অধ্যাপক আব্দুর রশিদ
গাংনী সরকারি ডিগ্রি কলেজর অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুর রশিদ আর নেই
গাংনী সরকারি ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক (অবসরপ্রাপ্ত) আব্দুর রশিদ মারা গেছেন।
বুধবার (৩০ অক্টোবর) ভোর ৪টায় ঢাকা ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অধ্যাপক আব্দুর রশিদের ছেলে সাহেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বাবা ঢাকাতে আমার বোনের বাসায় বছর খানেক ধরে অবস্থান করছিলেন। সেখানেই বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। মঙ্গলবার থেকে লাইফ সাপোর্ট ছিলেন তিনি। বুধবার ভোর ৪টার সময় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বুধবার (৩০ অক্টোবর) বিকাল ৪টায় গাংনী উপজেলার নিজ গ্রাম বানিয়াপুকুরে নামাজে জানাজা শেষে কবরস্থানে দাফন সম্পন্ন হবে।
অধ্যাপক আব্দুর রশিদ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স শেষ করেন। পরে গাংনী সরকারি ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে যোগ দেন।
অদ্যাপক আব্দুর রশিদ সমসাময়িক বিষয় নিয়ে ছড়া, কবিতা, গল্প লিখতেন।
তার লেখা "অগ্নি যুগের অগ্নি সেনা, বিপ্লবীদের বীর গাঁথা" গ্রন্থটি পাঠক সমাজে বেশ সমাদৃত ছিল। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সুশাসনের জন্য নাগরিক সুজনের গাংনী উপজেলা শাখার সভাপতিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন।
২ সপ্তাহ আগে