ইরানের মধ্যাঞ্চলে সড়কে একটি বাস উল্টে ১০ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার ভোরে দেশটির মধ্যাঞ্চলীয় ইয়াজদ প্রদেশে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা।
ইরানের ট্রাফিক পুলিশপ্রধান হাসান মোমেনির উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় রাত ২টা ২০ মিনিটে আরদাকান কাউন্টির সাঘান্দ গ্রামের কাছে একটি আন্তঃনগর সড়কে বাসটি প্রধান সড়ক থেকে উল্টে যায়।
বাসটি ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশ থেকে উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে যাচ্ছিল জানিয়ে মোমেনি জানান, আহতদের ইয়াজদের মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়েছে।
আরও পড়ুন: পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চায় ইরান
তদন্ত সাপেক্ষে ঘটনার কারণ জানা যাবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
ইয়াজদের রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ ইশকি ইরানি স্টুডেন্টস নিউজ এজেন্সিকে বলেন, বাসটিতে ৫১ জন আরোহী ছিলেন, তাদের মধ্যে পাঁচজনের কোনো ক্ষতি হয়নি।
আরও পড়ুন: ইরানে পাকিস্তানি শিয়া তীর্থযাত্রীদের বাস দুর্ঘটনায় নিহত ২৮