সারাদেশ
৫ দিনেও উদ্ধার হয়নি চবির অপহৃত পাঁচ শিক্ষার্থী
খাগড়াছড়ি জেলা শহরের গিরিফুল এলাকা থেকে অপহরণের পাঁচ দিন পরও উদ্ধার হয়নি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচ শিক্ষার্থী। তাদেরকে উদ্ধারে খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রেখেছে যৌথবাহিনী।
এদিকে ৫ শিক্ষাথীর নিঃশর্ত মুক্তি ও রাঙ্গামাটির কাউখালীতে পাহাড়ী ছাত্রী ধর্ষণের বিচারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পাহাড়ি ছাত্র ছাত্রীরা।
‘খাগড়াছড়ি আদিবাসী ছাত্র সমাজের’ ব্যানারে জেলা শহরের চেঙ্গী স্কোয়ার থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের শাপলা চত্বর, আদালত সড়ক হয়ে কোর্ট চত্বরে গিয়ে শেষ হয়।
তুষন চাকমার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সুজন চাকমা ঝিমিত, বাংলাদেশ মারমা ষ্টুডেন্ট কাউন্সিলের উক্যনু মারমা, ত্রি পুরা ষ্টুডেন্টস ফোরামের সদর শাখার সভাপতি আকাশ ত্রিপুরা, চবির সাবেক শিক্ষাথী রহেল চাকমা, শিক্ষাথী মায়া চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
আরও পড়ুন: ৬ দফা দাবিতে বরিশালে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ
এ সময় বক্তারা অবিলম্বে অপহৃতদের নিঃশর্ত মুক্তি ও ধর্ষকের বিচারের দাবি জানিয়ে বলেন, ‘ইউপিডিএফ শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করে পার্বত্য চট্টগ্রাম এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উসকানি দিয়ে ও অপহরণ বাণিজ্য শুরু করেছে।’
তারা এ ঘৃণ্য তৎপরতা থেকে ইউপিডিএফকে বের হয়ে আসার আহ্বান জানান।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামে এনসিটি বিদেশিদের হাতে তুলে দেওয়ার বিরোধী জামায়াত
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে না দিয়ে বন্দর কর্তৃপক্ষের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রবিবার (২০ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে এ দাবি জানান জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর শাখা।
আরও পড়ুন: জামাতে নামাজ আদায়, ৩০০ শিশু-কিশোর পেল বাইসাইকেল
এ সময় সংগঠনের নগর শাখার আমির আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, ‘চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। এর মাধ্যমে আমদানি-রপ্তানির ৯২ শতাংশ কার্যক্রম সম্পন্ন হয়।’
‘এনসিটি টার্মিনাল বর্তমানে বন্দরের সর্বোচ্চ রাজস্ব আয়ের উৎস। এই স্বয়ংসম্পূর্ণ টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়া হলে তা হবে জাতীয় অর্থনীতির ওপর সরাসরি আঘাত।’
সংবাদ সম্মেলনে বলা হয়, প্রায় ২০০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এনসিটি থেকে গত অর্থবছরে ১ হাজার ৩৬৭ কোটি টাকা আয় হয়েছে। বন্দরের মোট হ্যান্ডলিংয়ের ৫৫ শতাংশ হয় এই টার্মিনালে। এখানে প্রায় পাঁচ হাজার শ্রমিক-কর্মচারী কর্মরত আছেন, যাদের জীবিকার নিরাপত্তা এই টার্মিনালের সঙ্গে জড়িত।
এ সময় জামায়াত নেতার বলেন, ‘সাবেক সরকারের অর্থনৈতিক উপদেষ্টা সালমান এফ রহমান এনসিটি টার্মিনাল বিদেশিদের কাছে হস্তান্তরের পেছনে সক্রিয় ছিলেন। এর মাধ্যমে রাষ্ট্রীয় স্বার্থকে উপেক্ষা করে, শেখ পরিবারের অর্থনৈতিক স্বার্থ রক্ষা করা হয়েছে।’
আরও পড়ুন: মাওলানা সাদ কান্ধলভীর নিরাপদ আগমনের দাবি তাবলিগ জামাতের কিছু অনুসারীর
‘এছাড়া পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে তুলে দেওয়ার মতো চক্রান্তের পুনরাবৃত্তি এনসিটির ক্ষেত্রেও হচ্ছে। অথচ এনসিটি এখনও লাভজনক, প্রযুক্তিনির্ভর ও উন্নত একটি টার্মিনাল। নতুন কোনো বিনিয়োগ ছাড়াই এটি পরিচালনা সম্ভব। বিদেশি বিনিয়োগের বিরোধিতা নয়, বরং সেটি হওয়া উচিত নতুন প্রকল্প ও গ্রীনফিল্ডে— যেমন ইকোনমিক জোন ও বে-টার্মিনাল এলাকায়,’ বলেন তিনি।
এদিকে নিজস্ব অর্থায়নে তৈরি ও সফলভাবে পরিচালিত এনসিটি টার্মিনাল কেনো বিদেশি কোম্পানিকে দেওয়া হবে, সে প্রশ্ন তোলে জামায়াত। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
১ ঘণ্টা আগে
ঘরে ঢুকে যুবদলকর্মীকে গুলি করে হত্যা
চট্টগ্রামের রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড গরিব উল্লাহপাড়া গ্রামে ঘরে ঢুকে এক যুবদলকর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে ভান্ডারী কলোনির একটি বাসায় এ ঘটনা ঘটে।
নিহত মুহাম্মদ মানিক আবদুল্লাহ (৩৬) উল্লাহপাড়া গ্রামের স্থানীয় আবদুল মোতালেবের ছেলে। দীর্ঘদিন সংযুক্ত আরব আমিরাতে ছিলেন তিনি।
গত বছরের অক্টোবরে তিনি দেশে আসেন। স্ত্রী ও ছেলে-মেয়েকে নিয়ে নগরের একটি ভাড়া বাসায় থাকতেন তিনি।
আরও পড়ুন: হাতিরঝিলে যুবদল নেতা গুলিবিদ্ধ
স্থানীয়রা জানান, দিবাগত রাতে ঘরে ঢুকে কয়েকজন দুর্বৃত্ত গুলি করে তাকে হত্যার পর অটোরিকশা ও মোটরসাইকেল করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
রাউজান থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী সৈকত বলেন, ‘নিহত যুবদলকর্মীর মাথা, উরু ও পায়ে গুলি করা হয়েছে। তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
১ ঘণ্টা আগে
দিনাজপুরে পিকআপের চাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত
দিনাজপুরের বিরামপুরে পিকআপের চাপায় হাসান নামে একজন এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।
রবিবার (২০ এপ্রিল) বেলা ১১টার দিকে পল্লবী মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত হাসান আলী (১৫) বিরামপুর পৌর শহরের লিচু বাগান চকপাড়া এলাকার মিলন ইসলামের ছেলে। আমানুল্লা বিদ্যা নিকেতন থেকে চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন তিনি।
আরও পড়ুন: নাটোরে ৭ ঘণ্টার ব্যবধানে দুটি ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত
বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) আমির বলেন, ‘দুর্ঘটনার পর পিকআপসহ চালক পালিয়ে গেছে। এ ব্যপারে সড়ক আইনে মামলার প্রস্তুতি নিচ্ছেন নিহতের পরিবার।’
১ ঘণ্টা আগে
প্রাইভেট পড়ে ফেরার পথে ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রী নিহত
নরসিংদীতে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় সুমাইয়া আক্তার (১৬) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে।
রবিবার (২০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে রেললাইন পার হতে গেলে ঢাকা থেকে ভৈরবগামী তিতাস কমিউটার ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: চলন্ত ট্রেনে আগুন: আতঙ্কে দম্পতির লাফ, কোলের শিশুর মৃত্যু
নিহত সুমাইয়া নরসিংদী পৌর এলাকার বিলাসদী মহল্লার বাসিন্দা প্রবাসী খোকন আহমেদের মেয়ে এবং শহরের ব্রাহ্মন্দী বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলেন।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম বলেন, ‘রেলওয়ে ফাঁড়ি পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
২ ঘণ্টা আগে
চলন্ত অটোরিকশাতে পেট্রোল বোমা নিক্ষেপ, দুই নারী দগ্ধ
চট্টগ্রাম মহানগরের বায়েজিদ থানার আতুরার ডিপো এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
এতে দুই নারী গুরুতরভাবে দগ্ধ হয়েছেন। রবিবার (২০ এপ্রিল) ভোরে নগরীর আতুরার ডিপো চামড়া গুদামের সামনে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন—রাউজান পৌরসভার ছিটিয়াপাড়া শান্তিনগর এলাকার কবির আহমেদের মেয়ে লায়লা বেগম (৫০) এবং জানালী হাট উজির আলী মাঝির বাড়ির বাদশা মিয়ার মেয়ে ঝরনা বেগম (৩০)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অটোরিকশাচালক মো. জমির বলেন, ‘ভোরে অটোরিকশার যাত্রীরা কুতুবদিয়া মালেক শাহ’র দরবারে যাচ্ছিলেন। আতুরার ডিপো এলাকায় এলে কয়েকজন লোক অতর্কিত পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে অটোরিকশায় থাকা পাঁচ যাত্রীর মধ্যে দুজন দগ্ধ হন।
অটোরিকশার সিলিন্ডারের লাইন টেনে ছিঁড়ে দেওয়ায় বিস্ফোরণের ঘটনা ঘটেনি। পরে তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: সেহরিতে রান্না করতে গিয়ে চুলা জ্বালাতেই বিস্ফোরণ, দগ্ধ ৩
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম আশেক বলেন, ‘সিএনজি অটোরিকশার দুই যাত্রীকে ভোরে দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাদেরকে ৩৬ নম্বর বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।’
আনয়নকারীরা বলেছেন, তাদের গাড়িতে পেট্রোল নিক্ষেপ করা হয়েছে।
এ বিষয়ে জানতে বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানকে ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
২ ঘণ্টা আগে
ওয়ারীতে বাসা থেকে দম্পতির মরদেহ উদ্ধার, পাশে ছিল চিরকুট
রাজধানীর ওয়ারীতে নিজ বাসা থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) রাতে হেয়ার স্ট্রিট রোডের পঞ্চম তলার একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে তাদের মরদেহ পাঠানো হয়েছে।
নিহতরা হলেন, মোহাম্মদ মুঈদ (৩৫) ও তার স্ত্রী আইরিন আক্তার (৩২)।
আরও পড়ুন: স্ত্রীকে খুন করে স্বামীর আত্মহত্যা
বার্তা সংস্থা ইউএনবিকে এমন তথ্য নিশ্চিত করেছেন ওয়ারি থানার ডেপুটি কমিশনার হারুন অর রশীদ। তিনি বলেন, ‘দুদিন ধরে বাসার দরজা না খোলায় সেখানকার লোকজন আমাদের জানালে আমরা গিয়ে গতকাল রাতে মরদেহ দুটি উদ্ধার করি।’
‘মৃত্যুর আগে একটা চিরকুট লিখে যান তারা। তবে আমরা হাতের লেখা দেখে প্রাথমিকভাবে ধারণা করছি, সেটা স্ত্রীর লেখা। কারণ, স্বামী আগে মারা গিয়েছেন। তার শরীরে পচন শুরু হলেও স্ত্রীর বডি এখনো ফ্রেশ।’
এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘চিরকুট থেকে জানা যায় মুঈদ অনেকদিন ধরে ক্যান্সারের রোগী ছিলেন। প্রায় চার বছর তিনি বাসা থেকে বের হননি। এটি সুইসাইড কি না; বোঝা যাচ্ছে না। যেহেতু মুঈদ অসুস্থ ছিলেন এবং আগে মারা গিয়েছেন।’
তিনি আরও জানান, ‘দুজনের পরিবারের সাথে কোনো যোগাযোগ ছিল না। কারণ, তাদের বিয়ে কেউ মেনে নেয়নি। চিরকুটে লেখা ছিল, মরদেহ যেন গ্রামে পাঠানো না হয় এবং একই সাথে দুজনকে শায়িত করে কবর দেওয়া হয়।’
মুঈদ কুমিল্লার তিতাস উপজেলার আড়াইকান্দি গ্রামের মোহাম্মদ মুসার ছেলে এবং স্ত্রী আইরিন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াজি বাড়ির জয়নাল আবেদীনের মেয়ে।
আরও পড়ুন: রাজশাহীর পুলিশ লাইন্সে কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার
ঢাকা মেডিক্যালের মর্গ এসিস্ট্যান্ট বাবুল আলী জানান, ‘গতকাল রাতে স্বামী-স্ত্রীর মরদেহ দুটি নিয়ে আসে পুলিশ। তারা দুই/তিন দিন আগেই মারা গেছেন। একজনের শরীরে পচনও ধরেছে।’
স্ত্রী কীভাবে মারা গেছেন, সেটা ময়নাতদন্ত রিপোর্ট পেলে বলা যাবে বলে জানান ডিসি হারুন অর রশীদ।
৩ ঘণ্টা আগে
শার্শায় ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক ২
যশোরের শার্শায় ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া টাকা, একটি দেশীয় হাসুয়া ও একটি চাকু উদ্ধার করা হয়।
রবিবার (২০ এপ্রিল) সকালে দুই ছিনতাইকারীর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম। এর আগে শনিবার (১৯ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার গোড়পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- গোঁড়পাড়া (সর্দারপাড়া) গ্রামের মৃত মকছেদ আলীর ছেলে সবুজ হোসেন (২৮) ও একই গ্রামের নজরুল ইসলামের ছেলে টিটু মিয়া (২৩)।
পুলিশ জানায়, উপজেলার গোঁড়পাড়া বাজারের পান ব্যবসায়ী তবিবার রহমান শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ফকিরতলা বিশ্বাসবাড়ি সংলগ্ন পাকা রাস্তায় দুই ছিনতাইকারী তার পথ গতিরোধ করে। এসময় দেশীয় অস্ত্র হাসুয়া ও চাকুর ভয় দেখিয়ে তার কাছে থাকা টাকা ছিনিয়ে নেয়।
আরও পড়ুন: ডিবি পুলিশ পরিচয়ে স্বর্ণের দোকানে চাঁদাবাজি, আটক ২
পরে খবর পেয়ে গোঁড়পাড়া ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে ছিনতাই হওয়া নগদ ১০ হাজার ৫৬০ টাকা, একটি হাসুয়া ও একটি চাকুসহ সবুজ হোসেন ও টিটু মিয়াকে আটক করে।
ওসি রবিউল ইসলাম জানান, আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণ শেষে আদালতে পাঠানো হবে।
৬ ঘণ্টা আগে
ভবেশ চন্দ্রের মৃত্যু অসুস্থতাজনিত, শূন্যে নেমেছিল রক্তচাপ: পুলিশ
দিনাজপুরের বিরলে ভবেশ চন্দ্র রায়ের মৃত্যু অসুস্থতাজনিত কারণে হয়েছে, তার ব্লাড প্রেশার শূন্যে নেমে গিয়েছিল— প্রাথমিক তদন্ত শেষে এই তথ্য জানিয়েছে পুলিশ। গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) তিনি মারা যান।
মৃত ভবেশ চন্দ্র রায় (৫৫) বিরল উপজেলার বাসুদেবপুর গ্রামের মৃত তারক চন্দ্র রায়ের ছেলে।
এর আগে ভবেশ চন্দ্রকে বাসা থেকে তুলে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন,‘বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু নেতা শ্রী ভবেশ চন্দ্র রায়ের অপহরণ ও নির্মম হত্যাকাণ্ডে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি।’
এছাড়া এই মৃত্যু নিয়ে একাধিক ভারতীয় মিডিয়ায় হত্যা সংক্রান্ত খবর প্রকাশিত হয়েছে। এতে এই মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়। ভারতের এই বিবৃতি প্রত্যাখান করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
এরপর শনিবার( ১৯ এপ্রিল) ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে প্রেস ব্রিফিং করে দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইন জানান, গত বৃহস্পতিবার বিকালে সঙ্গীদের ডাকে বাড়ি থেকে বের হন ভবেশ। কয়েক ঘণ্টার ব্যবধানে পথিমধ্যে মৃত্যু কোলে ঢুলে পড়েন তিনি।
আরও পড়ুন: দিনাজপুরে শিবিরের সাবেক নেতার উপর দুর্বৃত্তের হামলা
প্রাথমিক তদন্তের বরাত দিয়ে তিনি বলেন, ‘বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে প্রতিবেশী রতন, আক্তারুল ইসলাম, রুবেল ইসলাম এবং মুন্না ইসলামের সঙ্গে দুইটি মোটরসাইকেলে নাড়াবাড়ী হাটে গিয়েছিলেন ভবেশ। বয়সের ব্যবধান থাকলেও তারা নিয়মিত আড্ডাবাজিসহ একসঙ্গে চলাচল করতেন।’
‘সন্ধ্যা ৭টার দিকে তারা একত্রে চা-সিগারেট ও পান খাওয়ার পর কিছুটা অসুস্থবোধ করেন ভবেশ। পরে স্থানীয় পল্লী চিকিৎসক লিটন ও আরেক পল্লী চিকিৎসক আব্দুর রহমানের কাছে স্বাস্থ্য পরীক্ষা করানো হয় তাকে। তার ব্লাড প্রেশার শুন্যে নেমে গিয়েছিল।’
পুলিশ সুপার জানান, বাবার অসুস্থতার খবর পেয়ে অ্যাম্বুলেন্স পাঠিয়ে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন একমাত্র ছেলে স্বপন চন্দ্র রায়। সেখানে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
ওইদিন মধ্যরাতেই সুরতহাল রিপোর্ট তৈরি করে পুলিশ। পরে লাশ ময়না তদন্ত শেষে তার সৎকার করেছে পরিবার।
ভবেশের মৃত্যুকে ঘিরে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ অথবা মামলা করা হয়নি বলে জানান পুলিশ সুপার।
তিনি বলেন, পরিবার চাইলে মামলা করতে পারে। তাছাড়া ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরে মৃত্যুর কারণ জানা সম্ভব হবে।
৯ ঘণ্টা আগে
পূর্বধলায় ভারতীয় মদসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
নেত্রকোণার পূর্বধলা উপজেলায় ভারতীয় মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে থেকে ১০ বোতল মদ জব্দ করা হয়।
শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ৯টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিম মহাসড়কের পূর্বধলার গোজাখালী কান্দা বাজার থেকে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল ইসলাম।
গ্রেপ্তার দুই মাদক কারবারি হলেন- নেত্রকোণার দুর্গাপুর উপজেলার ফেছিয়া পাথারিয়া গ্রামের হযরত আলী ছেলে ইমন মিয়া ওরফে হাসান (২০) ও একই এলাকার আব্দুল হাকিমের ছেলে নাজমুল মিয়া (৩২)।
আরও পড়ুন: দৌলতপুর সীমান্তে মাদকসহ তিন ভারতীয় আটক
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের গোজাখালী কান্দা বাজারে সন্দেহজনক একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত অটো রিকশা তল্লাশি করে ১০ বোতল ভারতীয় মদসহ ওই দুজন কারবারিকে আটক করে। জব্দ করা মদের বাজারমূল্য আনুমানিক ২০ হাজার টাকা।
ওসি মোহাম্মদ নূরুল ইসলাম বলেন, হাসান ও নাজমুল দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে দুর্গাপুর সীমান্ত এলাকা থেকে ভারতীয় মদ অবৈধ পন্থায় সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় কেনাবেচা করে আসছিলেন। তাদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে কোর্টে চালান দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বুধবার (১৬ এপ্রিল) একই স্থানে সিএনজি চালিত অটোরিকশায় তল্লাশি করে সাত বোতল ভারতীয় মদসহ মাদক কারবারি ফারজানা খাতুন ঝুমা নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ওই তরুণী নেত্রকোণার দুর্গাপুর উপজেলার কেরনখলা গ্রামের রজব আলী মেয়ে। পরে মাদক মামলায় তাকে আদালতে পাঠানো হয়।
১ দিন আগে