পাঁচ সাবেক সংসদ সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে সদ্য নিয়োগপ্রাপ্ত দুর্নীতি দমন কমিশন (দুদক)।
চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেনের নেতৃত্বাধীন নতুন কমিশন বৃহস্পতিবার দাপ্তরিকভাবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই এই সিদ্ধান্ত নিয়েছে।
যাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তারা হলেন-ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ভোলা-৩-এর সাবেক সংসদ সদস্য নূর নবী চৌধুরী শাওন, হবিগঞ্জ-৩-এর সাবেক সংসদ সদস্য আবু জহির, নোয়াখালী-১-এর সাবেক সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম চৌধুরী এবং লক্ষ্মীপুর-২-এর সাবেক সংসদ সদস্য নূর উদ্দিন চৌধুরী নয়ন।
আরও পড়ুন: দুদকের নতুন চেয়ারম্যান, কমিশনারদের সম্পদের তথ্য প্রকাশের আহ্বান
সাবেক এসব সংসদ সদস্যের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদেরও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।
বুধবার দায়িত্ব গ্রহণের পর ড. আব্দুল মোমেন বলেন, দুদক জনগণের প্রত্যাশা পূরণে 'বাঘব বোয়ালদের’ বিরুদ্ধে দ্রুত তদন্ত কাজ শুরু করবে।
তিনি সাংবাদিকদের বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করাই সর্বোচ্চ অগ্রাধিকার। যেসব দুর্নীতির কারণে দেশের ব্যাপক ক্ষতি হয়েছে, সেগুলোর বিষয়ে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেব এবং এসব দুর্নীতি ও অনিয়মের পেছনে জড়িত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’
আরও পড়ুন: দুদকের মামলা থেকে খালাস খন্দকার মোশাররফ