কাতারে 'দোহা ফোরাম ২০২৩'-এ যোগ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
রবিবার (১০ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে বলেন, দুই দিনব্যাপী এই ফোরাম রবিবার থেকে শুরু হয়েছে।
তিনি বলেন, কাতারের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে দোহার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন পররাষ্ট্রমন্ত্রী।
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পৃষ্ঠপোষকতায় দোহা ফোরাম অনুষ্ঠিত হবে উল্লেখ করে সাবরিন বলেন, 'দোহা ফোরামে অংশগ্রহণের জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে কাতারের আমন্ত্রণ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাতারের অভিপ্রায়ের বহিঃপ্রকাশ।’
তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী কোভিড-১৯ ও ভ্যাকসিন উন্নয়নবিষয়ক একটি প্যানেল আলোচনায় অংশ নেবেন। এ ছাড়া 'চেঞ্জিং প্রায়োরিটি ইন গ্লোবাল ট্রেড' শীর্ষক একটি উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনাসহ বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেবেন।
দোহা ফোরাম এমন একটি প্ল্যাটফর্ম যেখানে দৃষ্টিভঙ্গির বৈচিত্র্যকে স্বাগত জানায়। এখানে সব মানুষ বিশেষত যাদের বক্তব্য প্রায়ই উপেক্ষা করা হয়, তাদের আলাদা দৃষ্টিভঙ্গি এবং আগ্রহের বিষয় তুলে ধরা হয়।
গঠনমূলক সংলাপই সর্বোত্তম উপায়- এই বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত ফোরামটি। শুধু তাই নয়, আন্তঃসংযুক্ত বিশ্বে টেকসই নিরাপত্তা, ন্যায়বিচার ও স্বাধীনতার উপর বিশ্বাসী এই ফোরাম।
দোহা ফোরামের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস মানবিক বিপর্যয় এড়ানোর জন্য নিরাপত্তা পরিষদের প্রতি চাপ প্রয়োগের আহ্বান জানান। দুঃখজনক হলো, কাউন্সিল তা করতে ব্যর্থ হয়েছে। তবে এই ব্যর্থতার কারণে বিষয়টির গুরুত্ব কমে যায় না।
এ প্রসঙ্গে জাতিসংঘ প্রধান বলেন, ’আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে, আমি হাল ছেড়ে দেব না।’
দোহা ফোরামের ২১তম সংস্করণে বিশ্বের শীর্ষ কর্মকর্তা, নির্বাহী ও চিন্তাবিদদের একত্রিত করা হয়েছে নিম্নলিখিত ক্ষেত্রগুলোতে সবচেয়ে গুরুত্বপূর্ণ অমীমাংসিত প্রশ্নগুলোর সমাধান করার জন্য:
- আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা, অর্থনৈতিক নীতি ও উন্নয়ন
- সাইবার সিকিউরিটি, ডেটা প্রাইভেসি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাসটেইনেবিলিটি
পূর্ববর্তী সংস্করণগুলোর উপর ভিত্তি করে, বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যতে কোনো পদক্ষেপ নিতে দেশগুলো কীভাবে সমৃদ্ধি ও আন্তঃসংযুক্ত ভবিষ্যৎ গড়ে তুলতে পারে সে বিষয়ে আলোচনা করা হবে দোহা ফোরামে।
"কূটনীতি, সংলাপ, বৈচিত্র্য" ব্যানারে নীতি নির্ধারণ এবং কর্মভিত্তিক সুপারিশগুলোর পরিকল্পনা ও বক্তৃতার আদান-প্রদানকে উৎসাহিত করে দোহা ফোরাম।