গোয়ালিয়রে ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে রোববার সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ। ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংষ্করণে এক খেলোয়াড়ের পারদর্শিতায় ম্যাচের মোড় ঘুরে যেতে পারে। আর ভারতের বিপক্ষে এমন কেউ এগিয়ে আসুক, তা মনেপ্রাণে চাইবে টাইগারভক্তরা।
এক্ষেত্রে তৌহিদ হৃদয় ও রিশাদ হোসেনের ওপর প্রত্যাশার চাপ থাকবে কিছুটা বেশি। এ দুজনই বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াডের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ইতোমধ্যে নিজেদের প্রমাণ করেছেন।
তৌহিদের বিগ হিটিংয়ের সক্ষমতা সমর্থকদের দৃষ্টি কাড়তে সময় নেয়নি। অন্যদিকে, লেগ স্পিন ও গুরুত্বপূর্ণ মুহূর্তে ব্যাট হাতে দলের চাপ কমিয়ে এরইমধ্যে টাইগারদের অন্যতম আস্থার নাম হয়ে উঠেছেন রিশাদ।
আরও পড়ুন: ভারত সিরিজ দিয়ে ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির শুরু চান শান্ত
ভারত সিরিজের আগে টি-টোয়েন্টিতে ১৪ বার ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তবে ফলাফলের পরিসংখ্যানটা খুব বেশি আশাজনক নয়। ১৪ ম্যাচের মাত্র একটিতে জিতেছে টাইগাররা।
তবে তরুণদের সুযোগ দিয়ে মূল দলের বেশ কিছু খেলোয়াড়কে বিশ্রাম দেওয়ায় অভিজ্ঞতার বিচারে এবার ভারতের চেয়ে কিছুটা এগিয়ে রয়েছে বাংলাদেশ দল।
বাংলাদেশের বিপক্ষে খেলতে যাওয়া ভারতের এই দলটি টি-টোয়েন্টিতে সম্মিলিতভাবে ৪০০’রও কম ম্যাচ খেলেছে, যেখানে ৬০০’র বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশ দলের।
অবশ্য মাঠের খেলায় অভিজ্ঞতার এই পার্থক্য ভারতকে খুব কমই প্রভাবিত করবে, কারণ আন্তর্জাতিক অঙ্গনে দলটির খেলোয়াড়রা তরুণ হলেও ঘরোয়া ক্রিকেটে তাদের অভিজ্ঞতা একেবারেই কম নয়।
ফলে টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে রেকর্ডে উন্নতি করতে হলে তৌহিদ-রিশাদের মতো খেলোয়াড়ের এগিয়ে আসার বিকল্প নেই।
আরও পড়ুন: টি-টোয়েন্টিতে সাকিবের বিকল্প কে?
এ পর্যন্ত ২৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১৩০-এর বেশি স্ট্রাইক রেটে ৬০০ রান সংগ্রহ করেছেন তৌহিদ। অপরদিকে, ২৪টি টি-টোয়েন্টি ম্যাচে বল করে ২৯টি উইকেট নিয়েছেন রিশাদ।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও ১০ উইকেট তোলেন রিশাদ। টুর্নামেন্টের শীর্ষ বোলারদের একজন ছিলেন এই তরুণ।
টি-টোয়েন্টি থেকে নিজেকে সরিয়ে নেওয়ায় ভারতের বিপক্ষে সাকিবের দক্ষতা ও অভিজ্ঞতা দলে পাচ্ছে না বাংলাদেশ। ফলে তার অনুপস্থিতি নিশ্চয়ই অনুভব করবে দল। তবে পারফরম্যান্স দিয়ে সাকিবের শূন্যতা পূরণ করতে পারেন মেহেদী হাসান মিরাজ। এ বিষয়ে মেহেদীর ওপর আস্থা রাখছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তও।
গোয়ালিয়রে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচটি শুরু হবে। এক দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করছে এই শহরটি।
আরও পড়ুন: ভারত-বাংলাদেশ টি-টোয়েন্টি ম্যাচের আগে গোয়ালিয়রে বিক্ষোভ নিষিদ্ধ