বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ আবু সাঈদের বাবা মকবুল হোসেনকে অসুস্থ অবস্থায় রংপুর সিএমএইচ থেকে ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে রংপুর থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারযোগে তাকে ঢাকায় নেওয়া হয়।
আবু সাঈদের বড় ভাই রমজান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৭ ডিসেম্বর জ্বর ও পেটের ব্যাথা নিয়ে রংপুর সিএমএইচে ভর্তি হন মকবুল হোসেন। পরে ১০ ডিসেম্বর তাকে হৃদপিণ্ডের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখান থেকে উন্নততর চিকিৎসার জন্য গতরাতে ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়েছে।
রমজান আলী বলেন, ‘পরীক্ষা-নিরীক্ষার পর বাবার হার্ট অ্যাটাক হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। এ কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।’
এ সময় তার বাবার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন রমজান আলী।