৩৭২ জেলে
নিষেধাজ্ঞার ২২ দিনে ৩৭২ জেলে গ্রেপ্তার
চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ২২ দিনে ৩৭২ জেলেকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে নৌ পুলিশের অভিযানে ১৭২ জেলে এবং জেলা ও উপজেলা টাস্কফোর্সের অভিযানে ২০০ জেলে গ্রেপ্তার হয়েছেন।
রবিবার (৩ নভেম্বর) দুপুর দিকে এসব তথ্য ইউএনবিকে নিশ্চিত করেন জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সহকারী জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা ও চাঁদপুর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ.এম. ইকবাল।
আরও পড়ুন: যশোরে ১৯ ধরনের অস্ত্র জব্দ, গ্রেপ্তার ২
মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা ইউএনবিকে বলেন, ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন অভয়াশ্রম এলাকায় জেলা ও উপজেলা টাস্কফোর্স ৬০২টি অভিযান পরিচালনা করে এবং মামলা হয় ২৩৯টি।
তিনি আরও বলেন, এদের মধ্যে ১৫৮ জেলেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ৭৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে জেলে পাঠান এবং ৪২ জেলেকে ২ লাখ ২৮ হাজার টাকা জরিমানা করেন।
এসময় ২ দশমিক ৭৩১ টন ইলিশ, সাড়ে ১৭ লাখ মিটার কারেন্টজাল জব্দ করা হয় বলে জানান মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা।
গত ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর ২২ দিন পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় মিঠাপানিতে ইলিশের নিরাপদ প্রজননের জন্য ইলিশসহ সব ধরনের মাছ আহরণে নিষেধাজ্ঞা দেন সরকার। ৩ নভেম্বর দিবাগত রাতে এই নিষেধাজ্ঞা শেষ হলে ইলিশ আহরণে নামবে প্রায় ৫০ হাজার জেলে।
আরও পড়ুন: ফাঁদ পেতে বন্যহাতির হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার শহীদুল কারাগারে
২ সপ্তাহ আগে