খাগড়াছড়ির মহালছড়িতে বজ্রপাতে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।
মঙ্গলবার (৫ নভেম্বর) বিকাল ৫টায় হঠাৎ ঝড়ো হাওয়া ও ভারী বর্ষণের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে।
এ সময় তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তারা সবাই উপজেলার খেয়াংসা পাড়ায় গ্রামে বজ্রপাতে শিকার হয়।
আরও পড়ুন: চকরিয়ায় বজ্রপাতে কিশোরীর মৃত্যু
এদিকে, খাগড়াছড়ি বাস টার্মিনালের মূল সড়কের ওপর গাছ ভেঙে পড়ার কারণে প্রায় এক ঘণ্টা ধরে যানবাহন চলাচল বন্ধ ছিল। এ সময় খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের গ্যারেজ শেডের উপরে একটি গাছ পড়ে কয়েকটি গাড়ি চাপা পড়ে। এতে বাবুল ত্রিপুরা (২৭) নামে এক ব্যক্তি মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ করছেন।
এছাড়াও বিদ্যুৎ সঞ্চালন লাইনের উপরে গাছ ভেঙে পড়ার কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এখনও অন্ধকারে রয়েছে খাগড়াছড়ি সদরসহ চারটি উপজেলা।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজেশ বড়ুয়া বলেন, ‘ভেঙে পড়া গাছগুলো অপসারণের কাজ চলছে।’
আরও পড়ুন: খুলনায় বজ্রপাতে গৃহবধূর মৃত্যু