সিঙ্গাপুরে 'শেখ রাসেল দিবস-২০২৩' পালন করেছে বাংলাদেশ হাইকমিশন। এ উপলক্ষে বুধবার বিকালে হাইকমিশন মিলনায়তনে বিশেষ সেমিনারের আয়োজন করা হয়।
সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্য, রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে আসা বঙ্গভবনের উচ্চপদস্থ কর্মকর্তারা এবং বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা সেমিনারে উপস্থিত ছিলেন।
সেমিনারে দিবসটি উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। শেখ রাসেলের জীবনকে উপজীব্য করে নির্মিত একটি ডকুমেন্টারিও প্রদর্শন করা হয়।
আরও পড়ুন: শেখ রাসেল দিবস উদযাপন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস
ঢাকা থেকে অনলাইনে যুক্ত হয়ে আলোচনা অংশে মূল প্রবন্ধ পাঠ করেন শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল মান্নান। শেখ রাসেল দিবসের থিমকে বৈশ্বিক ক্যানভাসে বিমূর্ত করে শিশু নিপীড়ন বন্ধের চিরায়ত আবেদনকে দেশ-কাল-পাত্রের সীমারেখা অতিক্রমের ডাক দেন সিঙ্গাপুরে অবস্থিত সেন্টার ফর হিউম্যানিটারিয়ান ডায়ালগের রিজিওনাল ডিরেক্টর মিজ ইয়া-মিন উ।
আরও পড়ুন: ‘শেখ রাসেল দিবস উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ হতে শ্রদ্ধা নিবেদন
সেমিনারে বক্তব্য দেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন, জনবিভাগের সচিব মো. ওয়াহিদুল ইসলাম খান এবং রাষ্ট্রপতির সচিব (সিনিয়র সচিব) সম্পদ বড়ুয়া।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন হাইকমিশনার মো. তৌহিদুল ইসলাম। তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের নৃশংস বুলেট ১০ বছরের শিশু শেখ রাসেলের জীবন ছিনিয়ে নিলেও, আততায়ীরা শেখ রাসেলের স্মৃতি মুছে দিতে পারেনি।
আরও পড়ুন: শৈশবেই শেখ রাসেল ছিলেন মানবিক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী