেকে ১০টি করে সেলাই দেওয়া হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, এ ঘটনায় মারুফকে আটক করা হয়েছে এবং মামলা করার প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: যশোরে ছুরিকাঘাতে যুবক নিহত
১ দিন আগে
মুন্সীগঞ্জে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু, আটক ১
মুন্সীগঞ্জের মিরকাদিমে ছুরিকাঘাতে আহত শুভ মারা গেছেন। সোমবার দিবাগত রাতে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় মঙ্গলবার (৫ নভেম্বর) ফয়সাল নামে এক যুবকে আটক করে পুলিশ। এর আগে শনিবার রাত ১২টার দিকে রামগোপালপুর এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতরব আহতাবস্থায় শুভকে হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: নরসিংদীতে ছেলের সামনেই ট্রেনে কাটা পড়ে বাবার মৃত্যু
শুভ মুন্সীগঞ্জের মিরকাদিমের কালিন্দীপাড়া এলাকার মুকুল বেপারীর ছেলে।
নিহতের বাবা মুকুল বেপারি বলেন, শনিবার রাতে স্থানীয় নাজমুল নামে একজনকে কয়েকজন আটকে রেখেছে এরকম খবর পেয়ে আমার ছেলে ঘর থেকে বেরিয়ে রামগোপালপুর চিশতী বাড়ির সামনে যায়। সেখানে ফয়সাল নামের একজন তাকে ছুরি দিয়ে পেটে আঘাত করে। প্রথমে তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আমার ছেলে কাপড়ের ব্যবসা করত। কারও সঙ্গে শত্রুতা ছিল না।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, মূল অভিযুক্তকে আটক করা হয়েছে। এছাড়া মামলা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: কুড়িগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
১ সপ্তাহ আগে
টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোশাককর্মী নিহত
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে জাফর উল্লাহ নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত জাফর উল্লাহ (৩৫) ফেনী জেলার বাসিন্দা ।
আরও পড়ুন: সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইন্সুরেন্স কর্মী নিহত, আটক ১
স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের কাছে বাস থেকে নেমে পায়ে হেঁটে আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন পোশাকশ্রমিক জাফর উল্লাহ। এসময় তার মোবাইল ফোন ও টাকা ছিনতাইয়ের চেষ্টা করে ছিনতাইকারী। জাফর বাধা দিলে তাকে ছুরিকাঘাত করে ওই ছিনতাইকারী।
এসময় আশপাশের লোকজন ছিনতাইকারীকে ধরে গণধোলাই দেয়। পরে আহত পোশাক কর্মী ও ছিনতাইকারীকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে মারা যান পোশাক কর্মী জাফর উল্লাহ।
গুরুতর অবস্থায় ছিনতাইকারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ছিনতাইকারী সজীব আরিচপুরের বাসিন্দা।
টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) মো. এহতেশাম বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল থেকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: দুর্বৃত্তের ছুরিকাঘাতে বাঁশখালী কয়লা বিদ্যুৎ কেন্দ্রের ২ নিরাপত্তা কর্মী নিহত
২ সপ্তাহ আগে
সাভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত
সাভার বাসস্ট্যান্ড এলাকায় নিউমার্কেটের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. আসাদুজ্জামান (৩৮) নামের এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোরের দিকে মহাসড়কে ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: নড়াইল বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত
আসাদুজ্জামান রংপুর জেলার তারাগঞ্জের আবুবকর সিদ্দিকের ছেলে।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব উল্লাহ সরকার বলেন, ধারণা করা হচ্ছে ভোরে বাস থেকে নামার পর ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হতে পারে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও ছিনতাইকারীদের জোন সম্পর্কে জানতে চাইলে এসআই বলেন, আমি এ থানায় নতুন এসেছি।
আরও পড়ুন: গাজীপুরে বিদ্যুতের খুঁটির সঙ্গে পিকআপ ভ্যানের ধাক্কায় চালক নিহত
২ সপ্তাহ আগে
রাজশাহীতে ছুরিকাঘাতে যুবলীগ কর্মীর মৃত্যু
রাজশাহী মহানগরীতে মীম নামে যুবলীগের এক কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত মীম (২৫) রাজশাহী মহানগরীর রামচন্দ্রপুর এলাকার আব্দুল মোমিনের ছেলে।
জানা গেছে, শনিবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে রক্তাক্ত অবস্থায় তাকে রেখে যায় অজ্ঞাত ব্যক্তিরা। হাসপাতালের ট্রলিম্যানরা তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক ওয়ার্ডে স্থানান্তর করেন। সেখানে রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। তার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন ছিল বলে জানান চিকিৎসকরা।
মীম গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর দুই হাতে গুলি চালানো যুবলীগ নেতা রুবেলের নিকটাত্মীয় ও সহযোগী ছিলেন বলে অভিযোগ রয়েছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে আসামির ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) তাজমুল ইসলাম জানান, প্রাথমিকভাবে যতদূর জানা গেছে, নিহত মীম যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি। হত্যাকাণ্ডের তদন্ত করছে পুলিশ। শিগগিরই পুরো ঘটনা জানা যাবে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
আরও পড়ুন: গোলাপগঞ্জে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন
২ সপ্তাহ আগে
গোলাপগঞ্জে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন
গোলাপগঞ্জে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন
নিহত রিমন রফিপুর দক্ষিণ মাইজভাগ গ্রামের ইসরাব আলীর ছেলে। তিনি পেশায় সিএনজি অটোরিকশা চালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, চাচাতো ভাই বদরুল ও সাদিক আহমদের মধ্যে মোটরসাইকেল বিক্রির ১০ হাজার টাকা নিয়ে বিরোধ চলে আসছিল। এই টাকা নিয়ে সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। সম্প্রতি সাদিক মোটরসাইকেলটি আটকে রাখেন।
শুক্রবার সন্ধ্যায় এ নিয়ে দুপক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। এ ঘটনায় রিমন আহমদ বদরুলের পক্ষে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে সাদিক আহমদ উত্তেজিত হয়ে রিমনকে ছুরিকাঘাত করে। তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাদিক একই গ্রামের মজির উদ্দিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ আব্দুন নাসের বলেন, আসামিকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
৩ সপ্তাহ আগে
নারায়ণগঞ্জে আসামির ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত
নারায়ণগঞ্জে একটি মামলার আসামিকে গ্রেপ্তার করতে গেলে ছুরিকাঘাতে কামরুজ্জামান নামে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাতে নারায়ণগঞ্জ শহরের জিমখানা মোড়ের ভিক্টোরিয়া জামে মসজিদের সামনে ঘটনাটি ঘটে।
আহত পুলিশ সদস্য কামরুজ্জামান নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার মদনগঞ্জ পুলিশ ফাঁড়িতে কর্মরত আছেন।
তিনি বর্তমানে রাজধানীর হৃদরোগ ইনস্টিটিটিউটে চিকিৎসাধীন।
আরও পড়ুন: সিলেটে বিকাশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে ৩ লাখ টাকা ছিনতাই
মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।
স্থানীয়রা জানায়, গত সোমবার কামরুজ্জামান একটি মামলার আসামিকে গ্রেপ্তার করতে যান। এসময় আসামি বাবু ছুরি দিয়ে তার ডান হাতের কব্জিতে আঘাত করে পালিয়ে যায়। পরে সহকর্মীরা কামরজ্জামানকে গুরুতর অবস্থায় উদ্ধার করে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) শিহাব বলেন, কামরজ্জামানকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে নেওয়া হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পরে সেখান থেকে চিকিৎসা নিয়ে হৃদরোগ ইনস্টিটিটিউটে ভর্তি করা হয় বরে জানান এসআই শিহাব।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, যে বাবু ছুরিকাঘাত করেছে তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। সে মাদক ব্যবসায়ী। আসামি বাবুর অবস্থান জানতে কামরুজ্জামান সেখানে গিয়েছিলেন।
তিনি বলেন, পুলিশের লোক টের পেয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায় বাবু। কামরুজ্জামান বর্তমানে রাজধানীর হৃদরোগ ইনস্টিটিটিউটে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান ওসি নজরুল ইসলাম।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত
৩ সপ্তাহ আগে
সিলেটে বিকাশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে ৩ লাখ টাকা ছিনতাই
সিলেটের বিশ্বনাথে শংকু মোহন ধর নামে বিকাশের এক ডিস্ট্রিভিশন সেলস অফিসারকে ছুরিকাঘাত করে ৩ লাখ ১ হাজার টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা।
সোমবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে উপজেলার বিশ্বনাথ-রামধানা সড়কের রামধানা এলাকায় এ ঘটনা ঘটে।
শংকু মোহন ধর বিশ্বনাথ উপজেলার বিকাশের সেলস অফিসার।
আরও পড়ুন: সিলেটে ছুরিকাঘাতে কিশোর নিহত
ওসমানীনগরের তাজপুর কদমতলা অফিসের ডিস্ট্রিভিশন ম্যানেজার (ডিএম) জুনেদ আহমদ জানান, অজ্ঞাতনামা ছিনতাইকারীরা তাদের বিকাশের ডিস্ট্রিভিশন সেলস অফিসার শংকু মোহন ধরের পথরোধ করে ছুরিকাঘাত করে ৩ লাখ ১ হাজার টাকা নিয়ে যায়। গলায় ছুরিকাঘাত করায় শংকু গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে নেওয়া হয়েছে।
এ ঘটনায় ডিস্ট্রিভিশন ম্যানেজার (ডিএম) জুনেদ আহমদ বাদী হয়ে বিশ্বনাথ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল মিয়া বলেন, ‘একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তবে তারা দুইদিন সময় চেয়ে আপাতত মামলা রেকর্ড না করার জন্য অনুরোধ করেছেন।’
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত
৩ সপ্তাহ আগে
সিলেটে ছুরিকাঘাতে কিশোর নিহত
সিলেটে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে শাওন আহমেদ নামে এক কিশোর নিহত হয়েছে।শুক্রবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় নগরীর সাগরদীঘির পার এলাকায় এ ঘটনা ঘটে।
শাওন আহমেদ (১৭) নগরীর বনকলাপাড়ার বাসিন্দা ও হবিগঞ্জ সদরের মোহাম্মদ পুরের সেলিম মিয়ার ছেলে। শাওন ও তার ভাই নগরের বন্দরবাজার সুরমা মার্কেটে প্রিন্টিংয়ের ব্যবসা করতেন।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, কিছুদিন ধরে নগরের বাগবাড়ি ও সাগরদিঘি পাড়ের কিশোরদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। কয়েকদিন আগে কিশোরদের সিনিয়ররা বিষয়টি সমাধান করে দেয়। তবুও ভেতরে-ভেতরে ক্ষোভ চলছিল।
তিনি বলেন, শুক্রবার সন্ধ্যায় বাগবাড়ির কয়েকজন সাগরদীঘির পাড়ে এসে শাওনকে ছুরিকাঘাত করে ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। রাত ১০ টায় চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণে শাওন মারা যায়।
আরও পড়ুন: বগুড়ায় মাদকসেবীর ছুরিকাঘাতে ইজিবাইকচালকের মৃত্যুর অভিযোগ
৪ সপ্তাহ আগে