রুবেল মিয়া
সিলেটে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
সিলেটে বিদ্যুৎস্পৃষ্টে রুবেল মিয়া (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ শিল্প একাডেমি ভবনের মধ্যে এ ঘটনা ঘটে।
রুবেল শাহী ঈদগাহ এলাকার বাদশা মিয়ার কলোনির বাসিন্দা এবং মতিউর রহমানের ছেলে।
আরও পড়ুন: শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, ভবনের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত অবস্থায় পড়ে ছিলেন রুবেল।
পরে স্থানীয়রা তাকে দেথতে পেয়ে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তবে সে কী কারণে সেখানে গিয়েছিল তা জানা যায়নি বলে জানান বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
আরও পড়ুন: নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীসহ ৩ জনের মৃত্যু
৩ মাস আগে