গাজায় যুদ্ধবিরতির মধ্যস্থতাকারীদের আরও আলোচনায় না গিয়ে বা নতুন প্রস্তাব উত্থাপনের পরিবর্তে আগে যা অনুমোদন করেছিল তা বাস্তবায়নের পরিকল্পনা পেশ করার আহ্বান জানিয়েছে হামাস।
এক বিবৃতিতে বলা হয়েছে, গাজা সংঘাতের শুরু থেকেই মিশর ও কাতারের মধ্যস্থতাকারীদের যুদ্ধবিরতি চুক্তি এবং গাজার জনগণের বিরুদ্ধে যুদ্ধের অবসান ঘটানোর প্রচেষ্টা সফল করতে আগ্রহী হামাস। একই সঙ্গে যুদ্ধ বন্ধের যেকোনো প্রচেষ্টার প্রতি তাদের সমর্থন নিশ্চিত করেছে।
এতে বলা হয়, হামাস কয়েক দফা আলোচনায় জড়িত হয়েছে এবং গাজার জনগণের লক্ষ্য ও স্বার্থ অর্জনের জন্য প্রয়োজনীয় নমনীয়তা ও ইতিবাচকতা দেখিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, যদিও হামাস ও মধ্যস্থতাকারীরা ইসরায়েলের আসল উদ্দেশ্য এবং অবস্থান সম্পর্কে সচেতন, তবুও এ বিষয়ে জুলাইয়ের প্রথম দিকে সর্বশেষ চুক্তিতে তারা সাড়া দিয়েছিল। তবে ইসরায়েল নতুন শর্তের মুখোমুখি হয়েছিল; এতে আলোচনার পুরো প্রক্রিয়ার বিষয়টি প্রস্তাব করা হয়নি এবং গাজার বিরুদ্ধে যুদ্ধ তীব্রতা বাড়িয়ে দেয়।
এর আগে যা উপস্থাপন করা হয়েছিল এবং সেটি করতে ইসরায়েলকে বাধ্য করা হয়েছিল, সেটি বাস্তবায়নের জন্য মধ্যস্ততাকারীদের একটি পরিকল্পনা জমা দেওয়া আহ্বান জানায় হামাস। গাজার জনগণ ও তাদের স্বার্থের প্রতি উদ্বেগ ও দায়বদ্ধতার কারণে এ আহ্বান জানায় তারা।
গত ৮ আগস্ট মিসর, কাতার ও যুক্তরাষ্ট্রের নেতারা যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করতে এবং আলোচনা পুনরায় শুরুর ক্ষেত্রে আর সময় নষ্ট না করতে ইসরায়েল ও হামাসকে আহ্বান জানান।
মিশরীয় প্রেসিডেন্সির প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, তিন দেশ ইসরায়েল ও হামাসকে ‘১৫ আগস্ট বৃহস্পতিবার দোহা বা কায়রোতে সব ফাঁকফোকর বন্ধ করতে এবং আর দেরি না করে চুক্তির বাস্তবায়ন শুরু করার জন্য জরুরি আলোচনা পুনরায় শুরু করতে আমন্ত্রণ জানিয়েছে।’