মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় ৬৭ বছর বয়সী সাবেক এ কৃতি ফুটবলারকে বৃহস্পতিবার রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
হেলাল কিডনি রোগে ভুগছিলেন এবং গত এক বছর ধরে ডায়ালাইসিস করছিলেন। ২০১৭ সালের এপ্রিলে কার্ডিয়াক অ্যারেস্টের পরে তিনি ওপেন-হার্ট সার্জারিও করান।
হেলাল ১৯৭৯ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত জাতীয় দলে খেলেছেন। ক্লাব পর্যায়ে তিনি ১৯৭৫ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত নিয়মিত ঢাকা আবাহনীর হয়ে খেলেন। তিনি ১৯৭৮ সালে ঢাকায় এশিয়ান যুব ফুটবলে বাংলাদেশ দলের হয়েও খেলেন।
১৯৮২ সালে আবাহনী-মোহামেডান ম্যাচে সংঘর্ষের সূত্র ধরে সালাহউদ্দিন, চুন্নু ও আনোয়ারসহ যে চার ফুটবলারকে জেলে নেয়া হয় গোলাম রাব্বানী হেলাল তাদেরই একজন।
ফুটবল থেকে অবসর নেয়ার পরে হেলাল ঢাকা আবাহনীর পরিচালক হন এবং দক্ষতার সাথে ক্লাবটি পরিচালনা করেন। হেলাল ২০০৮ সাল থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
এদিকে, বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন এবং অন্য কর্মকর্তা ও কর্মচারীরা হেলারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।