দুই সিটি করপোরেশনের অনির্বাচিত ও দায়িত্বজ্ঞানহীন মেয়র ও কমিশনারদের উদাসীনতার কারণে ঢাকা মহানগরীতে ডেঙ্গুর প্রাদুর্ভাবের মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
বুধবার ডেঙ্গু রোগীদের জন্য রক্তদান কর্মসূচিতে দেওয়া বক্তব্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা এবং দুই মহানগরীরর বাসিন্দাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থতার জন্য ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের মেয়রদের পদত্যাগ দাবিও করেন তিনি।
তিনি বলেন, ‘সরকার ও দুই সিটি করপোরেশন ডেঙ্গু মহামারি নিয়ন্ত্রণে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। তারা আসলে স্বাস্থ্যসেবা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে।’
ফখরুল আরও বলেন, দেশের মানুষ কোভিডের সময়ে স্বাস্থ্য খাতে চরম নৈরাজ্য ও দুর্নীতি প্রত্যক্ষ করেছে।
তিনি বলেন, ‘এটি আবারও প্রকাশ পেয়েছে। সিটি করপোরেশনের এডিস মশা মারার কীটনাশক ও ওষুধ সংগ্রহের নামে ব্যাপক দুর্নীতি হচ্ছে। দেখা যাচ্ছে যে ওই ওষুধগুলো মূল্যহীন এবং মশা নিধনে সাহায্য করছে না।’
আরও পড়ুন: আওয়ামী লীগ এবার আর পার পাবে না: ফখরুল
গত ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল ডেঙ্গু আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে রক্তদান কর্মসূচির আয়োজন করেন। কারণ দুই সিটি করপোরেশনে ডেঙ্গুর প্রাদুর্ভাব মারাত্মকভাবে বেড়েছে।
ফখরুল বলেন, মূল সমস্যা হলো দুই সিটি করপোরেশনের মেয়র ও কমিশনাররা অনির্বাচিত এবং জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা নেই।
‘তাই তারা এই সমস্যার সমাধান করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সেদিকে তাদের কোনো গুরুত্ব নেই। তাদের মনোযোগ দুর্নীতিতে লিপ্ত এবং অর্থ সংগ্রহের দিকে।’
ফলে স্বাস্থ্যমন্ত্রী, মেয়র ও দায়িত্বশীল জনপ্রতিনিধিরা ছুটি কাটাতে পরিবার-পরিজন নিয়ে বিদেশে গেছেন বলে জানান তিনি।
বিএনপি নেতা বলেন, ‘জনগণের মেয়র নির্বাচন এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই বর্তমান পরিস্থিতি থেকে পরিত্রাণের একমাত্র উপায়। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বর্তমানকে পরিবর্তন করে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
এর আগে, ২০১৮ সালে ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ইশরাক হোসেনের আয়োজনে শমরিতা হাসপাতালে আরেকটি রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন ফখরুল।
আরও পড়ুন: সরকার পতনে ছোট-বড় সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফখরুলের
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফখরুল বলেন, ডেঙ্গু শুধু ঢাকায় নয়, সারাদেশে মহামারির মতো ছড়িয়ে পড়েছে, এতে ৬০০ জনের বেশি মানুষ মারা গেছে।
তিনি আরও বলেন, ‘প্রতিদিন অনেক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। শিশুরা সঠিক চিকিৎসা না পাওয়ায় অসহায় অবস্থায় রয়েছে।’
এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হওয়ার পর যানজট আরও খারাপ হয়েছে বলে অভিযোগ করেন ফখরুল।
তিনি বলেন, শনিবার প্রধানমন্ত্রীর উদ্বোধন করা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রাজধানীর যানজটকে আরও তীব্র করে তুলেছে।
‘এলিভেটেড এক্সপ্রেসওয়ে এখন মানুষের জন্য একটি সমস্যা। আপনারা যখন এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নামছেন, তখন যানজট এত তীব্র হয়ে যায় যে ফার্মগেট দুই ঘণ্টায় পার হওয়া সম্ভব হয় না।’
গত শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর যানজট নিরসনের আশা জাগিয়ে ১৯ দশমিক ৭৩ কিলোমিটার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাড়ে ১১ কিলোমিটার বিমানবন্দর-ফার্মগেট অংশের উদ্বোধন করেন।
ডেঙ্গু প্রাদুর্ভাবের একটি গুরুতর প্রাদুর্ভাবের মধ্যে, তাবিথ এবং ইশরাক গুরুতর ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য রক্তের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে রক্তদান কর্মসূচির আয়োজন করেছিল।