বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নবনিযুক্ত সদস্য গিয়াস উদ্দিন জোয়ার্দার পদত্যাগ করেছেন।
দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগের বিষয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর পদত্যাগ করেন তিনি।
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) পিএলসির সাবেক শীর্ষ কর্মকর্তা গিয়াস উদ্দিন জোয়ারদার ব্যক্তিগত কারণ দেখিয়ে ২৯ নভেম্বর (শুক্রবার) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব বরাবর পদত্যাগপত্র জমা দেন।
এর আগে গত ২৬ নভেম্বর পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে গিয়াস উদ্দিনসহ চারজনকে বিইআরসিতে নতুন সদস্য হিসেবে নিয়োগ দেয় সরকার।
আরও পড়ুন: বিদ্যুৎ-জ্বালানির মূল্য নির্ধারণে বিইআরসির ক্ষমতা ফিরিয়ে দেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের