সারাদেশ
পদ্মা সেতু হয়ে বেনাপোল-ঢাকা রুটে মঙ্গলবার চালু হচ্ছে ‘রূপসী বাংলা’
পদ্মা সেতু হয়ে বেনাপোল-ঢাকা রুটে ‘রূপসী বাংলা’ এক্সপ্রেস নামে ট্রেন চলাচল শুরু হবে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) থেকে এই ট্রেন চলাচল করবে। ট্রেনটি পৌনে ৪ ঘণ্টায় বেনাপোল থেকে ঢাকায় পৌঁছাবে।
মঙ্গলবার যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম বেনাপোল রেলস্টেশন থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রীবাহী ট্রেন চলাচল উদ্বোধন করবেন।
বেনাপোল রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. সাইদুজ্জামান বলেন, ‘রূপসী বাংলা’ প্রতি সাপ্তাহে সোমবার বন্ধ থাকবে। বর্তমানে ট্রেনযোগে ঢাকা থেকে টাঙ্গাইল-ঈশ্বরদী হয়ে বেনাপোল যেতে ৭ ঘণ্টা ৩৫ মিনিট সময় লাগে।
আরও পড়ুন: মেঘনায় জাহাজে নিহতের সংখ্যা বেড়ে ৭
পদ্মা সেতু হয়ে ঢাকা-বেনাপোল রুটে ট্রেন চলাচল শুরু হলে যাত্রীদের বেনাপোল থেকে ঢাকা যেতে প্রায় ৪ ঘণ্টা সময় বাঁচবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, বেনাপোল থেকে ৮২৭/৮২৮ ‘রূপসী বাংলা’ এক্সপ্রেস ঢাকা থেকে সকাল পৌঁনে ১১টায় ছেড়ে দুপুর ২টা ২৫ মিনিটে বেনাপোল পৌঁছাবে। বিকাল সাড়ে ৩টায় ছেড়ে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ঢাকা পৌঁছাবে।
এছাড়া ট্রেনটি যশোর জংশন, নড়াইল, কাশিয়ানী জংশন ও ভাঙ্গা জংশন থেকে যাত্রী ওঠাবে বলেও জানান ওই স্টেশন মাস্টার।
৫ ঘণ্টা আগে
মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে চা শ্রমিকের মৃত্যু
মৌলভীবাজারের বড়লেখায় ভারতীয় সীমান্তের জিরো লাইন থেকে গোপাল বাগতি নামে এক চা শ্রমিকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে বিজিবি।
রবিবার (২৩ ডিসেম্বর) সীমান্ত পিলার ১৩৯১ ও ১৩৯২ এর মধ্যবর্তী স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়।
এর আগে শনিবার (২১ ডিসেম্বর) বিকালে পাহাড় থেকে বাঁশ আনতে গিয়ে তিনি নিখোঁজ হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
নিহত গোপাল বাগতি বড়লেখার নিউ সমনবাগ চা বাগানের মোকাম সেকশনের সাবেক ইউপি সদস্য অকিল বাগতির ছেলে।
আরও পড়ুন: উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক
স্বজনদের অভিযোগ, সীমান্তের জিরো লাইনে বিএসএফ গুলি করে তাকে হত্যা করেছে। তার সঙ্গে থাকা শ্রমিকরা পালিয়ে আসায় রক্ষা পায়।
জানা গেছে, গোপাল বাগতি শনিবার (২১ ডিসেম্বর) কয়েকজন শ্রমিকের সঙ্গে বাঁশ আনতে পাহাড়ের গেলে, রাত পর্যন্ত না ফেরায় স্বজনরা খোজাখুজি শুরু করেন।
রবিবার খবর মিলে বিজিবি-৫২ ব্যাটালিয়নের টিলা বিওপির সীমান্ত পিলার ১৩৯১ ও ১৩৯২ এর মধ্যবর্তী স্থানে লাশ পড়ে রয়েছে।
পরে বিজিবি ও থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বলেন, রবিবার সকালে চা বাগান শ্রমিকরা বিজিবি বিওসিটিলা বিওপির টহল দলকে জানায়, সীমান্ত পিলার ১৩৯১/২-এস এর নিকটবর্তী এলাকায় একটি লাশ পড়ে আছে। পরে বিওসিটিলা বিওপির টহল দল তল্লাশি চালিয়ে সীমান্ত পিলার ১৩৯১/২-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে শ্রমিকের লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: নাটোরে আগুনে পুড়ে শিশুর মৃত্যু
৭ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে চোখ হারানো সাইদুল পেল জীবিকার মাধ্যম
জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে চোখের আলো হারিয়ে অন্ধকারে ডুবে যান পটুয়াখালীর যুবক সাইদুল। তবে, তার জীবনে নতুন করে আশার আলো জ্বালিয়েছে কিছু হৃদয়বান মানুষ। বাড়িয়েছেন সাহায্যের হাত। তুলে দিয়েছেন জীবিকা নির্বাহের মাধ্যম একটি রিকশা।
সোমবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টায় পটুয়াখালী প্রেসক্লাবের ড. আখতার উদ্দিন মিলনায়তনে সাইদুলের হাতে রিকশাটি তুলে দেওয়া হয়।
উপহারটি সাইদুলের হাতে তুলে দেন পটুয়াখালী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও দি ডেইলি স্টারের পটুয়াখালী প্রতিনিধি সোহরাব হোসেন।
আরও পড়ুন: বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা-পুনর্বাসনে একযোগে কাজ করতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা
সাইদুলের জীবন নিয়ে গণমাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশ হলে হৃদয়বানদের নজরে পড়ে। তিনি ওই গণমাধ্যম কর্মীর মাধ্যমে সাইদুলের সঙ্গে যোগাযোগ করেন এবং একটি ব্যাটারিচালিত রিকশা উপহার দেন।
রিকশাটি পেয়ে সাইদুল বলেন, ‘আমি কৃতজ্ঞ।’ আমার এই সময়ে যারা সহযোগিতার হাত বাড়িয়েছেন তাদের প্রতি শুভকামনা। এখন আমি রিকশাটির মাধ্যমে জীবিকা নির্বাহ করতে পারব। সমাজের হৃদয়বান এসব মানুষের জন্য আজও মানবতা টিকে আছে। এছাড়া আমার দুঃসময়ে স্ত্রী আমাকে তালাক দিয়ে দেড় বছরের একমাত্র মেয়েকে নিয়ে চলে গেছে।
তিনি আরও জানান, গত ৫ আগস্ট শেখ হাসিনার পতন আন্দোলনে শামিল হন তিনি। ঢাকার যাত্রাবাড়ীতে আন্দোলনের সময় চোখে ও শরীরের বিভিন্ন স্থানে প্রায় অর্ধশতাধিক স্প্লিন্টার বিদ্ধ হয়ে গুরুতর আহত হন। ওই সময় আন্দোলনে উপস্থিত শিক্ষার্থী ও জনতা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে এক সপ্তাহ ভর্তি থাকার সময় তার চোখ থেকে স্প্লিন্টার বের করা হয়। পরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে আরও এক সপ্তাহ চিকিৎসা নেন তিনি। সেখানে তার চোখে অপারেশন করা হয়। স্প্লিন্টারের আঘাতে তার বাম চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।
আরও পড়ুন: সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করল জাবির বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীরা
৭ ঘণ্টা আগে
জেলের জালে বিশাল বোয়াল, ৫০ হাজার টাকায় বিক্রি
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ার কুশাহাটা এলাকায় পদ্মা নদীতে জেলের জালে ১৭ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) কালাম সরদারের জালে মাছটি ধরা পড়ে। তার কাছ থেকে মাছটি কিনে নেন ফেরিঘাট এলাকার ব্যবসায়ী চান্দু মোল্লা
জেলে কালাম সরদার পাবনার ঢালার চর এলাকার বাসিন্দা।
জানা যায়, রবিবার রাতে কুশাহাটা এলাকায় পদ্মা নদীতে জাল ফেলেন কালাম সরদার। পরদিনে তার জালে বোয়াল মাছটি ধরা পড়ে। তিনি মাছটি বিক্রির জন্য স্থানীয় আড়তদার কেছমত মোল্লার ঘরে নিয়ে যান।
পরে মাছটি বিক্রির জন্য নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা ২ হাজার ৮৫০ টাকা কেজি দর হিসেবে ৪৯ হাজার ৮০০ টাকায় কেনেন।
স্থানীয় মৎস্যজীবীরা জানান, সম্প্রতি পদ্মা নদীতে তেমন একটা মাছ পাওয়া যাচ্ছে না। স্থানীয়দের পাশাপাশি মানিকগঞ্জ, সিরাজগঞ্জ ও পাবনা অঞ্চলের জেলেরা প্রতিদিন মাছ শিকার করছেন। কিন্তু জালে মাছের দেখা তেমন না মেলায় অনেকে হাজারি বরশি দিয়েও মাছ শিকার করছেন।
আরও পড়ুন: পরমাণু প্রকল্প দুর্নীতি: শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু
এছাড়া পদ্মা নদীর দৌলতদিয়া কুশাহাটায় জেলেরা জালের পাশাপাশি হাজারি বরশি দিয়ে মাছ শিকার করছেন বলে জানান স্থানীয় মৎস্যজীবীরা।
দৌলতদিয়া ফেরিঘাট এলাকার চাঁদনি-আরিফা মৎস্য ভান্ডারের স্বত্ত্বাধিকারী চান্দু মোল্লা বলেন, বোয়ালটি বিক্রির জন্য বিভিন্ন পরিচিত ব্যক্তিদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করতে থাকি। ঢাকার পরিচিত এক বড় ব্যবসায়ীকে জানালে তিনি মুঠোফোনে ভিডিও কলে বোয়ালটি দেখার পর পছন্দ করেন।
তিনি বলেন, তিনি কেজি প্রতি ৫০ টাকা করে লাভে তার কাছে ২ হাজার ৯০০ টাকা কেজি দরে ৫০ হাজার ৭০০ টাকায় বিক্রি করেন। ইতোমধ্যে বোয়ালটি ঢাকার ওই ব্যক্তির কাছে পরিবহনের মাধ্যমে পাঠানো হয়েছে।
এছাড়া এই মৌসুমে এত বড় বোয়াল মাছ এর আগে পাওয়া যায়নি বা বিক্রিও হয়নি বলে জানান চান্দু মোল্লা।
৯ ঘণ্টা আগে
নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১
নড়াইলের লোহাগড়ায় কাঠবোঝাই ভটভটি উল্টে তার নিচে চাপা পড়ে হেলপার তৌফিক তালুকদার নিহত হয়েছেন।
সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার চাচই গ্রামের দক্ষিণ পাড়া কাঠের পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেলপার তৌফিক ওই উপজেলার জয়পুর ইউনিয়নের মরিচপাশা গ্রামের টুটুল তালুকদারের ছেলে।
আরও পড়ুন: নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকালে লোহাগড়ার চাচই গ্রামের দক্ষিণ পাড়া কাঠের পুল এলাকায় কাঠবোঝাই ভটভটি কাঠের পুলে উঠতে গিয়ে উল্টে যায়। এ সময় ভটভটির ওপরে বসে থাকা হেলপার তৌফিক তালকদার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠান।
আরও পড়ুন: মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নারী শিক্ষানবিশ আইনজীবী নিহত
১৩ ঘণ্টা আগে
সুনামগঞ্জের হাওরের পানি নিষ্কাশনে ধীরগতি, বিপাকে কৃষক
সুনামগঞ্জের জামালগঞ্জে হাওরের পানি নিষ্কাশন হচ্ছে ধীরগতিতে। এতে বিপাকে রয়েছেন স্থানীয় অনেক কৃষক।
জানা গেছে, উপজেলার সব হাওরের পানি সঠিক সময়ে কমে বোরো ধান রোপণ করার প্রায় উপযুক্ত সময় হলেও বেহেলী ইউনিয়নের বাড়িরনামা হাওরের পানি এখনও পুরোপুরি কমেনি। ধীরগতিতে বাড়িরনামা হাওরের এই পানি নিষ্কাশনে বিপাকে রয়েছেন কৃষকেরা।
সোমবার (২৩ ডিসেম্বর) সকালে ভুক্তভোগী একাধিক কৃষকের সঙ্গে কথা বলে বাড়িরনামা হাওরে সরেজমিনে গেলে কৃষকদের অভিযোগের সত্যতা খুঁজে পাওয়া যায়।
এ ব্যাপারে রহমতপুর গ্রামের কৃষক আব্দুল মিয়া বলেন, ‘জামালগঞ্জে অন্যান্য হাওরের তুলনায় এই মুহূর্তে আমাদের ছোট এ হাওরে এখনও অনেক জমি পানিতে তলিয়ে আছে। এই পানি আরও আগেই নিষ্কাশন হওয়ার কথা। কিন্তু বাড়িরনামা হাওরের মাঝখানে একটি বিল থাকায় গ্রামের কেউ পানি নিষ্কাশনের কোনো উদ্যোগ নিতে পারে না। তাই প্রশাসনের সহায়তায় যত দ্রুত সম্ভব আমাদের পানি নিষ্কাশনের ব্যবস্থা করার দাবি জানাচ্ছি।’
শিবপুর গ্রামের কৃষক বিল্লাল হোসেন বলেন, ‘আমাদের এই হাওরে কয়েকটি গ্রামের কৃষকের প্রায় একশ একর জমি রয়েছে। সময়মতো প্রতি বছর পানি নিষ্কাশন না হওয়াতে আমরা বিপাকে পড়ে যাই।’
বেহেলী গ্রামের সাবেক ইউপি সদস্য জয়ন্ত তালুকদার বলেন, ‘আমাদের এই হাওরটি যদিও ছোট, তবে এখনও জলমগ্ন রয়েছে। সরকারের কাছে আমাদের দাবি হচ্ছে জলমগ্ন থেকে পরিত্রাণের যেন ব্যবস্থা করে।’
বেহেলী গ্রামের বর্তমান ইউপি সদস্য যিশু তালুকদার বলেন, ‘এই হাওরে এখনও পানি থাকার কারণে অনেক জমি তলিয়ে আছে। সঠিক সময়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা দরকার।’
জামালগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমন কুমার সাহা বলেন, ‘পানি নিষ্কাশনের ব্যাপারটা ইউএনও মহোদয় ও পানি উন্নয়ন বোর্ড দেখে। তারপরও আমি ওনাদের সঙ্গে কথা বলে যৌথভাবে সমাধান করার চেষ্টা করব।’
১৪ ঘণ্টা আগে
গাজীপুরে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
বন্ধ ঘোষণা করা দুইটি কারখানা খুলে দেওয়ার দাবিতে গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় বিক্ষোভ এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা।
সোমবার (২৩ ডিসেম্বর) সকালে কোনাবাড়ি এলাকার এম এম নিটওয়্যার লিমিটেড ও মামুন নিটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ ও অবরোধ করেছেন।
পুলিশ ও কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, গত ১৮ ডিসেম্বর বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩ (১) ধারা মোতাবেক এম এম নিটওয়্যার ও মামুন নিটওয়্যার লিমিটেড কারখানা দুটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
আরও পড়ুন: শ্রমিকদের ক্ষতিপূরণ ও বকেয়া বেতনের দাবিতে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ
পরে রবিবার (২২ ডিসেম্বর) সকালে কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকরা কারখানার ফটকে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে বিকালে শ্রমিকদের সঙ্গে কারখানা কর্তৃপক্ষ আলোচনায় বসবে শর্তে শ্রমিকরা বিক্ষোভ প্রত্যাহার করে নেয়। ওই সময় কারখানা কর্তৃপক্ষ তাদের শর্ত সাপেক্ষে কারখানায় যোগদানের কথা জানায়। কিন্তু শ্রমিকরা তা মেনে নেননি। সোমবার সকালে কারখানা দুটি শ্রমিকেরা পুনরায় কোনাবাড়ী এলাকায় কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এ সময় শ্রমিকরা বিনা শর্তে কারখানা খুলে দেওয়া ও শ্রমিকদের নামে মামলা প্রত্যাহার করার দাবিও জানান। এর আগে ১৭ ডিসেম্বর শ্রমিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার দাবিতে কাজ বন্ধ করে দেন শ্রমিকরা।
পরে কর্তৃপক্ষ ১৮ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেন।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর শিল্প পুলিশের এক সদস্যকে আঘাত করেন শ্রমিকরা। পরে শিল্প পুলিশ বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০ থেকে ৬০ জন শ্রমিককে আসামি করে মামলা দায়ের করে। ওই মামলা প্রত্যাহারের দাবিতে ১৭ ডিসেম্বর শ্রমিকরা কাজ বন্ধ করে দেন। পরে কর্তৃপক্ষ বাধ্য হয়ে কারখানার নিরাপত্তার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, শ্রমিকরা বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রেখেছেন। কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। ঘটনাস্থলে শিল্প পুলিশ মোতায়েন রয়েছে।
আরও পড়ুন: টঙ্গীতে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধে যানজট
১৪ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় গরু উদ্ধার, আটক ৩
চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলা থেকে গরু চোরাচালানের অভিযোগে তিন যুবককে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে তিনটি ভারতীয় গরু উদ্ধারের দাবি করেছে বিজিবি।
সোমবার (২৩ ডিসেম্বর) সকালে সদর উপজেলার বাখের আলী সীমান্তের গোয়ালডুবি ঘাট এলাকা তাদের আটক করা হয়েছে।
আটক যুবকেরা হলেন- সদর উপজেলার বাখের আলী চরবাগডাঙ্গা এলাকার বাকিদুর রহমান (৩৫), সূর্যনারায়নপুর বেলপাড়া এলাকার শাহিদুল ইসলাম (৩৫) ও শিবগঞ্জ উপজেলার নামোজগন্নাথপুর বাদশাপাড়ার আব্দুল করিম (৩০)।
সোমবার সকালে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাখের আলী বিওপির একটি টহল দল সকাল পৌনে ৭টার দিকে পদ্মা নদীর গোয়ালডুবি ঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে তিন চোরাকারবারি পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও বিজিবির হাতে ধরা পড়ে। একই সঙ্গে অবৈধভাবে ভারত থেকে আনা তিনটি গরুও উদ্ধারে করে বিজিবি সদস্যরা।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
১৫ ঘণ্টা আগে
চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধাকে লাঞ্চনার নিন্দা অন্তর্বর্তীকালীন সরকারের
রবিবার কুমিল্লার চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে লাঞ্ছিত করার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
প্রধান উপদেষ্টার প্রেস উপসচিব আবুল কালাম আজাদ মজুমদার সোমবার বলেন, ‘চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের মানহানির ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই।’
পুলিশ ও স্থানীয় প্রশাসনকে ঘটনার তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার জন্য নির্দেশও দেওয়া হয়েছে বলে জানান তিনি।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে প্রেস উপসচিব জানন, আব্দুল হাই হত্যাসহ ৯টি মামলার আসামি।
তিনি আরও বলেন, ‘আমরা সবাইকে আইন নিজের হাতে তুলে নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।’
১৫ ঘণ্টা আগে
গাজীপুরের কারখানায় অগ্নিকাণ্ডে তিনজনের লাশ উদ্ধার
গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরির কারখানায় আগুনের ঘটনায় তিনজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
সোমবার (২৩ ডিসেম্বর) সকালে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার সকালে কারখানা থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে শ্রীপুর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
পুলিশ জানায়, নিহত তিনজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি লালমনিরহাটের বাবলু মিয়ার ছেলে মজলুম মিয়া।
আরও পড়ুন: গাজীপুরের বোতাম কারখানার আগুন নিয়ন্ত্রণে, নিহত ১
এর আগে রবিবার রাতে গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, রবিবার রাত পর্যন্ত দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। দুটো লাশ আগুনে পুড়ে বিকৃত হয়ে গিয়েছে। তাই লাশ দুটোর পরিচয় নিশ্চিত করা যাচ্ছে না। ধারণা করছি, প্রথম দিকে যে বিস্ফোরণ হয়েছে তখনই তাদের মৃত্যু হয়েছে।
রবিবার (২২ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের এম অ্যান্ড ইউ ট্রিমস্ লিমিটেড নামে ওই কারখানায় আগুন লাগে।
স্থানীয়রা জানান, রবিবার দুপুরে হঠাৎ করে কারখানার কেমিক্যাল গুদামে আগুন লাগে। মুহূর্তেই বেশ কয়েকটি বিস্ফোরণ হয়। কারখানার লোকজন আতঙ্কিত হয়ে ছুটাছুটি শুরু করেন। কারখানার আশপাশের বসতবাড়ির লোকজন তাদের আসবাবপত্রসহ ঘরের বিভিন্ন জিনিসপত্র বাইরে নিরাপ; নিয়ে আসতে থাকে। পরপর বিস্ফোরণে আশপাশে প্রকম্পিত হয়ে উঠে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, দুপুর ১টার ৪০ মিনিটে শ্রীপুর ফায়ার স্টেশনে প্রথমে আগুন লাগার খবর দেওয়া হয়। ১টা ৫৬ মিনিটে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। যেহেতু কেমিক্যাল ড্রামে বিস্ফোরণের খবর ছিল তাই গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি, রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের দুটিসহ পাঁচটি ইউনিট ডাকা হয়। সবমিলিয়ে মোট সাতটি ইউনিট আগুন য়িন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে তাদের সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এখানে প্রচুর কেমিক্যালের ড্রাম ছিল, আগুনের তাপে ড্রামগুলো ফুলে যাচ্ছিল। সেখান থেকে বিস্ফোরণ হয়।
আরও পড়ুন: গাজীপুরে বোতাম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট
১৬ ঘণ্টা আগে