জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ
ফের তিন দিনের রিমান্ডে সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ
সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন, তার ছোট ভাই জেলা যুবলীগের আহ্বায়ক সরফরাজ হোসেন মুকুল ও ভগ্নিপতি জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলুকে ফের তিনদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) সাড়ে ১০টায় এমন আদেশ দিয়েছেন আদালত।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় তাদের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। দুই দিনের রিমান্ড শেষে আজ সোমবার সকালে মেহেরপুর আদালতে হাজির করা হয় তাদের। এসময় আদালতের বাইরে ব্যাপক হট্টগোল হতে দেখা গেছে।
এছাড়াও তাদের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলার শুনানি চলছে।
গেল ১৪ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটন এলাকা থেকে ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-২ ব্যাটালিয়ন সদর দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাতিরঝিল থানাধীন ইস্কাটন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৫ আগস্ট আদাবর থানাধীন এলাকায় রুবেল নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলার আসামি ছিলেন সাবেক এই মন্ত্রী।
৩০৫ দিন আগে