সারাদেশ
খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ
খুলনায় দুর্বৃত্তের গুলিতে এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় নেতা আহত হয়েছেন।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে মোতালেব শিকদার (৪২) নামের ওই ব্যক্তির মাথায় গুলি করে দুর্বৃত্তরা।
মোতালেব শিকদার জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও খুলনা বিভাগীয় প্রধান। খুলনা মহানগরীর শেখ পাড়া এলাকার মুসলিম শিকদারের ছেলে তিনি।
আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) অনিমেষ মণ্ডল বলেন, গুলিবিদ্ধ হওয়ার পর উপস্থিত জনতা তাকে উদ্ধার করে প্রথমে খুমেক হাসপাতাল নিয়ে যায়। পরে তার মাথার সিটি স্ক্যান করার জন্য সেখান থেকে শেখপাড়া সিটি ইমেজিং সেন্টারে নিয়ে যাওয়া হয়।
তবে থানার কোন এলাকায় তার ওপর এ হামলার ঘটনা ঘটেছে, তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি। গুলিবিদ্ধ মোতালেবের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
২ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের পদ্মায় বাল্কহেডের সঙ্গে যাত্রীবাহী নৌকার ধাক্কায় নিহত ১
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে বালুবাহী বাল্কহেডের সঙ্গে যাত্রীবোঝাই এক নৌকার ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার চরবাগডাঙ্গা আলীমনগর ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. ভিখু (৫৭)। তিনি সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের এগারো রশিয়া রুস্তুম মড়লের পাড়ার মৃত আব্দুস সালামের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনেরা জানান, বিকেলে পদ্মা নদীর আলীমনগর ঘাট থেকে যাত্রীবোঝাই একটি নৌকা নারায়ণপুরের উদ্দেশে ছেড়ে যায়। এ সময় ঘাটের কাছাকাছি নদীতে দাঁড়িয়ে থাকা একটি বাল্কহেডকে ধাক্কা দেয় নৌকাটি। তখন নৌকায় থাকা ভিখু গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্বার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায়। পরে রাত পৌনে ৮টার দিকে সেখানে চিকিৎসাধীন তিনি মারা যান।
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের চিকিৎসক উম্মে হাবিবা জানান, নৌকা দুর্ঘটনায় হাত ও বুকে ব্যথা পেয়েছিলেন ভিখু। পাশাপাশি হার্টের সমস্যাও ছিল তার। সেজন্য হাসপাতালের ওয়ার্ডে ভর্তি করা হয় তাকে। পরে চিকিৎসাধীন তিনি মারা যান।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান, ঘটনার খবর তিনি শুনেছেন। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। তবে এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১ ঘণ্টা আগে
সিলেট সীমান্তে সবজি খেতের নিচে মিলল ভারতীয় অস্ত্র
সিলেটের সীমান্ত এলাকায় ভারতীয় অবৈধ অস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীনস্থ পান্থুমাই বিওপির একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় দলটি গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী শূন্য লাইন থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের ভেতরে পান্থুমাই এলাকায় কৌশলগত অবস্থান নেয়।
বিজিবি সূত্র জানায়, কয়েকজন অস্ত্র চোরাকারবারী ভারত থেকে অবৈধভাবে অস্ত্র এনে অন্য একটি চোরাকারবারী গ্রুপের কাছে হস্তান্তরের উদ্দেশ্যে স্থানীয় একটি সবজি খেতে মাটির নিচে চাপা দিয়ে রেখেছিল। পরে অস্ত্র সংগ্রহের চেষ্টা করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। এরপর ঘটনাস্থল তল্লাশি করে একটি ভারতীয় অবৈধ এয়ার গান উদ্ধার করা হয়।
এর আগে, গত শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে একই এলাকা থেকে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ২৫টি ভারতীয় অবৈধ এয়ার রাইফেলের স্প্রিং উদ্ধার করা হয়েছিল।
বিজিবির ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক এম নাজমুল হক জানান, সীমান্ত এলাকায় অস্ত্র পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
তিনি বলেন, দেশের স্থিতিশীল পরিস্থিতিকে যেন কোনোভাবেই অবৈধ অস্ত্র চোরাচালানের মাধ্যমে অস্থিতিশীল করা না যায়, সে বিষয়ে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। উদ্ধারকৃত অবৈধ অস্ত্রের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
১ দিন আগে
হিমেল হাওয়া, নওগাঁয় শীতের সঙ্গে বাড়ছে ভোগান্তি
পৌষের শুরুতেই নওগাঁয় হিমেল হাওয়া ও ঘন কুয়াশার পরিমাণ বৃদ্ধি পাওয়ায় শীতের দাপট বেড়েছে। আকাশে হালকা কুয়াশা ও মেঘের কারণে গতকাল থেকে সূর্যের দেখা মেলেনি। ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে শ্রমজীবী এবং নিম্ন আয়ের মানুষদের। দিনের বেলাতেও যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।
রবিবার (২১ ডিসেম্বর) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। গতকাল তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয়রা জানান, গত কয়েকদিন থেকে নওগাঁয় হিমেল হাওয়া বইতে শুরু করেছে। দিন-রাত বইছে ঠান্ডা বাতাস;এ কারণে শীতও বেশি অনুভূত হচ্ছে।
নওগাঁর বরুণকান্দি এলাকার ভ্যানচালক জয়নাল আবেদীন বলেন, গত দুই দিন থেকে শীত অনেক বেশি। ভ্যান চালাতে অনেক কষ্ট হচ্ছে। হাত কাঁপাকাঁপি করে, হ্যান্ডেল ভালো করে ধরে রাখা যায় না। লোকজনও সেভাবে বাইরে বের হচ্ছে না। কিন্তু পেটের দায়ে ঠান্ডা লাগলেও বাইরে আসতে হচ্ছে।
বদলগাছী আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক বলেন, জেলায় আজকে সকাল ৯টা পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকাল থেকে সূর্যের দেখা না পাওয়ায় আজকে শীত কিছুটা বেশি। আগামী কয়েকদিন তাপমাত্রা এ রকম থাকতে পারে।
নওগাঁ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আশেকুর রহমান জানান, প্রতিটি উপজেলায় অসহায় ছিন্নমুল দিনমজুর মানুষের মাঝে গরম কাপড় বিতরণ করার জন্য ইতোমধ্যে ছয় লাখ টাকা করে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) মাধ্যমে বিতরণ করা হয়েছে। এতে জেলার ১১ উপজেলায় এখন পর্যন্ত মোট ৬৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া জেলায় সাড়ে ৭ হাজারটি কম্বল বরাদ্দ এসেছে, যেগুলো বিতরণের প্রক্রিয়া চলছে।
১ দিন আগে
দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল প্রতিবেশীর
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে প্রতিবেশী এক যুবক নিহত হয়েছে। তবে নিহতের স্বজনদের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
শনিবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলার নয়ানগর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত জান্নাত হোসেন (২৭) আব্দুল হকের ছেলে। তিনি এলাকায় অন্যায়ের প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে পরিচিত ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, স্থানীয় শাহীন রাঢ়ীর তিন ছেলের মধ্যে তারেক (৩২) ও রিয়াদ (২৭) দুইজনই চিহ্নিত মাদক ব্যবসায়ী। কয়দিন পরপরই নিজেদের মধ্যে মারামারি, ঝগড়াঝাটি করে। আজ (শনিবার) সকালে তারেক আর রিয়াদের মধ্যে ঝগড়া শুরু হলে প্রতিবেশী জান্নাতকে ঝগড়া থামানোর জন্য ডেকে নিয়ে আসেন তাদের মা তাসলিমা বেগম।
তাসলিমা বেগম জানান, এ সময় তার দুই ছেলের হাতেই রামদা ছিল।
নিহতের মা জাহানারা বেগম বলেন, ‘আমার ছেলে ঘরে ঘুমিয়ে ছিল। তাকে ডেকে নিয়ে যায় তাসলিমা। আমি পেছন পেছন যাই। ঘরে যেতে না যেতেই ওরা আমার ছেলেকে দা দিয়ে কোপাতে থাকে। আমার ছেলে আমার দিকে শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে ছিল। আমি এই শোক সইব কেমন করে?’ ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।
নিহতের বড় ভাই রাজু রাঢ়ী বলেন, ‘বাড়ির সীমানা নিয়ে ওদের সঙ্গে আমাদের বিরোধ ছিল। জোরপূর্বক আমাদের জায়গা দখল করে ঘর তুলেছে ওরা। আমার ভাইকে যখন কোপায়, তখন তারা কাউকেই ঘরে ঢুকতে দেয় নাই। পরে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় দুই ভাই।’
তারা পালিয়ে যাওয়ার পর স্বজনরা তাৎক্ষণিক পাশের হামদর্দ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জান্নাতকে মৃত ঘোষণা করেন বলে জানান রাজু রাঢ়ী।
হামদর্দ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মারিয়া মোস্তারি বলেন, বেলা ১১টার দিকে জান্নাতকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন এই চিকিৎসক।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী বলেন, অপরাধীদের ধরতে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
১ দিন আগে
কুষ্টিয়ায় নির্বাচন অফিসে আগুন
কুষ্টিয়া জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে অফিস ভবনের পেছনের জানালা দিয়ে অগ্নিসংযোগ করা হয় বলে জানিয়েছেন অফিসের কর্মকর্তারা।
নির্বাচন অফিসের কর্মকর্তারা জানান, খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে নির্বাচন অফিসে আসেন জেলা প্রশাসক ইকবাল হোসেন। এরপর এ ঘটনায় সকাল ১০টার দিকে সেখানে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসেন তিনি।
নির্বাচন অফিসের নিরাপত্তারক্ষী রাজ্জাক বলেন, সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আমি তখন দ্বিতীয় তলায় ছিলাম। ধোঁয়া ও আগুনের গন্ধ পেয়ে নিচে নেমে আগুন দেখতে পাই।
জেলা নির্বাচন অফিসের হিসাবরক্ষক মো. আসাদুজ্জামান বলেন, যে কক্ষে আগুন দেওয়া হয়েছে, সেটি সদর উপজেলা নির্বাচন অফিসের স্টোর রুম। এখানে ভোটারদের সমস্ত তথ্য জমা রাখা হয়। আগুন লাগায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। জেলা প্রশাসকও দেখতে গিয়েছেন। এখানে স্টোর রুমে একটি অগ্নিকাণ্ড ঘটেছে। কীভাবে আগুন লেগেছে কিংবা কারা দিয়েছে সেটা খতিয়ে দেখা হচ্ছে।
২ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ তরুণের মৃত্যু: ২ পুলিশ সদস্য প্রত্যাহার
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই তরুণ নিহতের ঘটনায় অস্থায়ী চেকপোস্টে দায়িত্ব পালন করা দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এই ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এন এম ওয়াসিম ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, এই ঘটনা তদন্ত করার জন্য ৩ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। ঘটনাস্থলের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখছে পুলিশ। দুর্ঘটনাস্থলে ৭ জন পুলিশ সদস্য কর্মরত ছিলেন। তাদের মধ্যে দুজনকে গতকাল (শুক্রবার) রাতেই পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।
এদিকে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চাঁপাইনবাবগঞ্জে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শুক্রবার রাত থেকে শহরের বিভিন্ন এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে তারা।
এর আগে, গতকাল বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের সার্কিট হাউস মোড়ে সড়ক দুর্ঘটনায় রিফাত আলী (১৮) ও সোহাগ আহমেদ (১৯) নামে দুই তরুণ নিহত হন। পুলিশের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে তাদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। এরপর উত্তেজিত জনতা সার্কিট হাউস মোড়ে সড়কের ওপর একজনের মরদেহ রেখে অবরোধ করেন। পরে বিশ্বরোড মোড়ে পুলিশ বক্সে হামলা ও ভাঙচুর চালানো হয়। এ সময় পুলিশ বক্সের আসবাবপত্র বাইরে এনে আগুন জ্বলিয়ে দেওয়া হয়।
অন্যদিকে, ঘটনাস্থলের অদূরে শান্তিবাগ এলাকার পুলিশ ফাঁড়িতেও ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। সেখানে থাকা একটি মোটরসাইকেলে আগুনে দেয় তারা। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার পর নিবন্ধনহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে পুলিশ। এরই ধারাবাহিকতায় সার্কিট হাউস মোড়ে চেকপোস্ট বসানো হয়। সেখানে ট্রাফিক পুলিশ ও থানা পুলিশের সদস্যরা ছিলেন। ওই চেকপোস্টে রিফাত ও সোহাগের মোটরসাইকেল থামানোর জন্য সংকেত দেওয়া হয়, কিন্তু সংকেত অমান্য করে তারা দ্রত গতিতে চলে যাওয়ার চেষ্টা করলে দুর্ঘটনায় কবলিত হয়ে মারা যান।
২ দিন আগে
চট্টগ্রামে জাতীয় পার্টির চেয়ারম্যানের বাড়িতে অগ্নিসংযোগ
জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও নবগঠিত জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে চট্টগ্রামের হাটহাজারীতে শতাধিক লোক এ হামলা-ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগ করে।
তবে ঘটনার সময় আনিসুল ইসলাম মাহমুদসহ পরিবারের লোকজন বাড়িতে ছিলেন না। বাড়িতে দুজন গৃহপরিচারিকা ছিলেন।
আগুনে বাড়ির গ্যারেজে রক্ষিত ব্যারিস্টার আনিসুলের চাচা আকবর হায়দার চৌধুরীর ব্যাক্তিগত গাড়িটিও আগুনে পুড়িয়ে দেওয়া হয়।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ব্যারিস্টার আনিসের বাড়িতে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন
প্রত্যক্ষদর্শীরা জানান, শতাধিক লোক পৌনে ১২টার দিকে এসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। প্রায় ১৫ মিনিটের মতো তারা তাণ্ডব চালায়। তবে হামলাকারীরা জিনিসপত্র লুট করেনি বলে জানিয়েছেন গৃহপরিচারিকারা।
বাড়ির গৃহপরিচারিকা রোকেয়া বেগম বলেন, শতাধিক লোক এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। পরে হাটহাজারী ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে ভাঙচুর আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
দুর্বৃত্তদের দেওয়া আগুনে তার ব্যাক্তিগত প্রাইভেট কারটি পুড়ে গেছে। আগুনে ব্যারিস্টার আনিসের বাড়িঘর জিনিসপত্র পুড়ে যাওয়া পর পুলিশ ও ফায়ার সার্ভিস এসেছে বলে উল্লেখ করে চাচা আকবর হায়দার চৌধুরী বলেন, তারা যখন এসেছে, ততক্ষণে সবকিছু পুড়ে গেছে।
২ দিন আগে
লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগ, শিশুকন্যা নিহত, দ্বগ্ধ আরও ৩
লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলালের ঘরে বাইরে থেকে তালা মেরে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তার ৭ বছর বয়সী মেয়ে নিহত হয়। একই সঙ্গে বেলালসহ আহত হন তার আরও ২ মেয়ে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সুতারগোপ্তা এলাকায় এ ঘটনা ঘটে। বেলাল একই ইউনিয়নের বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এবং সুতারগোপ্তা বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী।
আগুনে পুড়ে নিহত হওয়া শিশুটির নাম আয়েশা আক্তার। আর দগ্ধরা হলেন— বেলাল হোসেন (৫০) ও তার দুই মেয়ে বীথি আক্তার (১৩) ও স্মৃতি আক্তার (১৮)।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান, রাতে নিজের ঘরে স্ত্রী-সন্তান নিয়ে ঘুমিয়ে ছিলেন বেলাল হোসেন। গভীর রাতে তার ঘরের দরজায় অজ্ঞাত কেউ তালা মেরে চারদিকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহুর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা তার ৩ মেয়ের মধ্যে ছোট মেয়ে আয়েশা নিহত হয়।
স্থানীয়রা জানান, আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে বেলাল সদর হাসপাতালে চিকিৎসাধীন। তবে বাকি ২ মেয়েকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বড় মেয়ে স্মৃতির অবস্থা আশঙ্কাজনক বলে তারা জানান।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা রঞ্জিত কুমার সাহা বলেন, গভীর রাতে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, খবর পেয়ে পুলিশ সেখানে গিয়েছে। অগ্নিকাণ্ডে ঘটনাস্থলেই ১ শিশু নিহত হয়েছে এবং আরও ৩ জন দগ্ধ হয়েছেন। পরিকল্পিতভাবে ওই ঘরে কেউ আগুন লাগিয়ে দিয়েছে কি না, সেটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
২ দিন আগে
চুয়াডাঙ্গায় রোটা ভাইরাসের তাণ্ডব, ডায়রিয়া নিয়ে হাসপাতালে ভর্তি ১৩৬৬
চুয়াডাঙ্গা জেলাজুড়ে রোটা ভাইরাসে আক্রান্ত হয়ে ডায়রিয়া পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। গত ১৬ দিনে চুয়াডাঙ্গা সদর হাসপাতালেই শিশুসহ ১ হাজার ৩৬৬ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছে। প্রতিদিন হাসপাতালের আউটডোরে গড়ে আরও ৩০০ থেকে ৪০০ রোগী চিকিৎসা নিতে আসছেন।
শীতের শুরুতে আবহাওয়া পরিবর্তন এবং স্বাস্থ্যবিধি অবহেলা করাকেই রোগ বিস্তারের অন্যতম কারণ হিসেবে দেখছেন চিকিৎসকেরা। তবে আতঙ্কিত না হয়ে অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
রোগীর চাপ এতটাই বেড়েছে যে সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের ধারণক্ষমতার তুলনায় কয়েকগুণ বেশি রোগী ভর্তি হতে দেখা যাচ্ছে। পর্যাপ্ত শয্যা না থাকায় অনেক শিশু ও প্রাপ্তবয়স্ক রোগীকে ঠান্ডা মেঝেতেই শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে।
২ দিন আগে