‘করোনাভাইরাস নিয়ে মানুষের মাঝে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। আজকের পর থেকে ৩১ মার্চ পর্যন্ত প্রাকপ্রাথমিক থেকে উচ্চ লেভেল সকল পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে,’ সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
কোচিং সেন্টারগুলোও বন্ধ থাকবে, ‘প্রয়োজনে এটি গ্রীষ্ম এবং রমজানের ছুটির সাথে সামঞ্জস্য করা হবে,’ তিনি যোগ করেন।
আসন্ন উচ্চ মাধ্যমিক (এইচএসসি) এবং সমমানের পরীক্ষা সম্পর্কে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে।’
তিনি শিক্ষার্থীদের এই সময় নিজ নিজ বাড়িতে থাকতে এবং বাইরে যাওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয় ও হল বন্ধের বিষয়ে এক প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, ‘সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। এছাড়াও এই সময়ে সকল সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসার হোস্টেলও বন্ধ থাকবে।’
করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সোমবার পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৫১৬ জনে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ অবস্থা জানার ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, নতুন এ ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ১ লাখ ৬৯ হাজার ৫৫২ জন।
বিশ্বের ১৫৭টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতি করোনাভাইরাস।
এর আগে, ক্রমবর্ধমান সংক্রমণ এবং বিভিন্ন দেশের সরকারের নিষ্ক্রিয়তায় উদ্বেগ প্রকাশ করে গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও।
নতুন করে তিনজন আক্রান্ত হওয়ায় প্রাণঘাতি করোনাভাইরাসে বাংলাদেশ মোট আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৮ জনে।
সোমবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আইইডিসিআর পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আক্রান্তদের মধ্যে দুজন শিশু এবং একজন নারী।’
এর আগে, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথমবারের মতো তিনজন করোনাভাইরাসে আক্রান্ত বলে ঘোষণা দিয়েছিল আইইডিসিআর। তাদের মধ্যে দুজন পুরোপুরি সুস্থ এবং একজন চিকিৎসাধীন রয়েছেন বলে জানানো হয়েছিল। মাঝে আরও দুজন আক্রান্তের তথ্যও জানানো হয়েছিল।