পশ্চিমবঙ্গের আরজি কর মেডিক্যাল কলেজে এক জুনিয়র নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস সরকারকে কাঠগড়ায় তুলেছেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এর আগে, এ ঘটনাকে ‘বাম ও রামের (বিজেপি)’ ষড়যন্ত্র বলে অভিযোগ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
এক্স পোস্টে ধর্মেন্দ্রে প্রধান বলেছেন, “পশ্চিমবঙ্গে বারবার সম্পূর্ণ পদ্ধতিগত ব্যর্থতা হচ্ছে, অথচ দোষ এসে পড়ছে ‘বাম অ্যান্ড রামের’ ওপর। মমতা দিদির বক্তব্য অত্যন্ত জঘন্য, লজ্জাজনক ও নিন্দনীয়। সেদিন বেশি দূরে নয়, যেদিন তিনি তার অপশাসনের জন্য এলিয়েন (ভিনগ্রহী) ও ভিনদেশিদের দায়ী করবেন।’
নিজের চরম ব্যর্থতা ঢাকতে মমতাকে এখনও ভগবান রামের শরণাপন্ন হতে হয় উল্লেখ করে তিনি বলেন, ‘অপরাধীদের কঠোরতম শাস্তি দিয়ে এ ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। জুনিয়র ডাক্তারের নৃশংস ধর্ষণ ও খুন নিয়ে রাজনীতি করার কোনো জায়গা থাকতে পারে না।’
‘মমতা দিদির এ ধরনের মন্তব্য ভিন্নমত দমন এবং অপরাধীদের আড়াল করার চেষ্টার মতো গুরুতর প্রশ্ন উত্থাপন করে। তার কাছ থেকে নারীর নিরাপত্তা, দ্রুত বিচার, ন্যায়বিচার ও নিরপেক্ষতা আশা করার কোনো প্রশ্নই আসে না।’
আরও পড়ুন: চিকিৎসক ধর্ষণ ও হত্যা: মমতার বিরুদ্ধে পদ্ধতিগত ব্যর্থতার অভিযোগ ভারতের শিক্ষামন্ত্রীর
এদিকে, সহিংস আক্রমণ থেকে চিকিৎসকদের রক্ষার একটি বড় পদক্ষেপ হিসেবে ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি জারি করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্তব্যরত অবস্থায় কোনো চিকিৎসাকর্মীর বিরুদ্ধে সহিংসতার ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান-প্রধান ঘটনার সর্বোচ্চ ছয় ঘণ্টার মধ্যে একটি প্রাতিষ্ঠানিক এফআইআর দায়ের করার জন্য দায়বদ্ধ থাকবেন।
শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চার চিকিৎসককে তলব করেছে দেশটির পুলিশের গোয়েন্দা সংস্থা সিবিআই। ঘটনার রাতে কী ঘটেছিল, তা নিয়ে জিজ্ঞাসাবাদ করতে ওই চার চিকিৎসককে তলব করা হয়েছে।
এদিকে, এ ঘটনার জেরে কেন্দ্রীয় নিরাপত্তা আইন (সিপিএ) প্রণয়নের দাবিতে ভারতজুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, গত ৯ অগস্ট কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজের সেমিনার হলের ভেতর থেকে এক জুনিয়র চিকিৎসকের লাশ উদ্ধার হয়। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে।
এই ঘটনাটি দেশজুড়ে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। চিকিৎসক সম্প্রদায়ের ভেতরে এবং বাইরেও প্রতিবাদের ঝড় উঠেছে সারা ভারতে।