ব্রাজিলের উত্তর-পূর্ব সিয়ারা রাজ্যের টাউন স্কয়ারে একটি উদযাপন অনুষ্ঠানে সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় অন্তত সাতজন নিহত ও দুজন আহত হয়েছে।
দেশটির মিলিটারি পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
ভিকোসা দো সিয়ারা শহরের ওই স্কয়ারে থাকা সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বেশ কয়েকটি গাড়িতে করে সন্ত্রাসীরা ঘটনাস্থেলে পৌঁছায়। এরপর হঠাৎ অস্ত্র বের করে অনুষ্ঠানে উপস্থিতদের মাথায় হাত রাখতে বাধ্য করে তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান্, তারা অন্তত ৫০ বার গুলির শব্দ শুনেছেন। এতে ঘটনাস্থলেই নারী-পুরুষ মিলিয়ে সাতজন নিহত হন। আহত দুজনকে স্থানীয় পৌর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এখনও হামলার উদ্দেশ্য শনাক্ত করতে পারেনি স্থানীয় প্রশাসন। তবে তারা বলছে, হামলাকারীদের একজনের গোড়ালিতে বেড়ি পরানো ছিল, যা সাধারণত প্যারোলে বা বিচারের অপেক্ষায় থাকা ব্যক্তিরা পরে থাকেন।
তিন বছরে ভিকোসা দো সিয়ারায় দ্বিতীয় সংগঠিত সন্ত্রাসী হামলার ঘটনা এটি। এর আগে, ২০২১ সালের ডিসেম্বরে একটি বাড়ির ভেতরে ঢুকে চারজনকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।