গাইবান্ধার গোবিগঞ্জের প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকে পড়ায় ৩ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার গাইবান্ধা-গোবিন্দগঞ্জ ভায়া নাকাইহাট সড়কের ধর্মপুর বাজারে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাখালবুরুজ ইউনিয়নের উত্তর ধর্মপুর গ্রামের নরেন দাসের ছেলে হরেন চন্দ্র দাস (৫৫) ও একই গ্রামের মহেন্দ্র দাসের ছেলে প্রতাপ চন্দ দাস (৩৫) ও আইজল হক। তারা ধর্মপুর মাছ বাজারে রাস্তার পাশে বসে মাছ বিক্রি করছিলেন।
এ দুর্ঘটনায় আরও ৫ জন গুরুত আহত হয়েছেন। তাদেরকে উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে আনা হলে সেখান থেকে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসাপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, একটি প্রাইভেটকার দ্রুত গতিতে গোবিন্দগঞ্জের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের মাছ বাজারে ঢুকে পরে। এতে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা প্রাইভেটকারটি আটক করে পুলিশে সোর্পদ করেছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলাম শাহ জানান, দুঘর্টনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসাপাতালে নিয়ে আসে। প্রাইভেটকারটি থানায় রাখা হয়েছে।