হ্যাকাথন
বিশ্বের সবচেয়ে বড় হ্যাকাথন: বাংলাদেশ পর্ব আয়োজন করল বেসিস
একাদশবারের মতো বেসিসের উদ্যোগে ও বেসিস স্টুডেন্টস ফোরামের সহযোগিতায় নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ অক্টোবর) শুরু হওয়া হ্যাকাথন চলে একটানা ৩৬ ঘণ্টা।
শনিবার (৭ অক্টোবর) রাজধানীতে আমেরিকান ইন্টারন্যাশনাল ইন্ডিপেন্ডেট ইউনিভার্সিটির (আইইউবি) অডিটোরিয়ামে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি ছিলেন- ঢাকাস্থ মার্কিন দূতাবাসের চার্জ ডি’অ্যাফেয়ার্স হেলেন লাফেভ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এআইইউবিয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন নাদিয়া আনোয়ার।
আরও পড়ুন: সাইবার নিরাপত্তা আইন ২০২৩ বাতিলের আহ্বান বেসিসের
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বেসিস সভাপতি রাসেল টি আহমেদ, জ্যেষ্ঠ সহসভাপতি এম রাশিদুল হাসান, সহসভাপতি (প্রশাসন) সৈয়দ মোহাম্মাদ কামাল, সহসভাপতি (অর্থ) ইকবাল আহমেদ ফখরুল হাসান, বেসিসের পরিচালক মীর শাহরুখ ইসলাম ও বিপ্লব ঘোষ রাহুল, এবং নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৪ এর আহ্বায়ক অভিজিৎ ভৌমিক, নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ বাংলাদেশ পর্বের উপদেষ্টা মোহাম্মদ মাহদী-উজ-জামান।
আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশের ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক্টিং ইকোনমিক ইউনিট চিফ জেমস গার্ডিনার, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ মামদুদুর রশীদ।
নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৪ এ বিজয়ীরা হলেন-
ঢাকা- চ্যাম্পিয়ন কোয়ান্টাম ভয়েজার্স, প্রথম রানার আপ টিম টাইটান, দ্বিতীয় রানার আপ টিম হাইড্রো (ভার্চুয়াল)। বরিশাল- চ্যাম্পিয়ন টিম ফিনিক্স, প্রথম রানার আপ অ্যাকোয়া-অ্যাগ্রোপ্রেডিক্টা, দ্বিতীয় রানার আপ টিম ইয়টাবাইট। চট্টগ্রাম- চ্যাম্পিয়ন আরবান ইউটোপিয়ানস (ভার্চুয়াল), প্রথম রানার আপ টিম ব্লুসেন্ট্রি, দ্বিতীয় রানার আপ টিম রিকারশন। কুমিল্লা- চ্যাম্পিয়ন টি মাইনাস জিরো (ভার্চুয়াল), প্রথম রানার আপ হেলিও আলকেমিস্ট (ভার্চুয়াল), দ্বিতীয় রানার আপ এক্সোভার্স (ভার্চুয়াল)। খুলনা- চ্যাম্পিয়ন টিম অ্যাটলাস, প্রথম রানার আপ টিমনভাফ্লেয়ার, দ্বিতীয় রানার আপ গ্লোবাল প্রোটেক্টর। ময়মনসিংহ- চ্যাম্পিয়ন ইকোরেঞ্জার্স (ভার্চুয়াল), প্রথম রানার আপ মনসুনফাইভ, দ্বিতীয় রানার আপ লুনার_হার্ভেস্টার্স (ভার্চুয়াল)। রংপুর- চ্যাম্পিয়ন টিম ইনোভেটর্স বিডি (ভার্চুয়াল), প্রথম রানার আপটিম নভোচারী, দ্বিতীয় রানার আপ এগ্রি ভিশন। রাজশাহী- চ্যাম্পিয়ন এনভো ফাইটার্স (ভার্চুয়াল), প্রথম রানার আপ কোডব্ল্যাক (ভার্চুয়াল), প্রথম রানার আপ দ্য অর্বভেঞ্জার্স (ভার্চুয়াল)। সিলেট- চ্যাম্পিয়ন টিম ওআরসিএ (ভার্চুয়াল), প্রথম রানার আপ টিম নভো, প্রথম রানার আপ সাস্ট ব্রেইনস্টর্মারস।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্র্রেশন-নাসা আন্তর্জাতিকভাবে বিশ্বের ১৮৫টি দেশের প্রযুক্তিবিদ, বিজ্ঞানী, ডিজাইনার, আর্টিস্ট, শিক্ষাবিদ, উদ্যোক্তাদের মতো বিভিন্ন ক্ষেত্রের মেধাবী তরুণদের একত্রিত করে পৃথিবীর বিভিন্ন বৈশ্বিক সমস্যা সমাধানে উদ্ভাবনী সমাধান খুঁজে বের করার লক্ষ্যে এ কার্যক্রম বাস্তবায়ন করছে, এরই অংশ হিসেবে বেসিসের উদ্যোগে বাংলাদেশের ৯টি শহরে (ঢাকা, চট্রগ্রাম সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং কুমিল্লা) এ আয়োজন করেছে। নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে এবার ১ কোটি শিক্ষার্থীর সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত করার পাশাপাশি ২ লাখ শিক্ষার্থীর সরাসরি ও প্রতিযোগিতায় যুক্ত করার পরিকল্পনা হাতে নেওয়া হয়।
উল্লেখ্য, ২০১৮ সালে ‘লুনার ভিআর প্রজেক্ট’ বেস্ট ইউজ অব ডাটা ক্যাটাগরিতে চাঁদে ভ্রমণের অভিজ্ঞতা দিবে এমন ভার্চুয়াল অ্যাপ্লিকেশন তৈরি করে বিশ্ব চ্যাম্পিয়ন হয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘টিম অলীক। ২০২১ সালে ‘বেস্ট মিশন কনসেপ্ট’ ক্যাটাগরিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) সম্মিলিত দল ‘টিম মহাকাশ’ এবং ২০২২ সালে টিম ডায়মন্ডস - সবচেয়ে অনুপ্রেরণামূলক বিভাগে বিশ্ব চ্যাম্পিয়ন হয়। এবং নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৩-এর বেস্ট স্টোরিটেলিং ক্যাটাগরিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের টিম ভয়েজার্স।
আরও পড়ুন: তথ্যপ্রযুক্তিতে দ্বিপাক্ষিক ব্যবসা সম্প্রসারণে বেসিস আমেরিকা ডেস্ক চালু
২ মাস আগে